/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন West Bengal Bangla
রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন

রবিবার এমনিতেই বেশ কিছু ট্রেন কম দেখা যায় বিভিন্ন লাইনে। আগামী রবিবার রেল লাইনে কাজের জন্য আরও একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় রেলের মেনটেনেন্সের কাজ থাকবে এই রবিবার। সেই কারণে পাওয়ার ব্লকের জন্য বেশ কিছু ট্রেন রবিবার বাতিল করে দেওয়া হচ্ছে ওই লাইনগুলিতে।

হাওড়া থেকে বাতিল করা হচ্ছে ৩৭৩১৫ ও ৩৭৮৩১ লোকাল। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৭৮৩৬ লোকাল। ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭৫৩৪ ও ৩৭৭৪৯ লোকাল। নৈহাটি থেকে বাতিল ৩৭৫৩৩ লোকাল। তারকেশ্বর থেকে বাতিল করে দেওয়া হল ৩৭৩২৬ লোকাল। কাটোয়া থেকে বাতিল থাকবে ৩৭৭৪৮ ও ০৩০৯৫ লোকাল। আজিমগঞ্জ থেকে বাতিল থাকবে ০৩০৯৬ লোকাল।

এর পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ট্রেনের সময়সূচিতেও বদল আনা হচ্ছে আগামী রবিবার। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল রবিবার নির্ধারিত সময়ের থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকালও আগামী ৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে রওনা দেবে।

বেশ কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনেরও সময়সূচিতে পরিবর্তন এসেছে। ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল এবং ০৩৪৭০ তিনপাহাড়-বর্ধমান প্যাসেঞ্জারের যাত্রা শুরু যথাক্রমে এক ঘণ্টা, আধ ঘণ্টা, ২০ মিনিট ও ২০ মিনিট করে পিছতে পারে।

*তিন বছরের শিশুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে আটক বৌদি*

উত্তর ২৪ পরগনা: ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত পৃথিবা এলাকায়।বৃহস্পতিবার সকালে দুধ খেয়ে খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়ে তিন বছরের শিশু কন্যা সুমি সিং ‌।পরবর্তীতে বাড়ি এসে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ।

পরবর্তীতে ময়নাতদন্তের উদ্দেশ্যে বারাসাত হাসপাতালে নিয়ে গেলে সেখানে সত্য উদঘাটন হয় , জানা যায় বিষের কারণেই মৃত্যু হয়েছে তিন বছরের শিশু কন্যার ‌ । পরবর্তীতে তার বৌদি সাথী সিংকে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল রহস্য ।সে স্বীকার করে নেয় বিষ খাইয়ে মেরে ফেলেছে তার ননদকে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে উঠলে হাবরা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত সাথী সিং (সর্দার) কে উদ্ধার করে হাবরা থানায় নিয়ে আসে পুলিশ।

ইতিমধ্যে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে । ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে হাবড়া থানায়।

*আজকের রাশিফল ২ রা ডিসেম্বর (শনিবার)*

মেষ রাশিফল (Saturday, December 2, 2023)

স্বাস্হ্য সুন্দর থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। একজন আত্মীয়, বন্ধু, বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে। আপনি মুডে না থাকলেও যদি কেউ আপনার সাথে কথা বলতে চায় তবে তাদের শান্তভাবে ব্যাখ্যা করুন।

প্রতিকার :- সাধু সন্ত, পুরোহিত, নান বা অনন্য কোনো আধ্যাত্বিক ব্যক্তিদের সেবা করলে আপনি আর্থিক ক্ষেত্রে সুফল পাবেন।

বৃষভ রাশিফল (Saturday, December 2, 2023)

জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন। যোগব্যায়ামের সাহায্য নিন- যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয়। বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। ঘরে ধর্মানুষ্ঠান/হোম/শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন। কোনও ধর্মীয় স্থানে আপনার সময় ব্যয় করা মনের প্রশান্তি বাড়িয়ে তুলতে পারে।

প্রতিকার :- আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভালো বোঝাপড়া রাখতে রুদ্রাক্ষ তামার মালা দিয়ে পরুন।

মিথুন রাশিফল (Saturday, December 2, 2023)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন। তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রুপান্তর করতে পারে। আপনাদের ভাগ করে নেওয়া ভালো মূহুর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময়। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। নারীরা শুক্র থেকে এবং পুরূষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। আজ, আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরানো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালী দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন।

প্রতিকার :- পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা টাঙান ঘরে।

কর্কট রাশিফল (Saturday, December 2, 2023)

মদ্যপান করবেন না– এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম হয় না। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবে এবং আনন্দ আনবে। আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। টিভি,মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তূ দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাব হতে পারে। খুব বেশী প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে। আজ গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ অন্য কোনও ব্যক্তির অবহেলা আপনাকে বর্ধন করতে পারে।

প্রতিকার :- হনুমানজিকে সিঁদুরের চোলা নিবেদন করুন।

সিংহ রাশিফল (Saturday, December 2, 2023)

অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। আজ, আপনার ভাইবোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। টিভি,মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তূ দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাব হতে পারে। আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যিই অবিশ্বাস্য। পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ; আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাঙ্গআউট উপভোগ করতে পারেন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য কেশর যুক্ত খাবার দরিদ্রদের দান করুন ও নিজের সেবন করুন।

কন্যা রাশিফল (Saturday, December 2, 2023)

আজ আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা। দিনের পরেরভাগে টাকাপয়সার অবস্থার উন্নতি হবে। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। পরিবারের ইচ্ছা পূরণ করতে-করতে আপনি অনেক বার নিজেকে সময় দিতে ভুলে যান। কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আজ, আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন। আজ আপনার করার মতো কিছু না থাকলে পাবলিক লাইব্রেরিতে যান এবং প্রজ্ঞা দিয়ে নিজেকে সমৃদ্ধ করুন।

প্রতিকার :- জীবনে সন্তুষ্টি লাভ করার জন্য সবুজ পাথরের টুকরো বা মার্বেলের টুকরো গাছের টব এ বা বাথরুম এ রেখে দিন।

তুলা রাশিফল (Saturday, December 2, 2023)

কোন ঝগড়াটে ব্যক্তির সাথে বিবাদ আপনার মেজাজ খারাপ করতে পারে। বিবেচক হোন এবং যদি পারেন তাহলে এটি এড়িয়ে যান, য়েহেতু সংঘর্ষ এবং অতিরিক্ত উত্তেজনা কখনোই আপনাকে সাহায্য করবে না। বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। আজ, পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়ীগুলি খুব প্রিয়ভাবে মিস করবে। এই ক্ষেত্রে, আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন।

প্রতিকার :- ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা, বেঙ্গল ছোলা, সরিষার তেল ও কালো কাপড় দান করুন।

বৃশ্চিক রাশিফল (Saturday, December 2, 2023)

দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। আজ, আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও, আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে। আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না। বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট কে ফেলেছেন। আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন। কিন্তু পরে আপনি উপলদ্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল। আজ, বাইরে থেকে খাওয়া আপনার পেটের অবস্থা আরও খারাপ করতে পারে এবং আপনার হজমে প্রভাব ফেলতে পারে। তাই আজ বাইরে থেকে খাওয়া এড়িয়ে চলুন।

প্রতিকার :- গরুকে পালংশাক খাওয়ালে তা আপনার প্রেম জীবনের ওপর ভালো প্রভাব পরবে।

ধনু রাশিফল (Saturday, December 2, 2023)

আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না, তবে আজ আপনি এর তাত্পর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন।

প্রতিকার :- ঘরে গঙ্গাজলের কোন না কোন ভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে।

মকর রাশিফল (Saturday, December 2, 2023)

দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে, আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন। আজ, আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না। এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে।

প্রতিকার :- আর্থিক অবস্থার উন্নতির জন্য সররকম মাদক দ্রব্য থেকে দূরে থাকুন।

কুম্ভ রাশিফল (Saturday, December 2, 2023)

আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত। যে কারও কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনও পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। বন্ধুরা আপনাকে তাঁদের বাড়িতে এক উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানাবে। জানলার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন। বাচ্ছাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝায় যাই না সেটা আপনি আজকে নিজের বাচ্ছাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন।

প্রতিকার :- ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারে খুশি বাড়বে।

মীন রাশিফল (Saturday, December 2, 2023)

নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। রান্নাঘরের জন্য জরুরী জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাখবে। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে। আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন; প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন না।

প্রতিকার :- কুকুরকে রুটি, পাউরুটি এবং অন্যান্য কুকুরের খাবার খাওয়ালে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

*১১টা বাজলেই শুরু মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২ রা ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১১টা নাগাদ একটি ধর্মীয় মিছিল আছে। যেটা বেলগাছিয়া থেকে বড়বাজার পর্যন্ত যাবে। এই মিছিলে কমপক্ষে ১০০০-১৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  

*বঙ্গে কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? জেনে নিন আজকের আবহাওয়া*


শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড় । আপাতত তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজিউম। আন্দামান সাগরে ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। প্রাথমিকভাবে এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক।‌

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে পড়বে না। তবে শীতের আগমনে বাধা করে দিল নিম্নচাপ। ডিসেম্বর মাসে যেখানে লেপ-কম্বল নামানোর সময় সেখানে শীত যেন নাগালেই আসছে না। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? এই সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকতে চলছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত ১০ই ডিসেম্বর পর্যন্ত শীতের আমেজ বঙ্গে জাঁকিয়ে বসার তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস। 

ফের বালি পাচার নিয়ে সরব সৌমিত্র খাঁ

রাজ্য

বাঁকুড়াঃ 'অবৈধ' বালিখাদান নিয়ে ফের সরব হলেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শুক্রবার বিষ্ণুপুরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, 'বীরভূমের চালান ব্যবহার করে বাঁকুড়ার বালি পাচার হচ্ছে! চলতি মরশুমে শুধুমাত্র মেজিয়ায় একটি খাদান চালু করা হয়েছে। ওই খাদান চালু কার স্বার্থে আর কার শ্যালক যুক্ত বলেও তিনি প্রশ্ন তোলেন।

সৌমিত্র খাঁ এদিন আরো বলেন, পাশের জেলার গলসী থেকে বাঁকুড়ার পাত্রসায়র, ইন্দাস, সোনামুখী, বড়জোড়ার অবাধে বালি পাচার হচ্ছে। পুলিশ থেকে বি.এল.আর.ওদের কাছে গেলে তারা বলছে কিছু জানিনা। এক জায়গার কাগজ নিয়ে অন্য জায়গায় বালি উঠছে। রাজ্য সরকার বিষয়টির দিকে নজর দিলে ন্যুনতম তিন হাজার কোটি টাকার রাজস্ব আদায় হতো। এই ঘটনার পিছনে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদত রয়েছে অভিযোগ তুলে তিনি পুরো বিষয়টি বাঁকুড়া জেলাশাসককে দেখার আবেদন জানান।

সৌমিত্র এদিন আরো দাবি করেন, নদী গুলি থেকে জে.সি.বি-র সাহায্য নিয়ে বালি তোলা হচ্ছে। অবৈধ এই কাজ বন্ধ হলে এলাকার মানুষ কাজ পেতেন, বর্তমানে সেই সুযোগ বন্ধ। জেলা প্রশাসন আগামী সাত দিনের মধ্যে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তাঁরা দলীয়ভাবে পথে নামবেন বলে তিনি জানান।

বিজেপির বিরুদ্ধে আদিবাসী সমাজকে অপমানের অভিযোগ তুলল তৃণমূল

আবারও বঙ্গ বিজেপিকে চাপে ফেলতে বড় সিদ্ধান্ত নিল শাসক দল তৃণমূল। এবার বিজেপির বিরুদ্ধে আদিবাসী সমাজকে অপমানের অভিযোগ তুলল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। কাল রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক তৃণমূলের।

আজ বিজেপি বিধায়করা আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গার জল দিয়ে ধুয়ে দেন। আর যাকে ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। কারণে এই জায়গাতেই গত দুদিন ধরে ধর্নায় বসেছিল তৃণমূল। তৃণমূলের দাবি, তৃণমূলের ধর্নায় আদিবাসী সমাজের প্রতিনিধিরাও ছিলেন। আর বিজেপির এহেন শুদ্ধিকরণ প্রক্রিয়া আদিবাসী সমাজকে যথেষ্ট অপমানিত করেছে।

ডিসেম্বরের শুরুতেই বাড়লো গ্যাসের দাম

ফের দাম বৃদ্ধির ফলে কলকাতায় নতুন দাম হচ্ছে ১৯০৮ টাকা। নয়া দাম কার্যকরী হচ্ছে ১ ডিসেম্বর থেকে। তবে ১৪.২ কেজির গ্যাসের দাম থাকছে ৯২৯ টাকা।অক্টোবরের শুরু থেকে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এবার বাড়ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েক দফায় ওঠানামে করেছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম।

সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। এরইমধ্যে দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ টাকা বাড়তে দেখা গিয়েছিল। কিন্তু, গত ১৬ নভেম্বর সেই দাম ৫৭.৫০ টাকা কমে যায়। ফলে কলকাতায় নতুন দাম হয় ১৮৮৫.৫০ টাকা। তাই এবার ২২ টাকা ৫০ পয়সা বেড়ে গেল।

*তৃণমূল সুপ্রিমকে বেনজির আক্রমণ শুভেন্দুর*

রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ফের একবার অভিনব কায়দায় আসরে নামলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী । শুভেন্দুর নিশানায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা তিনি বুঝিয়ে দিলেন কার্যত।

আজ সাত সকালে তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘সাদা কালো - আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো; ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো। শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প; শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসেনা স্বল্প ! চোরের মায়ের বড় গলা, ফাঁদি প্রতিহিংসার তত্ত্ব; চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা দল, আমি ক্ষমতায় মত্ত। যদি ভাঙে মানুষের ধৈর্যের বাঁধ, গণতন্ত্রের বেত মারবে সপাং; এর তার ঘাড়ে দোষ ঠেলে দিয়ে, পিসি-ভাইপো খুঁজবো পালাবার পথ; এপাং ওপাং ঝপাং !’ তবে এই নিয়ে শাসক দলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

*ডিসেম্বরের প্রথম দিনের কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*

আজ  ১ লা ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে  আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।