/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ৩৪ নম্বর ওয়ার্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে বার্ধক্য ভাতা সহায়তা কেন্দ্র West Bengal Bangla
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ৩৪ নম্বর ওয়ার্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে বার্ধক্য ভাতা সহায়তা কেন্দ্র

এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচন আসন্ন । আগামী বছরের শুরুতেই হবে লোকসভা নির্বাচন।তাই সব দলই লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে এগিয়ে চলেছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সমগ্র ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে শুরু করে দিয়েছেন সাংসদের সহায়তা কেন্দ্র। যে সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে এলাকার মানুষজন বার্ধক্য ভাতার পরিষেবা পাবেন এবং যারা বার্ধক্য ভাতা থেকে বহুদিন বঞ্চিত ছিলেন তাদেরকেও এই সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে সাংসদের প্রতিনিধিগনরা সহযোগিতা করবেন।

এরকমই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ড এ ওয়ার্ড পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে একটি সহায়তা কেন্দ্র শুরু হল। যে সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে বয়ষ্কদের অর্থাৎ যারা এই পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন সেই সব মানুষজন যাতে পুনরায় বার্ধক্য ভাতা পায় ,সেই ব্যবস্থাই করলেন পৌর পিতা গোপাল সাহা। এই সহায়তা কেন্দ্রে এসে ওয়ার্ডের প্রতিটি মানুষ আশাবাদী যে আগামী দিনে তারা আর বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত থাকবেন না। এই সহায়তা কেন্দ্র চলবে চলতি মাসের আজ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত।

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দুর বিরুদ্ধে এই মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, আপাতত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। পাশাপাশি আদালতের নির্দেশ, রাজ্যের মন্ত্রীকে এই মামলার নোটিস দিতে হবে শুভেন্দুকে। আগামী ১১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। পুলকের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু।

বিরোধী দলনেতা অসত্য তথ্য সামনে এনেছেন এই অভিযোগ তুলে মানহানির মামলা করেন পুলক। তিনি ৫ কোটি টাকার মানহানির মামলা করেন। তাঁর বিরুদ্ধে মান্তব্যের জন্যে প্রথমে রাজ্যের মন্ত্রী আইনি নোটিশ পাঠান শুভেন্দুকে। অভিযোগ, ওই নোটিসের কোনও জবাব দেননি শুভেন্দু। এর পরে গত ৩ জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।

ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এনএসভি অপারেশন নিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক

এসবি নিউজ ব্যুরো: এক ব্যক্তিকে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বিজ করণের প্রক্রিয়াতে তাকে না জানিয়ে অপারেশন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকএবং শান্তিপুর এলাকার ২ আশা কর্মীর বিরুদ্ধে।

এর পরবর্তীতে স্বাস্থ্য আধিকারিকের নামে কুরুচিকর অশ্লীল পোস্টার মারা এবং হাসপাতাল চত্বরে বেআইনিভাবে ঢুকে আন্দোলনের কারণে এবার প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর। সেরকমই নদীয়ার শান্তিপুর ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে নদীয়া জেলার সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকরা একত্রিত হয়ে এই ঘটনার তারা তীব্র নিন্দা জানিয়েছেন।এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে ডাক্তাররা।

ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ, তবুও বাংলায় বকেয়া ১০০ দিনের টাকা: মমতা

বাংলার মাটিতে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে আবারও সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অর্থাত্‍ বুধবার তিনি উত্তরবঙ্গে রওয়ানা দেওয়ার সময় কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন।

সেখানেই তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করেন ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের ক্ষেত্রে ভুয়ো জবকার্ড প্রসঙ্গে। কেননা তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের এক প্রশ্নের জেরে কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন সাধ্ববী জানিয়েছে ভুয়ো জবকার্ড সব থেকে বেশি উদ্ধার হয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে। বাংলায় সেই পরিসংখ্যান ৫ হাজারের সামান্য বেশি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-'২২ এবং ২০২২-'২৩ অর্থবর্ষে সারা দেশে ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে ১০৫০৪০১টি। তার মধ্যে সবচেয়ে বেশি ভুয়ো কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ভুয়ো জবকার্ড উদ্ধারের সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ৪৬৪টি। সেই বিষয় নিয়েই জবাব দেন মমতা।

তিনি বলেন, 'কেন্দ্রের রিপোর্টই বলছে, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ। অথচ ওদের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়নি। বেছে বেছে শুধু বাংলার টাকা আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এবারেও আমরা দেখা করার প্রয়োজনীয় অনুমতি চেয়েছি। আমরা লড়াই করেই রাজ্যের বকেয়া টাকা আদায় করব। ওরা অনেকগুলো কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে। আবারও পাঠাচ্ছে। যত খুশি পাঠাক। কিছু খুঁজে পাবে না। খালি হাতেই ফিরে যাবে। এসব হচ্ছে টাকা আটকে রাখার ছুতো। কিন্তু বাংলার টাকা আমরা লড়াই করেই আদায় করবো।'

৭৮১ নয় শূন্য পদের সংখ্যা ১১৭৬৫, জানালেন ব্রাত্য

রাজ্যে শিক্ষকদের কত শূণ্যপদ রয়েছে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বিরোধী দল। তাই মঙ্গলবার কত শূন্যপদ রয়েছে সেই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে তাঁর দেওয়া তথ্যে ভুল আছে বলে বুধবার স্বীকার করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বুধবার জানালেন, 'গতকাল প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাত্‍ক্ষণিকভাবে তিনি ওই সংখ্যাটি বলেছিলেন কিন্তু এই মুহূর্তে তার কাছে যা তথ্য রয়েছে তাতে সেটা আরও অনেকটা বেশি দেখা যাচ্ছে।

প্রাথমিকে শূন্য পদের সংখ্যা ১১৭৬৫। ইতিমধ্যেই সেখানে চলছে নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি উচ্চ প্রাথমিকে শূন্য পদ রয়েছে ১৪ হাজার ৩৩৯। সেখানেও শুরু হয়েছে কাউন্সিলিং।'

মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেন,'রাজ্যে বর্তমানে প্রাথমিক স্কুলে শিক্ষকের শূন্যপদ রয়েছে ২৬৭ টি। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই সংখ্যা ৪৭৩। মাধ্যমিক স্কুলে শিক্ষকের শূন্য পদ ২৮। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা মাত্র ১৩।' সব মিলিয়ে রাজ্যে মোট শিক্ষকের শূন্যপদে ৭৮১। শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রত্যাশিত ভাবেই পাল্টা তোপ দেগেছেন চাকরিপ্রার্থীরা।

তবে বিজেপির দাবি রাজ্যে তিন লক্ষের বেশি শূন্যপদ রয়েছে। এই দাবি ভুয়ো বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয় ব্রাত্য উত্তরের পর প্রশ্ন উঠেছিল, মন্ত্রীর দাবির সঙ্গে কোর্টে তাঁর দফতরের বয়ানও তো মিলছে না ? তাই নানা প্রশ্ন উঠতেই বুধবার নিয়োগের আসল সংখ্যা প্রকাশ করলো বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

টাটা স্টিল প্রফেশনাল "গলফ টুর অফ ইন্ডিয়া"*

খেলা

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ থেকে ১০ই ডিসেম্বর কলকাতার রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টিল প্রফেশনাল গলফ টুর অফ ইন্ডিয়া। আজ এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল রয়েল ক্যালকাটা গার্লস ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের আন্তর্জাতিক মানের ১৭ টি টাইটেল ধারী অর্জুন সম্মানে সম্মানিত গলফার এসএসসি চৌরাশিয়া , গতবারের চ্যাম্পিয়ন মনু জ্ঞানদাস, রশিদ খান সহ রয়েল ক্যালকাটা গলফ ক্লাবের ক্যাপ্টেন গৌরব ঘোষ এবং পি জি টি আই এর সিইও উত্তম সিং মুন্ডী ।

উল্লেখ্য, পিজিটিআইয়ের এই টুর্নামেন্টটি এসএসপি চৌরাশিয়ার নামে নামাঙ্কিত রাখা হয়েছে। দেশ-বিদেশের থেকে ১২৪ জন প্রফেশনাল গলফার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার পুরস্কার মূল্য ভারতীয় মুদ্রায় এক কোটি টাকা বলে জানালেন পিজিটিআইয়ের সিইও উত্তম সিং মুন্ডী।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)

"আমরা মুম্বাইকে ভালোবাসি"- মমতা


 সৃজিতা মল্লিক: ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচিয়ে ছাড়লেন তিনি! এই কাজ আগে ক’জন করতে পেরেছেন তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। হ্যাঁ, আদিবাসী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় কখনও কখনও পা মিলিয়েছেন। কিন্তু আজ একেবারে মমতাকে হাত ধরে টেনে নিয়ে এসে নাচতে অনুরোধ করলেন ভাইজান। চোখেমুখে কিছুটা অস্বস্তি থাকলেও অরিজিৎ সিংহের কন্ঠে 'KIFF'-এর আনুষ্ঠানিক গানে ভালোই তাল মেলালেন মুখ্যমন্ত্রী।

এদিন বক্তব্যের শুরুতেই অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে মিস করছে বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী। এরপরই তিনি জানান, "বাংলার মানুষ সিনেমাকে ভালবাসেন। সিনেমার কদর করতে জানেন। সব সিনেমাপ্রেমী মানুষ আজ এখানে উপস্থিত রয়েছেন।আমরা মনে করি, বাংলায় যেভাবে সিনেমা এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। সিনেমার ভাষা বিশ্বজনীন।বাংলা ভীত নয়। আমরা ভারতকে ভালবাসি। আমরা মুম্বইকে ভালবাসি।" 

এদিন চলচ্চিত্র উৎসবে আসার জন্য 'ভাইজান’ সলমন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহাদের ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে এদিন মুখ্যমন্ত্রীর আর্জি মেনে বাংলার সিনেমা করতে আগ্ৰহ প্রকাশ করেছেন সলমন।

দিদির প্রশংসায় পঞ্চমুখ সলমন

শুরু হলো ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার স্মৃতিচারণ করলেন বলিউডের ভাইজান সলমন খান। 'এর আগে কলকাতায় এসে দিদির বাড়ি গিয়েছিলাম।

দিদি অত্যন্ত ছোট ঘরে থাকেন। সেখানে বসার পরিসরও কম। এই পজিশনে থেকেও কীভাবে এত ছোট ঘরে থাকেন দিদি? দিদির ঘর দেখে আমারও ঈর্ষা হয়েছে। দিদির বাড়ি আমার ঘরের থেকেও ছোট', মঞ্চে উঠে বললেন সলমন খান।

নবনির্মিত কল্যানী এইমসে কর্মসংস্থানের জন্য আদিবাসীদের বিক্ষোভ

এসবি নিউজ ব্যুরো: কল্যানীতে তৈরি হয়েছে রাজ্যের প্রথম এইমস হাসপাতাল। মঙ্গলবার এইমস হাসপাতালে কর্মসংস্থানের জন্য আদিবাসীরা বিক্ষোভ দেখালো।

প্রসঙ্গত ,কল্যানী এইমস চালু হতেই বিভিন্ন প্রান্তে থেকে এখানে কর্মসংস্থানের সুযোগ হলেও বঞ্চিত হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।যদিও আদিবাসী সংগঠনের দাবি এইমসের এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করছেন দীর্ঘ দিন যাবৎ।

কিন্তু তা সত্ত্বেও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না।তার প্রতিবাদে এদিন এইমসের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।

এবং তারা কল্যানী এইমসের ডিরেক্টরের কাছে তাদের দাবি পত্র তুলে দেবে বলেও জানান।আদিবাসীদের এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা ঘিরে সকাল থেকেই এইমসের গেটে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ।

কলকাতা চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট

গত কয়েকদিন থেকেই নন্দন চত্বর জুড়ে চলছে জোরকদমে চলছে প্রস্তুতি। কিসের, অবশ্যই ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আজ থেকে শুরু হল ২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। যা চলবে আগামী ১২ ডিসেম্বর। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল ৫ টা থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। প্রতি বছরই এই উৎসবকে ঘিরে চলে একাধিক উত্তেজনা। উদ্বোধনী অনুষ্ঠানে কাকে আনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই দেখার অপেক্ষায় থাকেন গোটা রাজ্যবাসী।

বিশেষ করে বলিউড শিল্পীরা মমতার ডাকে পৌঁছন চলচ্চিত্র উৎসবে। এটাই যেন কলকাতা মানুষদের জন্যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরম পাওয়া। আর তিনিও রাজ্যকে উন্নত করতে চূড়ান্ত পর্যায়ে যেতে প্রস্তুত থাকেন সবসময়। এবার মমতার ভাবনায় অরিজিতের কন্ঠে তৈরি হয়েছে উৎসবের থিম।

গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে বলিউডের অনেকে উপস্থিত থাকলেও এবার সেই সংখ্যাটা খানিকটা কমেছে। সকালে সকাল কলকাতায় উড়ে এসেছেন বলিউড সুপারস্টার সলমান খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিন্‌হা।