*বাংলাদেশে গরু পাচার করার সময় গোবিন্দপুর সীমান্তে BSF এর গুলিতে মৃত্যু 2 বাংলাদেশি গরু পাচারকারীর*
নদীয়া:ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করার সময় গরু পাচারকারী ও BSF এর মধ্যে সংঘর্ষ। ঘটনায় BSF এর গুলিতে মৃত্যু 2 গরু পাচারকারীর। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে। সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে রবিবার ভোর রাতে BSF এর 32 নম্বর বাটেলিয়ান এর জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় খেয়াল করেন ভারত থেকে বাংলাদেশের দিকে গরু পাচার করার চেষ্টা করছে কিছু বাংলাদেশি পাচারকারী।
অভিযোগ, বিষয়টি নজরে আসার পর BSF পাচারকারীদের আটকানোর চেষ্টা করলে তারা BSF জওয়ানদের ওপর হামলা চালায়। আর এর পরই বাংলাদেশি পাচারকারীদের লক্ষ করে গুলি চালায় BSF। ঘটনায় BSF এর গুলিতে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশি পাচারকারীর। বাকিরা বাংলাদেশে পালিয়ে গেছে। মৃত দুই পাচারকারীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
Dec 17 2023, 13:09