*Techno Olympica knights প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল*
টেকনো ইন্ডিয়া গ্রুপের তরফে অনুষ্ঠিত হয়েছিল Techno Olympica knights প্রতিযোগিতার । এই বছর তৃতীয় বর্ষে পর্দাপণ করেছে এই প্রতিযোগিতা। টানা ৬ দিন ধরে চলেৎএই প্রতিযোগিতা। এখানে প্রায় পশ্চিমবঙ্গের ৭০ টি স্কুলের ১০০০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।
এই প্রতিযোগিতার অন্তিম দিনে অর্থাৎ পুরস্কার বিতরণীর দিন উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো- চেয়ারপার্সন ডক্টর মানসী রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে সম্মানিত ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার এবং অর্জুন পুরস্কারে ভূষিত অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকার এবং গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া সহ বিশিষ্টজনেরা।
৬ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ছিল Yoga display, aerobics, medley with ramp show, final countdown pyramismd farmotion । এই প্রতিযোগিতা প্রসঙ্গে ডক্টর মানসী রায়চৌধুরী জানিয়েছেন, " এই নিয়ে তৃতীয় বর্ষে পর্দপণ করলো Techno Olympica knights প্রতিযোগিতা। রাজ্যের ৭০ টি স্কুলের ১০০০ জন পড়ুয়ারা এখানে অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা যুব সমাজের মধ্যে তৈরী করে এক উদ্দীপনা। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।"
এই প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার জয়ী হয়েছে Sree Aurobindo Institute Of Education । তাদেরকে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় হয়েছে Kalyani Public School, Barasat । তাদেরকে ৩০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। এবং তৃতীয় হয়েছে Sakhawat Memorial Govt High School । তাদেরকে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও G. D. Birla Centre For Education কে বিশেষ পুরস্কার হিসাবে দেওয়া হয় ৫,০০০ টাকা।
ছবি: সঞ্জয় হাজরা।
Dec 05 2023, 17:47