/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *উত্তরবঙ্গের চা বলয়ে নজর তৃণমূল ও বিজেপির, মুখ্যমন্ত্রীর পর আজ সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু * West Bengal Bangla
*উত্তরবঙ্গের চা বলয়ে নজর তৃণমূল ও বিজেপির, মুখ্যমন্ত্রীর পর আজ সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু *


 এসবি নিউজ ব্যুরো: ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের চা বলয়ে নজর তৃণমূল ও বিজেপির।ডুয়ার্সের চা বলয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের পর শনিবার পাল্টা কর্মী সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির নাগরকাটা বিধানসভার অন্তর্গত মেটেলি ব্লকের চালসার ডাবলু বি টি জি ই এ হলের ময়দানে কর্মী সভা করলেন বিরোধী দলনেতা। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে চালসায় আসেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকরা কর্মী সভায় যোগ দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। এদিকে সভা শুরুর আগেই ১৭ নং জাতীয় সড়কের পাশে সোনগাছি চা বাগান মোড়ে চা বাগানের শতাধিক শ্রমিক ১০০ দিনের জবকার্ড হাতে নিয়ে দাড়িয়ে পড়েন। জবকার্ড হাতে নিয়ে ১০০ দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। চা বাগানের শ্রমিকদের দাবি প্রায় ২ বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি যা কাজ হয়েছে তারও টাকা পাননি তারা।

যে কারণে তারা বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে ১০০ দিনের কাজের টাকার দাবি জানালেন। অন্যদিকে, সভা মঞ্চে ওঠার আগে শুভেন্দু অধিকারী বিরসা মুন্ডার মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানান। চালসার কর্মী সভায় শুভেন্দুর নিশানায় প্রথম থেকেই ছিলেন মমতা -অভিষেক। উল্লেখ্য ,গত ১১ই ডিসেম্বর বানারহাটে প্রশাসনিক বৈঠকে চা শ্রমিকদের পাট্টা প্রদান করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চা শ্রমিকদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেন। এদিন মুখ্যমন্ত্রীর পাট্টা বিলিকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।তিনি বলেন, পাট্টা বিলির নামে মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের ভাঁওতা দিয়েছেন। চা সুন্দরীর ঘরও এখনো পাননি চা শ্রমিকরা।

 শীতের সময় চা পাতা তোলা হয় না, মুখ্যমন্ত্রী কার্শিয়াং এ চা শ্রমিকদের ডেকে নিয়ে ফটোশুট করেছেন। ভোটের আগে চা শ্রমিকদের বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ শুভেন্দুর। লোকসভা নির্বাচনের আগে চা শ্রমিকদের ভোট নিজেদের ঝুলিতে ভরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল ও বিজেপি। বিজেপি চেষ্টা করছে উত্তরবঙ্গে সব কয়টি আসন ধরে রাখতে।

*নদীয়ার কৃষ্ণনগরে শুরু হলো নদিয়া বইমেলা*


নদীয়া :

শনিবার পাবলিক লাইব্রেরী মাঠে উদ্বোধন হলো জেলা নদীয়া জেলা বইমেলা। উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, অতিরিক্ত জেলা শাসক প্রলয় রায়চৌধুরী, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অন্যান্যরা‌। প্রথমে জেলা বইমেলার তরফ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। তারপর পতাকা উত্তোলনের মাধ্যমে বইমেলার শুভ সূচনা হয়‌।

২২ ডিসেম্বর পর্যন্ত বইমেলা চলবে। প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে‌। গতবছর শান্তিপুরের পাবলিক লাইব্রেরী ময়দানে এই বইমেলার আয়োজন করা হয়েছিল‌। তবে এবছর ফের কৃষ্ণনগরেই বইমেলাকে ফিরিয়ে আনা হয়েছে‌। কলকাতার ৭৫টি পাবলিশার্স এসেছে এবছর। 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলায় মোট তিন ধরনের গ্রন্থাগার রয়েছে।

৯৯ টি গ্রামীণ গ্রন্থাগার, দশটি শহর গ্রন্থাগার ও একটি জেলা গ্রন্থাগার। প্রতিটি গ্রামীণ গ্রন্থাগার ১৫ হাজার টাকার বই কিনবে। অর্থাৎ শুধু গ্রামীণ গ্রন্থাগারই ১৪ লক্ষ্য ৮৫ হাজার টাকার বই কিনছে। প্রতিটি শহর গ্রন্থাগার ১৮ হাজার টাকার বই কিনবে। অর্থাৎ শহর গ্রন্থাগার একলক্ষ আশি হাজার টাকার বই কিনবে। আর জেলা গ্রন্থাগার ৪৪ জার টাকার বই কিনছে। সব মিলিয়ে ১৭ লক্ষ টাকার বেশি বই কেনা হচ্ছে এবারের জেলা বইমেলায়।

*সংসদে ঢুকে পড়ার ঘটনায় এবার নাম জড়ালো নদিয়ার*


নদীয়া:সন্দেহ জনক জিনিস নিয়ে সংসদে ঢুকে পড়ার ঘটনায় এবার নাম জড়ালো নদিয়ার। আন্দোলনকারীদের সেই বিক্ষোভের ছবি ফেসবুকে ভাইরাল করার উদ্যেশে পোস্ট করার অভিযোগ উঠলো তাহেরপুর থানার বীরণগর এলাকার বাসিন্দা সৌরভ চক্রবর্তী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, গত বুধবার বেকার সমস্যা নিয়ে কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদে ঢুকে কিছু রাসায়নিক দাহ্য পদার্থ ব্যবহার করে আন্দোলনকারীরা।

সেই ঘটনার তদন্ত শুরু করে কলকাতার বাসিন্দা ললিত ঝা নামে এক ব্যক্তির নাম ওই ঘটনায় যুক্ত হিসেবে সামনে আসে। অভিযোগ, সেই ললিত ঝা বীরণগর 10 নম্বর ওয়ার্ডের হাটখোলা পাড়ার বাসিন্দা সৌরভ চক্রবর্তী নামের ওই ব্যক্তিকে সেই বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার উদ্যেশে পাঠিয়েছিল।

আর শনিবার সন্ধ্যায় এই খবর সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাটখোলা পাড়া এলাকায়। যদিও বাড়ী তালা বন্ধ করে সপরিবারে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ওই সৌরভ চক্রবর্তী।

*সাংবাদিক সম্মেলনে কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম*


কলকাতা: কলকাতা পৌরনিগম এ এক সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম জানালেন,বড় বাজার পার্কিং নিয়ে সমস্যা আছে। এটা ট্রাফিক পুলিশ দেখে। আশা করি সেটা পুলিশ দেখবে। অফিসের সময় অনেক বেশি ট্রাফিক থাকে।

 আর্থিক ভাবে সচল হলেও এখনও কাউন্সিলরদের ভাতা বাড়ানোর হচ্ছে না। কারণ আগে পেনশনারদের পেনশন দেওয়া হবে, তার পরে কাউন্সিলর দের বিষয় দেখা হবে। ১০০ দিনের কাজের বকেয়া ভাতা আগামী সোমবার দিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র।

বাংলায় থেকে শুধু বাংলাকে বদনাম করা হচ্ছে।দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে তারা। আসলে এরা এত খুন গুজরাটে করেছে। তাই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে জানালেন মেয়র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক করবেন। যদিও সব চেয়ে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে থাকে, তার জন্য বাংলার টাকা কেনো আটকানো হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রসঙ্গে বলেন,উনি নিজে কি করছেন, এত উদ্ধত কেন। সংসদে তিনি জবাব দিচ্ছেন না কেন। রাজনীতি আপনি করছেন। বিরোধীরা রাজনীতি করছেন। একটা এত বড় ঘটনা আটকাতে পারলো না আর শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে।

কেউ যদি অন্যায় করে থাকি তাহলে আমি দায়ি, কোনো দল দায়ি হয় না। কংগ্রেস সংসদের বাড়িতে টাকা নিয়ে বলেন ফিরহাদ হাকিম।

উত্তরবঙ্গ শুভেন্দু সফরে যখন তিনি বিজেপির দায়িত্ব নিয়েছেন। তাই মানুষ তাকে নিয়ে প্রশ্ন করবেন। তিনি তো টাকা আটকানোর কথা বলে ছিলেন। তাই মানুষ তাকে ঘিরে প্রশ্ন করছে বললেন মেয়র।

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক সংলগ্ন এলাকা থেকে ১৫ লক্ষ টাকার গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করল এসটিএফ

এসবি নিউজ ব্যুরো: ফের একবার সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত বেঙ্গল সাফারি পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসটিএফ। এরপর সেখানে একটি পিক অ্যাপ ভ্যান আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা।

এই ঘটনায় পিক অ্যাপ ভ্যানের চালককে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের নাম আজিজুল হক(৪৬)। সে কোচবিহারের বাসিন্দা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে ওই পিক অ্যাপ ভ্যান থেকে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া গাঁজা কোচবিহারের নিশিগঞ্জ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছ এসটিএফ ।

*তৃণমূল ও কংগ্রেস শ্রমিক সংগনের বিরুদ্ধে প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা*

" জামুরিয়ার কারখানায় গলিত লোহা ছিটকে নয়, ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, সেই ঘটনা লুকিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। '' আশঙ্কাজজনক শ্রমিকদের হাসপাতালে দেখতে এসে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে কারখানা কর্তৃপক্ষ, তৃণমূল ও কংগ্রেস শ্রমিক সংগনের বিরুদ্ধে প্রশ্ন তুলে শ্রমিকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের কাছে দারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা পাল।

বৃহস্পতিবার রাতে জামুড়িয়ার একটি বেসরকারি স্পঞ্জ আইরন কারখানায় গলিতো লোহা পড়ে অগ্নিদগ্ধ হয় ৬ শ্রমিক। রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হয়। পাপ্পু যাদব এবং প্রদীপ কুমার সাহা নামের দুই শ্রমিকের অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয়। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে।

শনিবার সেখানেই দুই শ্রমিককে দেখতে এসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন কারখানায় নিরাপত্তার গাফিলতির জেরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর শ্রমিকদের নিরাপত্তার সামগ্রী ছাড়াই এতদিন কাজ করছিল এই বিষয়টা জানতো না তৃণমূল শ্রমিক সংগঠন।

*কুলদাকান্ত স্মৃতি ও তারাপদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু রায়গঞ্জে*

খেলা

এসবি নিউজ ব্যুরো: শনিবার ৯০ তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ টাউনক্লাব ময়দানে। এই টুর্নামেন্ট চলবে আগামী ২৩ শে ডিসেম্বর পর্যন্ত।

এই আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করবে রায়গঞ্জ ইলেভেন, কলকাতার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, জয়গাঁও ফুটবল ক্লাব, কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টস ক্লাব কলকাতা, বেঙ্গল ফুটবল একাডেমি নর্থ ২৪ পরগনা, আরটিসি ওরিয়েন্ট জুয়েলার্স, বৈদ্যবাটি ফর্টি প্লাস এফসি হুগলি।

উদ্বোধনী প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিল কলকাতা ভেটারেন্স ক্লাব ভার্সেস উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারেন্স ক্লাব। এই খেলায় এক-শূন্য গোলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারেন্স ক্লাব কে পরাজিত করে কলকাতা ভেটেনান্স ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা থেকে আগত কাইসার উদ্দিন মীরের ফুটবল জাগলিং প্রদর্শনী অত্যন্ত মনমুগ্ধকর হয়ে ওঠে।

মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ধর্মতলায় সমাবেশের ডাক

উত্তর ২৪ পরগনা: নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আগামী ২৮ ডিসেম্বর ধর্মতলাতে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের পক্ষ থেকে এক সমাবেশে ডাক দেওয়া হল। এই সমাবেশে ৫০ হাজার মতুয়া ভক্ত থাকবেন বলে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর ।

এদিন ঠাকুর বাড়িতে সাংবাদিক সম্মেলন তিনি দাবি করেন ,"আমরা ২০০৩ সালের কালা কানুনের বিরুদ্ধে । আমরা এই দেশে নাগরিক। কোন নথিপত্র দিয়ে আমরা নাগরিকত্ব নেব না ।আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে । কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে বড়মা বীণাপানি ঠাকুর ধর্মতলাতে সমাবেশ করেছিলেন । আবার অল ইন্ডিয়া মতো মহা সংঘের পক্ষ থেকে ধর্মতলা তে আগামী ২৮ ডিসেম্বর সমাবেশ করা হবে" ।

সাম্প্রতিক ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মতুয়া মহা সংঘের কার্ড নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবে সেই দাবী করেছিলেন এদিন মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করে বলেন, একজন মন্ত্রী কি করে এ ধরনের কথা বলেন আমার জানা নেই ।

অন্যদিকে, মমতা বালা ঠাকুরের বক্তব্যকে কটাক্ষ করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়ম সংঘের মহাসংঘ সভাধিপতি সুব্রত ঠাকুর বলেন, "মমতা ঠাকুর না বুঝে এই কথা বলছেন । যেহেতু আগামীতে লোকসভা নির্বাচনে তৃণমূল রাজনৈতিকভাবে ফায়দা তোলবার জন্য মমতা ঠাকুর কে দিয়ে এ সমস্ত করাচ্ছে" ।

*ক্রীড়া মন্ত্রী উপস্থিতিতে শুরু হল ভলিবল প্রশিক্ষণ ও মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির*

খেলা

নিজস্ব সংবাদদাতা : নিজের হাতে বল ছুঁড়ে খেলা শুরু করলেন রাজ্যের ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন," হারিয়ে যাওয়া খেলাধুলা আবার ফিরিয়ে আনতে শহরতলীর বুকে যেখানে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার খেলাধুলার বেশি জোর দিতে চাইছেন । বিশেষ করে মহিলাদের সর্বদিক থেকে এগিয়ে যাওয়ার পরামর্শের মধ্যে খেলাধুলা চর্চা তুলে ধরতে বলেছেন।

দক্ষিণ ২৪ পরগনার ব্রহ্মপুর শিশুভারতীতে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস ও পৌর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ,১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায় এবং ওয়ার্ডের পৌরমাতা অনিতাকর মজুমদার। ব্রহ্মপুর শিশুভারতীর সভাপতি সন্দীপ ঘোষ দস্তিদার বলেন ,"ব্রহ্মপুর শিশুভারতীর উদ্যোগে অনেক ঘাত প্রতিঘাতের পর ৪৩ বছরের বেশি সময় ধরে আজকে দিনটির জন্য অপেক্ষা করছিলাম।

তার জন্য সাফল্যের পালকে একটা নতুন পালক সংযোজিত হল।" শিশু ভারতীর উদ্যোক্তাদের মধ্যে ছিলেন শুভদীপ ঘোষ ও হিমাদ্রি শেখর দাস আরো অনেক সদস্যবৃন্দ আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হল দুটো মহিলা দলের ভলিবল খেলা। ওই মহিলা দলের সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজে হাতে ভলিবল খেলা শুরু করলেন।

গঙ্গাজল দিয়ে মনীষীদের মূর্তি শুদ্ধিকরণ করলো তৃণমূল

তমলুকঃ ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। রবিবার জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। তার আগেই শনিবার বিকেলে তমলুক শহর জুড়ে নিমতলা মোড় হাসপাতাল মোড় সহ একাধিক জায়গায় যে সমস্ত মনীষীদের মূর্তি রয়েছে সেই সমস্ত মনীষীদের মূর্তি গঙ্গা জল দিয়ে ধোয়ালো তমলুক শহরবাসী।

প্রথমে নিমতলা মোড়ে সতীশ সামন্ত মূর্তি এবং তমলুকের হাসপাতাল মোড়ে খুদিরাম বসুর মূর্তি সহ একাধিক মনীষীদের মূর্তি পরিষ্কার করার পর গঙ্গাজল দিয়ে ধোয়ানো হয়, উপস্থিত তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর তথা তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া সহ একাধিক মানুষ জনেরা।