/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz ৩ রাজ্যের জয়ের পর সংসদে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী West Bengal Bangla
৩ রাজ্যের জয়ের পর সংসদে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

আজ থেকে লোকসভা এবং রাজ্যসভায় শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আজকের প্রথম দিনই ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা আজই লোকসভা এথিক্স কমিটি মহুয়া মৈত্রের ‘ক্যাশ ফর কোয়ারির’ রিপোর্ট পেশ করবে। আর তারপরই মহুয়ার সাংসদ পদ থাকা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে। অর্থাৎ উল্লেখযোগ্য দিন আজ পার্লামেন্টের।

আর তার আগে উদ্ভাবনী ভাষণ পরিবেশন করলেন নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, “রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। গতকাল চার রাজ্যের নির্বাচনের ফলাফল বেরিয়েছে। ফলাফল খুবই উৎসাহব্যঞ্জক - যারা সাধারণ মানুষের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য উৎসাহব্যঞ্জক। দেশের এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই ফলাফল ভীষণই উৎসাহব্যঞ্জক”।

প্রধানমন্ত্রীর কথায়, “যখন সুশাসন থাকে, যখন জনকল্যাণের প্রতি নিষ্ঠা থাকে, তখন "অ্যান্টি-ইনকাম্বেন্সি" শব্দটি অপ্রাসঙ্গিক হয়ে যায়। আপনি একে "প্রো-ইনকাম্বেন্সি" বা "সুশাসন" বা "স্বচ্ছতা" বলতে পারেন। এত চমৎকার জনসাধারণের রায়ের পরে, আমরা সংসদের এই নতুন প্রাঙ্গণে মিলিত হচ্ছি। আশা করছি এই অধিবেশন আরও বেশকিছু জনহিতকর বিষয় নিয়ে আমরা সাংসদরা আলোচনা করব”।

মিজোরামে প্রথম জয় পেল জেডপিএম

মিজোরামে সরকার বদলানোর ইঙ্গিত ক্রমশই স্পষ্ট হচ্ছে। শাসকদল জোরামথাঙ্গার এমএনএফ নয়, মানুষের পছন্দের তালিকায় উঠে আসছে লালদুহোমার জেডপিএম।

ইতিমধ্যেই ১ টি আসনে জয় এল জেডপিএম-এর। বর্তমানে ২৪ টি আসনে এগিয়ে রয়েছে তারা। টুইচ্যাং (২২) বিধানসভা কেন্দ্র থেকে ৯০৯ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ডব্লিউ ছহুয়ানাওমা।

দুর্ঘটনায় রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন

এসবি নিউজ ব্যুরো: কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময় রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফারাক্কার বল্লালপুর ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লো রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। এই দুর্ঘটনার ফলে ট্রেনের ইঞ্জিনটিতে আগুন লেগে যায়। প্রায় ৫০০ মিটার রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর সোমবার সকাল পর্যন্ত মেলেনি। তবে দুর্ঘটনার পর থেকেই বল্লালপুরের কাছে আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। লাইন সারানোর কাজ করছেন রেল কর্মীরা।

রবিবার রাত দেড়টা নাগাদ বল্লালপুর ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। গ্রামবাসীরা জানিয়েছেন- দুর্ঘটনার আগে বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বল্লালপুর ব্রিজ থেকে রেল লাইনের উপরে এসে পড়ে। সেই সময় দ্রুত গতিতে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন ওই লাইন ধরে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি লাইন পড়ে থাকার জন্য দ্রুতগামী রাধিকাপুর এক্সপ্রেস সজরে এসে ট্রাকটিতে ধাক্কা মারে এবং সেটিকে প্রায় ৫০০ মিটার সামনের দিকে টেনে নিয়ে গিয়ে থেমে যায়।

এর পরই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। স্থানীয়রা জানিয়েছেন -প্রচন্ড শব্দে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যাওয়া এবং ঝাঁকুনি হওয়ার ফলে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনার কবলে পড়ে রাধিকাপুর এক্সপ্রেস-এর ইঞ্জিনটিও লাইনচ্যুত হয়ে যায়। রবিবার রাতে দুর্ঘটনা ঘটলেও সোমবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত লাইন মেরামত এবং ট্রেনটিকে ওই লাইন থেকে সরানোর কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি রেল কর্মীরা। তার ফলে এখনও পর্যন্ত ওই লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

স্থানীয়রা সূত্রের খবর,দুর্ঘটনার পর রেলের তরফ থেকে রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীদের জন্য কোনও বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়নি। তবে যাত্রীরা যে যার নিজের মত করে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন।

কার দখলে মিজোরাম! সকাল থেকেই বাড়ছে উত্তেজনা

আজ মিজোরাম নির্বাচনের ভোট গণনা। গতকাল কংগ্রেসের হাত থেকে ২ টি রাজ্য ছিনিয়ে নিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশে নিজেদের শাসন বজায় রেখে ছত্তিশগড় ও রাজস্থান থেকে কংগ্রেসকে বিতাড়িত করেছে বিজেপি। যদিও তেলেঙ্গানায় বিজেপির ফল আশানরুপ হয়নি। সেখানে কেসিআর-এর থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। আজ ভোট গণনা রয়েছে মিজোরামে। এই রাজ্যেও শাসন গড়ার ক্ষেত্রে আশাবাদী বিজেপি। শাসন গড়তে না পারলেও বিরোধী দল হওয়ার ক্ষেত্রে আশাবাদী বিজেপি। বর্তমানে আইজলের গণনা কেন্দ্রে প্রস্তুতি চলছে। যেখানে মিজরম বিধানসভা নির্বাচনের ভোট গণনা শীঘ্রই শুরু হবে। ফলে বিজেপি শিবিরে বাড়ছে উত্তেজনা। কোন দল ভালো ফল করবে এই রাজ্যে তা দেখার বিষয় হয়ে উঠবে আজ। গতকাল ৪ রাজ্যের নির্বাচনে ৩ রাজ্যেই সরকার বদল হয়েছে। মিজোরামে বর্তমানে ক্ষমতাসীন দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বে এই রাজ্যে শাসন কায়েম রেখেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। রাজ্যে ফের শাসন ধরে রাখার ক্ষেত্রে আশাবাদী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি পূর্বেই জানিয়েছেন, তার দলই রাজ্যে ফের ফিরবে। এই রাজ্যে দৃঢ়তার সঙ্গে শাসন গড়ার কথা বিজেপি নেতাদের মুখেও শোনা যায়নি।

মিজোরামের বর্তমান প্রধান বিরোধী দল জেডপিএম। তারাও শাসন গড়ার ক্ষেত্রে আশাবাদী। পূর্বের বিধানসভা অনুসারে মিজোরামে সবচেয়ে কম আসন রয়েছে বিজেপির। মাত্র ১ টি বিধানসভা আসন রয়েছে বিজেপির দখলে। কংগ্রেসের দখলে রয়েছে ৫ টি আসন এবং প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট-এর কাছে রয়েছে ৬ টি আসন।

একই ২৮ টি আসনে দখল রয়েছে জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট-এর। এবার দেখার এই সংখ্যায় পরিবর্তন ঘটে কিনা। বিজেপির কথা মত ১ টি আসন থেকে বিধানসভায় কতগুলি আসন বৃদ্ধি করতে পারে তারা।

*আগামী ২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিই আসছে তারই পূর্বাভাস তিন রাজ্যে বিজেপির জয়--দিলীপ ঘোষ*


 কলকাতা: সোমবার থেকে শুরু হচ্ছে পার্লামেন্টের শীতকালীন অধিবেশন। তার আগে এদিন ভোরে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন,"তিন রাজ্যের বিজেপির জয় আগামী ২৪ শে ভারতবর্ষে লোকসভা নির্বাচনে কি ফলাফল হবে তারই পূর্বাভাস। মোদির ওপর লোকের বিশ্বাস আছেই বাকি যত জোট হোক সেটা লোকে হিসাবের মধ্যে নিচ্ছে না। 

এর প্রভাব ইন্ডিয়া জোটের উপর কতটা পড়বে সেই নিয়ে বলেন, জোট কি আদৌ আছে?

ইন্ডিয়া কোথায় পশ্চিমবঙ্গে আছে দেখেছেন আপনারা। সারা ভারতবর্ষে দুবার তিনবার চা খেয়েছে ওরা। এরপর আর কিছু হয়নি। পরস্পর পরস্পরকে গালাগাল দোষারোপ করতেই ব্যস্ত। এই যে পাঁচটা রাজ্যে নির্বাচন হল ইন্ডিয়া জোট কোথায় রয়েছে? কংগ্রেস একটা জায়গায় টিমটিম করে জ্বলছে। বাকি সব জায়গায় সাফ।

তিন রাজ্যের জয়ের বঙ্গ বিজেপিতে কতটা প্রভাব ফেলবে সেই প্রসঙ্গে বলেন, চাঙ্গা তো হয়ে গেছে ধর্মতলার সভার থেকে তাতে আরো একটু বেশি সাড়া জাগবে। বিজেপি কর্মীরা আবার নিজের ফর্মে আসছেন। লোকসভা নির্বাচনে মোদিকে প্রাইম মিনিস্টার করতে হবে পশ্চিমবঙ্গে যে টার্গেট অমিত শাহ দিয়েছেন সেটা পূরণ করতে হবে তার জন্য সবাই ঝাপিয়ে পড়ছেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে বলেন, করে নিন, দেখে নিন পার্টির কি অবস্থা আছে। বিজেপি আছে সব জায়গায়।

*আই লিগে ফের জয় পেল মহামেডান স্পোর্টিং*

খেলা 

 নিজস্ব প্রতিনিধি: রবিবার মহামেডান স্পোর্টিং ২-১ শ্রীনিদি ডেকানকে পরাজিত জয় পেল।, রবিবার নৈহাটি স্টেডিয়ামে তাদের জয়ের সুবাদে আই-লিগ খেলায় টেবিলের শীর্ষে রয়েছে।৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৯।

এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে শ্রীনিদি ৮টি খেলার পরে ১৬ রয়েছে।এদিন প্রত্যাশা মতোই মহামেডান তাদের হোম টার্ফে ভয়ঙ্কর গতিতে খেলা শুরু করেছিল।ক্রমাগত শ্রীনিদির রক্ষণভাগকে চাপের মধ্যে রেখেছিল।যদিও গোলের সম্ভাবনার দিক থেকে খুব বেশি কিছু সুযোগ তৈরি হয় নি।

 ছবি সৌজন্যে: মহামেডান স্পোর্টিং ক্লাব

*১১টা বাজলেই শুরু মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৪ঠা ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল।সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২টা নাগাদ একটি মিছিল আছে। যেটা রামলীলা ময়দান থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। এখানে ২০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  ।

*আরও পিছিয়ে গেল ঠান্ডা, জেনে নিন আজকের আবহাওয়া*


দাপট দেখাবে ‘মিগজাউম’। IMD- র পূর্বাভাস, আগামী সপ্তাহের শুরুতেই উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের উপকূলীয় জেলাগুলিতে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।বাংলায় এই ঘূর্ণিঝড় প্রত্যক্ষ প্রভাব ফেলতে না পারলেও মিগজাউমের পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে বাংলায়। 

আগামী সপ্তাহ থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে রয়েছে। নিঃসন্দেহে শীতের পথে কাঁটা।ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকতে চলছে। আরও কিছুটা পিছিয়ে গেল শীত। 

আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার অর্থাৎ ৫ ও ৬ ডিসেম্বর পূর্ব, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। আপাতত তাপমাত্রারখুব বেশি হেরফেরও হবে না। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৪ঠা ডিসেম্বর (সোমবার)*





মেষ রাশিফল (Monday, December 4, 2023)

কোন সাধুসন্তের কাছ থেকে কোন স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন , কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।

প্রতিকার :- চাল, দুধ, চিনি দিয়ে পায়েস বানিয়ে বয়স্ক মহিলাদের খাওয়ালে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।




বৃষভ রাশিফল (Monday, December 4, 2023)

আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে। আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। ফলস্বরূপ, আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনও লাভ হয়নি। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি।

প্রতিকার :- ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করলে ভালো স্বাস্থ্য হবে।





মিথুন রাশিফল (Monday, December 4, 2023)

আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নীচু দেখাবে। যদি আজকে আপনি কোন ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরো উন্নত করতে চান ,তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। আপনার স্ত্রী কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে, কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন।

প্রতিকার :- ক্যারিয়ার এ উন্নতির জন্য বাড়ির মাঝ বরাবর একটি তুলসী গাছ স্থাপন করুন, তাকে বোরো করে তুলুন ও যত্ন নিন।




কর্কট রাশিফল (Monday, December 4, 2023)

নিজের মত জানাতে দ্বিধা করবেন না। আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরো জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয়। আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে।তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- প্রেম জীবন সুন্দর করতে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন।





সিংহ রাশিফল (Monday, December 4, 2023)

আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন, কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভাল স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। সামাজির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না- তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। জীবন আপনাকে চমক দিতে পারে, কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন।

প্রতিকার :- সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম, ধূপকাঠি, সুগন্ধি বা কর্পূর ওপরকে উপহার হিসেবে, দান হিসাবে দিন বা বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।





কন্যা রাশিফল (Monday, December 4, 2023)

আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মত কাজ করবে। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে। তাদের বোঝানোটাই সেরা উপায়, যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে। আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন। আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন। অপরিচিত লোকেদের সাথে কথাবাত্রা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- ভাইদের সময়ে সময়ে লাল কাপড় এবং অন্য কিছু উপহার দিলে পরিবার সুন্দরভাবে চলবে।





তুলা রাশিফল (Monday, December 4, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। কোন বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন- যেহেতু আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে।

প্রতিকার :- বৃদ্ধ ব্রাম্মনের সাথে নিজের খাবার ভাগ করে নিলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।




বৃশ্চিক রাশিফল (Monday, December 4, 2023)

এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে-যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন- বিনোদন এবং আমোদপ্রমোদ আপনাকে আয়েস করতে সাহায্য করবে। আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কীভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে। যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয়। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করতে পারেন। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন, কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন।

প্রতিকার :- ওম ভ্রাম ভৃম ভ্রূম সাঃ রহবে নমঃ – এই মন্ত্র টি দিনে ১১ বার জপ করলে আপনার পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে।

ধনু রাশিফল (Monday, December 4, 2023)

আপনার স্বাস্হ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন। অসুস্থতা প্রতিহত করার এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ।আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠেকছে না। এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমনে যেতে হতে পারে। এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে। কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত। আজ প্রচুর সমস্যা থাকবে-যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে।

প্রতিকার :- ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানুষিক সংঘাত থেকে বিরত থাকুন, এর ফলে আপনার জীবনে ভালো হবে।

মকর রাশিফল (Monday, December 4, 2023)

কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। মনোক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্খিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতাগুলিকে সাফল্যর পদক্ষেপে পরিণত হতে দিন। সঙ্কটের মুহুর্তে আত্মীয়রাও সাহায্য করবে। আপনি যদি বেড়াতে যাচ্ছেন, তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোষাক নির্বাচন করবেন। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরের ব্রোঞ্জ এর পাত্র দান করুন এবং এর ফল স্বরূপ ভালো স্বাস্থ্য উপভোগ করুন।

কুম্ভ রাশিফল (Monday, December 4, 2023)

খেলাধূলা এবং বহিরাঙ্গণ কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। কর্মস্থানে আপনি অত্যধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। আপনার বেশি শক্তি ক্ষমতা আছে যা আপনার পেশাদারী প্রচেষ্টায় কাজে লাগানো উচিত। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। আজ, আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবনের জন্য বহমান জলে চার টুকরো লেড বা সীসা নিক্ষেপ করুন।

মীন রাশিফল (Monday, December 4, 2023)

স্বাস্হ্য সুন্দর থাকবে। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবে এবং আনন্দ আনবে। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সবকিছুই গোলাপী হয়ে উঠবে। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে। আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন। একটি দীর্ঘ সময় পরে, আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যিই আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন।

প্রতিকার :- অশ্বথ গাছের কাছে পাঁচটি হলুদ বর্ণের ফুল মাটির তলায় পুঁতে দিলে পরিবারের মধ্যে আন্তঃসম্পর্ক মজবুত হবে।

*জঙ্গলের রাস্তায় হাতি, বন্ধ থাকলো সাফারি, ক্ষোভ পর্যটকদের*

এসবি নিউজ ব্যুরো: শীত পড়তে শুরু করেছে ।স্বাভাবিকভাবেই ডুয়ার্সে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। আর অন্যান্য দিনের মতোই এদিনও বিকেলে গরুমারা গেট দিয়ে যাত্রাপ্রসাদের সাফারির জন্য বেরিয়ে ছিলেন পর্যটকরা। গরুমারা গেট দিয়ে যাত্রাপ্রসাদের প্রবেশের সময় ছিল বিকেল তিনটা। কিন্তু বিকেল তিনটা থেকে গরুমারা গেটে আটকে রাখা হয় সাফারিতে থাকা পর্যটকদের জন্য। গরুমারা গেটে থাকা বনকর্মীদের কাছে পর্যটকরা জানতে চান কি কারণে সাফারি দেরি হচ্ছে।

পর্যটকদের দাবি বনকর্মীরা এর কোনো সদুত্তর দিতে পারেনি। যে কারণে বনকর্মীদের সঙ্গে এক প্রকার বচসা শুরু হয়ে যায় পর্যটকদের। বনকর্মীরা প্রায় এক ঘন্টা পর পর্যটকদের চাপড়ামারীতে সাফারির কথা বলেন পর্যটকদের। এদিকে ততক্ষণে অনেকটা দেরী হয়ে যাওয়ায় চাপড়ামারিতে সাফারি করতে চায়না পর্যটকরা। ঘটনায় আরো উত্তেজিত হয়ে পড়ে পর্যটকরা । টাকা দিয়ে টিকিট কেটে এবং সাফারিতে বেড়িয়েও সাফারি করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন পর্যটকরা। পরবর্তীতে গরুমারা গেটে দায়িত্বে থাকা বনকর্মীরা পর্যটকদের জানায়, জঙ্গলের রাস্তায় একটি হাতি মস্তিতে রয়েছে তাই এ সময়ে পর্যটকদের প্রবেশ বিপদজনক হতে পারে যেকারণে আজকে সাফারি হবে না । পরবর্তীতে ঘটনাস্থলে আসেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্ধিজপ্রতিম সেন। তিনি এসে পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং পর্যটকদের বোঝান যে এ সময় কোনোভাবেই যাত্রাপ্রাসাদের সাফারি সম্ভব নয়। যেকোনো সময় মস্তিতে থাকা হাতিটি আক্রমণ করতে পারে।

তাছাড়া এরপাশেই গতকালও একজনকে হাতি মেরে ফেলেছে। তাই আপনাদের নিরাপত্তা স্বার্থেই আজকের সাফারি বন্ধ থাকবে। এরপর ডিএফও পর্যটকদের বলেন, যদি মস্তিতে থাকা হাতিটি সড়ে যায় তাহলে প্রয়োজনে আপনাদের কালকে এখানে সকালে জঙ্গলে সাফারি করানো হবে বা আপনারা যদি অনেকে টিকিটের দাম ফেরৎ দেওয়ার ব্যবস্থা করা হবে। এমনকি অন্য জায়গায় সাফারিতে যেতে চাইলেও ব্যবস্থা করা হবে।