নবনির্মিত কল্যানী এইমসে কর্মসংস্থানের জন্য আদিবাসীদের বিক্ষোভ
![]()
এসবি নিউজ ব্যুরো: কল্যানীতে তৈরি হয়েছে রাজ্যের প্রথম এইমস হাসপাতাল। মঙ্গলবার এইমস হাসপাতালে কর্মসংস্থানের জন্য আদিবাসীরা বিক্ষোভ দেখালো।
প্রসঙ্গত ,কল্যানী এইমস চালু হতেই বিভিন্ন প্রান্তে থেকে এখানে কর্মসংস্থানের সুযোগ হলেও বঞ্চিত হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।যদিও আদিবাসী সংগঠনের দাবি এইমসের এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করছেন দীর্ঘ দিন যাবৎ।
কিন্তু তা সত্ত্বেও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না।তার প্রতিবাদে এদিন এইমসের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
এবং তারা কল্যানী এইমসের ডিরেক্টরের কাছে তাদের দাবি পত্র তুলে দেবে বলেও জানান।আদিবাসীদের এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা ঘিরে সকাল থেকেই এইমসের গেটে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ।










খেলার দ্বিতীয় অর্ধে লিটন সিলভা আরও একটি গোল এবং নন্দকুমার পরপর দুটি গোল করার ফলে ইস্টবেঙ্গল ৫-০ গোলে নর্থইস্ট ইউনাইটেড কে পরাজিত করে।
Dec 05 2023, 18:36
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
5.5k