ইতু পূজায় মাতলেন বাঁকুড়াবাসী
বাঁকুড়াঃ রাঢ় বঙ্গের অন্যতম লৌকিক উৎসব ইতু পূজো। আয়োজনে অনেকটা লক্ষী পূজার মতো, বাড়ির মহিলাদের হাতেই পূজিতা হন দেবী ইতু।
তথ্যানুসারে ইতু একটি প্রাচীণ ইরান শব্দ, বহু যুগ আগে পারস্যদেশে মিথু নামে এক দেবতার পূজো হতো, অনেকেই মনে করেন মিথু থেকেই ইতু শব্দের উৎপত্তি। যদিও ইতুর বাংলা অর্থ সূর্য, অগ্রহায়ণ মাস জুড়ে রাঢ় বঙ্গের প্রায় প্রতিটি ঘরে ঘরেই ইতু পূজা হয়। পূজার উপকরণেও রয়েছে বৈচিত্রের ছোঁয়া। ইতুর পাত্র ও ঘট সাজিয়ে পূজা করা হয়। এছাড়াও সঙ্গে থাকে কলমী শাক, সরষে, ধান, মানকচু, ছোলা, মটর, তিল, যব সহ আট রকমের দানা শস্য। প্রতি রবিবার ইতু পূজা শেষে অগ্রহায়ণ সংক্রান্তীতে পূজো শেষে ইতুকে জলে বিসর্জন দেওয়া হয়।
মূলতঃ সংসারের সুখ ও সমৃদ্ধি কামনায় এই পূজো করা হয়ে থাকে, জানালেন ইন্দাসের রিমা ধাড়া। তিনি বলেন, শস্যের দেবী হিসেবেই আমরা পূজা করে থাকি, সঙ্গে সংসারের সুখ সমৃদ্ধি কামনা তো থাকেই। তিনি এই পূজো তাঁর শাশুড়ি মার কাছে শুনেছেন বলে জানান।
Dec 17 2023, 15:45