/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *বিপুল পরিমান ভুটানি মদ উদ্ধার* West Bengal Bangla
*বিপুল পরিমান ভুটানি মদ উদ্ধার*

রাজ্য

 

 এসবি নিউজ ব্যুরো: বিপুল পরিমান ভুটানি মদ উদ্ধার করল আলিপুরদুয়ারের জয়গাঁ থানার পুলিশ।আটক করা হয়েছে একটি গাড়িও। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে জিএসটি চেক পোস্টে জয়গাঁ থেকে আসা একটি গাড়িকে পুলিশ কর্মীরা দাঁড়াতে বললে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে।

এরপরই গাড়ির পিছনে ধাওয়া করে গাড়ি আটকে তল্লাশি চালাতেই, সেখান থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক মদ। তবে পুলিশ তরফে জানানো হয়েছে, ২৫ কার্টুন ভুটানি মদ উদ্ধার হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং উদ্ধারকৃত মদ ও গাড়ি আটক করে জয়গাঁ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শুরু করেছে জয়গাঁ থানায় পুলিশ।

*জগদ্দলে ভি কি যাদব খুনের অভিযুক্তদের নিয়ে পুর্ননির্মান করাল জগদ্দল থানার পুলিশ*

উত্তর ২৪ পরগনা : জগদ্দলে ভি কি যাদব খুনের ঘটনার পুর্ননির্মান করল জগদ্দল থানার পুলিশ।

আজ অভিযুক্ত অঙ্কিত সিং কে নিয়ে কিভাবে খুনিরা খুন করেছিল এবং কোথায় কোথায় তারা আশ্রয় নিয়েছিল খুনের পর সেই গুলো কে পুলিশকে দেখালো অভিযুক্তরা।

বিজেপি যুব মোর্চার বিক্ষোভ

উত্তর ২৪ পরগনা: কয়েক সপ্তাহের মধ্যেই ভাটপাড়ায় খুন হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়দের দাবি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। ভাটপাড়া আইন-শৃঙ্খলার অবনতির কারণে আজ বিজেপি যুব মোর্চার তরফ থেকে ঘোষপাড়া রোড অবরোধ করে তারা।জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে যুব মোর্চা।

*বোমা বিস্ফোরণ হাতের আঙ্গুল উড়ল ১৩ বছরের কিশোরের*

রাজ্য

উত্তর ২৪ পরগনা: দেগঙ্গায় তৃণমূলের পার্টি অফিসের পিছনে বোমা বিস্ফোরণ হাতের আঙ্গুল উড়ল এক ১৩ বছরের কিশোরের। আহত কিশোরের নাম আর্মান গাজী। তাকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায়। তৃণমূলের পার্টি অফিসের পিছনের আমবাগানে কিভাবে বোমা আসল তার নিয়ে উঠেছে প্রশ্ন।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,ওই কিশোর আর্মান গাজী পার্টি অফিসের পিছনে আম বাগানে খেলা করছিল।

এরপর একটি ব্যাগের মধ্যে কি রাখা আছে সে দেখতে যায়। এবং দেখে তার মধ্যে বলের মতো পাঁচটি কি রয়েছে। হাতে করে তুলে খেলতে গেলে আচমকা বিস্ফোরণ হয়। আর্মান গাজীর হাতের আঙুল উড়ে যায় এবং বাহাতের মাংসপেশিতে ক্ষত হয়। বোমার বিকট আওয়াজ শুনে এলাকাবাসী ছুটে আসে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে। দেগঙ্গা থানা ও চাকলা ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত ওই ব্যাগের মধ্যে ৩টি তাজা বোমা রয়েছে।

বোমাগুলি উদ্ধার করার জন্য বোম স্কোয়াডকে করার খবর দেওয়া হয়েছে। তবে এই বোমা রাখা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা বলেন, "সামনে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে বিরোধীরা চক্রান্ত করে বাগানের মধ্যে এভাবে বোমা রেখে গিয়েছে।"

পর্যটকদের স্বাগত জানাতে তৈরী 'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুর

বাঁকুড়াঃ প্রাত্যহিক কর্মব্যস্ততা আর ইঁট কাঠ পাথরের জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে একটু আনন্দ উপভোগের জন্য মূলত ছুটির দিন গুলোকেই বেছে নেন অনেকেই। তাই ক্যালেণ্ডারে লাল দাগ দেওয়া ওই বিশেষ দিন গুলোতে একটা বড় অংশের 'পরিযায়ী' পর্যটকের অন্যতম পছন্দের 'ডেস্টিনেশান' হয়ে ওঠে জল, জঙ্গল আর পাহাড়ি সৌন্দর্যে ঘেরা 'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুর। বাঁকুড়া শহর থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মুকুটমনিপুরে সড়ক পথে সহজেই পৌঁছে যাওয়া যায়।

মুকুটমনিপুর বেড়াতে এসে জলাধারে নৌকাভ্রমণ না করে ফিরে যাবেন- এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া দূস্কর। আর তাই শীতের শুরুতেই পর্যটন মরশুম শুরুর আগেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি, সঙ্গে তৈরী নৌচালকরাও।

সমিতি সূত্রে খবর, ইতিমধ্যে মুকুটমনিপুরে ৬০ টি নৌকো সবসময়ের জন্য প্রস্তুত পর্যটকদের নিয়ে কাঁসাই আর কুমারীর সঙ্গমস্থলের বিশালাকার জলাধারের বুকে ভ্রমণের জন্য। এছাড়াও চলতি বছরে হুগলির বলাগড় থেকে আসা দক্ষ কারিগরেরা নতুন করে চারটি নৌকা তৈরীর পাশাপাশি পূরানো নৌকা গুলি মেরামতির কাজ শুরু করে দিয়েছেন। একই সঙ্গে জলাধারে নৌভ্রমণের মূল্যও নির্দ্ধারিত রয়েছে। সূত্রের খবর, জলাধারে নৌভ্রমণের ক্ষেত্রে মাথা পিছু ১৫০ টাকা, ১ থেকে ৫ জনে মিলে রিজার্ভ করলে ১৫০০ টাকা, এক ঘন্টা বোটিং ১২০০ টাকা, আশেপাশে ঘুরলে জন প্রতি ৫০ টাকা, ওই একই নিয়মে রিজার্ভ করলে ৭০০ টাকা মূল্য ধার্য হয়েছে বলে জানা গেছে।

নতুন নৌকা তৈরী ও মেরামতির ফাঁকে মানিক বারিক বলেন, একটি নতুন নৌকা তৈরীতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ পড়ে। এবার কয়েকটি নতুন নৌকা তৈরীর পাশাপাশি পূরাণো নৌকা গুলিও মেরামতির কাজ তারা করছেন বলে তিনি জানান।

আসন্ন পর্যটন মরশুমের কথা ভেবে খুশী নৌচালকরাও। নৌচালক বাবলু সাহু বলেন, আমরা প্রস্তুত, প্রস্তুত প্রশাসনও। পর্যটকদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান

'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুরে এসে খুশী পর্যটকরাও। মুশাফিরানা, ডিয়ার পার্ক থেকে পরেশনাথ শিব মন্দির, বারোঘুটু পাহাড়, সোনার বাংলা আর কংসাবতী-কুমারীর সঙ্গমস্থল ঘুরে সোনাঝুরি ইকো পার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকে। নদীয়া থেকে সপরিবারে মুকুটমনিপুর বেড়াতে আসা প্রাণতোষ দত্ত, প্রতিচী দত্তরা বলেন, অনির্বচনীয় অভিজ্ঞতা, গরম একটু লাগলেও বেশ ভালো লেগেছে। মোটামুটি প্রায় সবজায়গায় ঘুরে দেখার চেষ্টা করেছেন বলে তারা জানান।

   

প্রাত্যহিক কর্মব্যস্ততার মাঝে একটু আনন্দ উপভোগের জন্য মানুষ ছুটে আসছেন মুকুটমনিপুরেই। আর সেই সব আগত অতিথিদের যাতে কোন সমস্যায় না পড়তে হয়, তার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে প্রশাসন। এবারও সেকারণেই সব জায়গাতেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এখন আগত পর্যটকদের অপেক্ষায় 'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুর।

নদীয়ার নাকাশিপাড়ায় ফুচকা খাওয়ার ঘটনায় মৃত্যু হল এক মহিলার গুরুতর সুস্থ শিশু ও মহিলা সহ ৫০ জন।

রাজ্য

Update

নদীয়া: ফুচকা খেয়ে ঊষা ওঝা নামে মাঝ বয়সি এক মহিলার মৃত্যুর পাশাপাশি অসুস্থ হয়ে হয়ে হাসপাতালে ভর্তি শিশু ও মহিলা সহ প্রায় ৩৫ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ায় মাঠপাড়ার মরকখোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই এলাকায় এক ব্যক্তি ফুচকা বিক্রি করতে যান। এলাকার শিশু, মহিলা সহ অনেকেই ফুচকা খান। এরপরই তাদের বমি সহ শারীরিক অসুস্থতা দেখা দেয়। একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাদের বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো তারা সেখানে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে বেশ কয়েকজন শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঊষা ওঝার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে স্থানান্তরিত করা কল্যাণী যে এন এম হসপিটালে। আজ সকালে মৃত্যু হয় তার।

*বড়সড় সাফল্য ফারাক্কা থানার পুলিশের*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: আবারও বড়সড় সাফল্য পেল ফারাক্কা থানার পুলিশের।গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা থানার জয়রামপুর গ্রামে শনিবার গভীর রাতে একটি লিচু বাগান থেকে ৮ বস্তা ফেনসিডিল বোতল সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় কালিয়াচক থেকে ফারাক্কার জয়রামপুর এলাকায় একটি লিচু বাগানে হাত বদলে জন্য নিয়ে আসা হয়েছিল বিপুল পরিমাণ ফেনসিডিল। আর তার আগেই পুলিশের জালে ধরা পড়লো দুই পাচারকারী। ধৃতদের নাম মনসারুল হক( ৪০ ),বাড়ি ফারাক্কা থানার জয়রামপুর এলাকায় ও সেন্টু শেখ (৩৯), বাড়ি শিবনগর মাঠপাড়া এলাকায়।রবিবার সকালে ১৪দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ।

বিপুল পরিমাণে এই ফেনসিডিল গুলি কার কাছে হাত বদলের জন্য নিয়ে এসেছিল তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

*শ্যামনগরে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রীর পাশে দাঁড়ালেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়*

রাজ্য

উত্তর ২৪ পরগনা: লঙ্কা চাওয়ার নাম করে রাতে বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দীঘির পাড় এলাকার ঘটনা।

শনিবার ওই কলেজ ছাত্রী স্থানীয় কাউন্সিলরের দাদার বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করে। রবিবার সকালে কলেজ ছাত্রী ও তার পরিবারকে সাহস জোগাতে তার বাড়িতে আসেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মেয়েটি ভয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। তাই মেয়েটিকে সাহস জোগাতে এসেছি"। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ওই বাম নেত্রী। তার কটাক্ষ, মহিলা মুখ্যমন্ত্রী হলেও বাংলায় মহিলারা সুরক্ষিত নন।

*Investing in shares? Making these mistakes can put you on the road overnight*

Business

SB News bureau: Many people now dream of becoming a big man overnight by doing share market investment. The popularity of investing in the stock market among the Indian middle class has also increased manifold in the last few years. Also, the pictures made on the dark alleys of the market are often coming to the market. Which is making a lot of noise among movie lovers. At the same time, there are all the latest apps in the market. With which one can start investing in the stock market in a few clicks without any major hassle.But, many people are sitting on the road again while trying to bring home big profits in a short period of time. Bank account is empty with one click of mobile. Hands fall on the head. So experts always ask to be careful about several things before investing.

বারাসাত কাছারি ময়দানের অস্থায়ী মঞ্চ শুরু হল যাত্রা উৎসব

উত্তর ২৪ পরগনা: গত শুক্রবার ২৮ তম রাজ্য যাত্রা উৎসবের সুচনা হয়েছিল কলকাতার রবীন্দ্রসদন সংলগ্ন একতারা মঞ্চে।পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমী,তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এই যাত্রা উৎসব হচ্ছে।আনুষ্ঠানিক সুচনার পর শনিবার বারাসাতের কাছারি ময়দানের অস্থায়ী মঞ্চ থেকেই শনি এবং রবিবার দুটি যাত্রা মঞ্চস্থ হবে।

এদিন বারাসাত কাছারি ময়দানে যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বারাসাতের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ,জেলা শাসক শরদকুমার দ্বিবেদী, জেলাপরিষদের সভাধিপতি নারায়ন গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।