*আরও কমবে সর্বনিম্ন তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*
ডিসেম্বর পড়তেই শীতের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা। ওদিকে আরব সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। এর জেরে আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে গোটা দেশের আবহাওয়ায়।
পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। বাংলার এর প্রভাব পড়বে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছুদিনে সর্বনিম্ন তাপামত্রা আরও কমতে পারে। এদিকে ফের ১৪ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার তাপমাত্রা। আজও কলকাতার তাপমাত্রা একই রকম থাকবে, এমনটাই পূর্বাভাস।
আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস।
Dec 17 2023, 11:49