*নদীয়ার কৃষ্ণনগরে শুরু হলো নদিয়া বইমেলা*
নদীয়া :
শনিবার পাবলিক লাইব্রেরী মাঠে উদ্বোধন হলো জেলা নদীয়া জেলা বইমেলা। উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, অতিরিক্ত জেলা শাসক প্রলয় রায়চৌধুরী, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অন্যান্যরা। প্রথমে জেলা বইমেলার তরফ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। তারপর পতাকা উত্তোলনের মাধ্যমে বইমেলার শুভ সূচনা হয়।
২২ ডিসেম্বর পর্যন্ত বইমেলা চলবে। প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতবছর শান্তিপুরের পাবলিক লাইব্রেরী ময়দানে এই বইমেলার আয়োজন করা হয়েছিল। তবে এবছর ফের কৃষ্ণনগরেই বইমেলাকে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতার ৭৫টি পাবলিশার্স এসেছে এবছর।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলায় মোট তিন ধরনের গ্রন্থাগার রয়েছে।
৯৯ টি গ্রামীণ গ্রন্থাগার, দশটি শহর গ্রন্থাগার ও একটি জেলা গ্রন্থাগার। প্রতিটি গ্রামীণ গ্রন্থাগার ১৫ হাজার টাকার বই কিনবে। অর্থাৎ শুধু গ্রামীণ গ্রন্থাগারই ১৪ লক্ষ্য ৮৫ হাজার টাকার বই কিনছে। প্রতিটি শহর গ্রন্থাগার ১৮ হাজার টাকার বই কিনবে। অর্থাৎ শহর গ্রন্থাগার একলক্ষ আশি হাজার টাকার বই কিনবে। আর জেলা গ্রন্থাগার ৪৪ জার টাকার বই কিনছে। সব মিলিয়ে ১৭ লক্ষ টাকার বেশি বই কেনা হচ্ছে এবারের জেলা বইমেলায়।



নদীয়া:সন্দেহ জনক জিনিস নিয়ে সংসদে ঢুকে পড়ার ঘটনায় এবার নাম জড়ালো নদিয়ার। আন্দোলনকারীদের সেই বিক্ষোভের ছবি ফেসবুকে ভাইরাল করার উদ্যেশে পোস্ট করার অভিযোগ উঠলো তাহেরপুর থানার বীরণগর এলাকার বাসিন্দা সৌরভ চক্রবর্তী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, গত বুধবার বেকার সমস্যা নিয়ে কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদে ঢুকে কিছু রাসায়নিক দাহ্য পদার্থ ব্যবহার করে আন্দোলনকারীরা।










Dec 16 2023, 20:47
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k