/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ICC thanks BCCI for hosting biggest Cricket World Cup ever* West Bengal Bangla
*ICC thanks BCCI for hosting biggest Cricket World Cup ever*

Sports News 

 

 

 

 SBNB : The International Cricket Council (ICC) has thanked the Board of Control for Cricket in India (BCCI) for the successful hosting of the ICC Men’s Cricket World Cup 2023, which has been the biggest Cricket World Cup ever.

Australia beat India to claim their sixth Men’s Cricket World Cup in front of a packed crowd at the Narendra Modi Stadium in Ahmedabad, the world’s biggest cricket stadium. The World Cup has been the most attended ICC event ever and records have also been broken across broadcast and digital.

The 2023 edition has showcased the very best of cricket in one day, combining the unique Indian passion for cricket with the national pride of all competing nations creating an unrivalled global sporting occasion which captured the imagination of fans from across the world.

The event was delivered from 5 October to 19 November across ten host cities Ahmedabad, Bengaluru, Chennai, Delhi, Dharamsala, Hyderabad, Kolkata, Lucknow, Mumbai, Pune, including the warm-up venues of Guwahati and Thiruvananthapuram.

ICC Chair Greg Barclay said, “We are delighted with the success of the ICC Men’s Cricket World Cup 2023, which has been the biggest Cricket World Cup ever. The event has been the most attended ICC World Cup ever with records shattered across broadcast and digital showcasing the support and interest for the one-day game.

“I’d like to thank the Board of Control for Cricket in India for delivering a World Cup that was a true celebration of the best all-round cricket experience that brought fans closer to the action than ever before. Thank you must also go to the Match Officials and to the ICC staff for delivering a world class global cricket event.

“Thank you to all ten teams for making this such a wonderful World Cup and to India and Australia for such a compelling final to conclude the event. Congratulations to Australia for winning a remarkable sixth ICC Men’s Cricket World Cup.”

 Pic Courtesy by: ICC

*রাজ্যপালের বর্ষপূর্তি পালন রাজভবনে*


২০২২ সালে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্বে বসেছিলেন কেরলের বাসিন্দা সিভি আনন্দ বোস। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বসার পরই বাংলার সঙ্গে নিজের আত্মীয়তা গড়ে তুলতে বাংলা শেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

সূত্রের খবর রাজ্যপাল হিসেবে বঙ্গে এক বছর পূর্তির অনুষ্ঠান করতে চলেছেন সিভি আনন্দ বোস।আগামী ২৩ নভেম্বর রাজভবনে ওই বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে রাজ্যের বিভিন্নস্তরের মানুষজনকে আমন্ত্রণ জানানো হবে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। 

*ODI ICC World Cup,2023*

Sports News 

 ODI ICC World Cup,2023

post-final shoot with Australia captain Pat Cummins.

 Pic Courtesy by: ICC

*বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দিল শান্তিনিকেতন থানার পুলিশ*

সোমবার সকালে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দিল শান্তিনিকেতন থানার ওসি এবং তদন্তকারী অফিসাররা। একাধিকবার কুরুচিকর মন্তব্যের জেরে বিপাকে পড়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। জানা গিয়েছে, এই মুহূর্তে শান্তিনিকেতন থানার ওসি-সহ চার পুলিশ আধিকারিক রয়েছেন বিশ্বভারতীর উপাচার্যের বাংলোতে। জানা গিয়েছে, বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া ৫ মামলার বিরুদ্ধেই প্রশ্ন করা শুরু করেছে শান্তিনিকেতন পুলিশ। প্রসঙ্গত , উপাচার্য পদের মেয়াদ শেষ হওয়ার আগের দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ পাতার একটি চিঠি দিয়ে আক্রমণ করেছিলেন তিনি। সেই চিঠি নিয়েই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। শুধু তাই নয় গত পাঁচ বছরের উপাচার্যের কার্যকালে বহুবারই বিতর্কে জড়িয়েছিলেন বিদ্যুৎ। বারবার রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। 

 উপাচার্য পদ ছাড়ার আগেও বিদ্যুৎ-এর বিরুদ্ধে আরও চারটি অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল ৪ টি মামলা ।  বিতর্কিত ফলক বসানোর জন্য আদালত রক্ষাকবচ দিলেও পুলিশ বিদ্যুৎকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানায়। মনে করা হচ্ছে সেই সকল বিষয় নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে আজ তাঁকে কি কি প্রশ্ন করা হবে তা এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি।

*ছট পুজোয় সাধারণ মানুষের সাথে খড়্গপুরে আনন্দে মাতলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ*


 এসবি নিউজ ব্যুরো: ছট পুজোয় মেদিনীপুরের খড়্গপুরে আনন্দে মাতলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সকাল থেকেই তাকে দেখা গেলো পুণ্যার্থীদের চা-বিস্কুট বিতরণ করছেন স্বয়ং তিনি। এমনকি ঢোল বাজাতেও দেখা গেল দিলীপ বাবু কে। তিনি সাংবাদিকদের বলেন," মুখ্যমন্ত্রীর ছুটি দেন,ডিএ দেন না, বেতন দেন না। কেন্দ্র সরকার কাজ করে, ছুটি দেয় না। অন্যান্য দেশের থেকে আমাদের দেশের কর্ম দিবস কম।"

ছুটি নিয়ে কেন্দ্র রাজ্য তরজার মাঝে এমনই দাবি বিজেপি সংসদ দিলীপ ঘোষের। নওশাদ বিরোধী বিধায়ক। তাকে কেন ডিস্টার্ব করা হচ্ছে? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। একই সাথে তার দাবি, তদন্তের জন্য সিবিআই ইডি ডাকলেই প্রতিহিংসার কথা বলা হচ্ছে। চুরিও করবেন আবার চোখও রাঙাবেন।

*ছট পুজোর ঘাটে বিক্ষোভের মুখে জেলা তৃণমূল নেতা*


 এসবি নিউজ ব্যুরো: আরো একবার বিতর্কে জড়ালেন ধুপগুড়ি পৌরসভার বিদায়ী উপ পৌরপ্রধান তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজেশ কুমার সিং। ছট পূজা কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ধুপগুড়ির মধ্যবর্তী কমলাইন নদীর ছটঘাটে। বিশেষ সূত্র মারফত খবর পুজোর স্থান নিয়ে নদীর ঘাটে কিছু মানুষের মধ্যে প্রথমে বচসি শুরু হয়। সে সময় ঘাটে উপস্থিত ছিলেন পৌরসভা প্রশাসক মন্ডলী সদস্য ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং।

তিনি এবং তার অনুগামীরা একে অপরের পক্ষে সমর্থন করার কথা বলায় উত্তেজনা হয়।অভিযোগ ওঠে রাজেশ কুমার সিং আঙ্গুল তুলে হুমকি দেন এবং মারধরও করেন।উপস্থিত পুরুষ ও মহিলা উভয়ই ভাইস চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশ কেউ হেনস্তার মুখে পড়তে হয়।

আর এই গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুধু ধুপগুড়িতে। একজন জেলার তৃণমূল নেতৃত্ব এভাবে প্রকাশ্যে মারপিটে জড়িয়ে যাওয়ায় সামাজিক মাধ্যমে কটুক্তির শিকার হন তিনি। যদিও এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য বিষয় খতিয়ে দেখা হবে। তবে রাজ্যের মূল বিরোধী দল বিজেপি, তীব্র কটাক্ষ করতে ছাড়েনি এদিনের ঘটনাকে।

*ছট পুজোর কারণে যানজটের আশঙ্কা, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২০শে নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে এদিন ছট পুজো থাকায় গঙ্গার আশেপাশে এলাকায় যানজটের আশঙ্কা করেছে ট্রাফিক কন্ট্রোল রুম। এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*দিনের তুলনায় রাতে কমবে তাপমাত্রা,জেনে নিন আজকের আবহাওয়া*


 আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। সামান্য কমতে পারে তাপমাত্রা। দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকতে পারে। পশ্চিমের জেলা গুলিতেও ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের পূর্বাভাস,এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। আগামী সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।আজ ও আগামীকাল উত্তরবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২০শে অক্টোবর (সোমবার)*


মেষ রাশিফল (Monday, November 20, 2023)

টাকাপয়সার অবস্থা এবং আর্থিক সমস্যা যেমন করেই হোক এক উত্তেজনার উত্স । আজ, আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। প্রেম-সাহচর্য্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন , কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে। আপনার যখন সেরকম কোনও ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোড় করতে পারেন বা তদ্বিপরীত, যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে।

প্রতিকার :- মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হবে।

বৃষভ রাশিফল (Monday, November 20, 2023)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন, এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। সেইসব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে আপনাকে সাহায্য করেছেন। আপনার ছোট্ট ইঙ্গিত তাঁদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে। কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে। আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না। এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে। আজ যদি আপনি বিনম্র এবং সহায়ক হন তাহলে আপনার সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে। একটি দীর্ঘ সময় পরে, শুধুমাত্র ভালবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোন মারামারি ও তর্কছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন।

প্রতিকার :- ভগোবান ভৈরবের মন্দিরে দুধ নিবেদন করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে

মিথুন রাশিফল (Monday, November 20, 2023)

আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনার স্বাস্থ্য ভাল রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্হ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে।আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন। পরিবারের ইচ্ছা পূরণ করতে-করতে আপনি অনেক বার নিজেকে সময় দিতে ভুলে যান। কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন, কিন্তু আপনার ভালবাসা এবং মমতা সবকিছুকে থিতু করে দেবে।

প্রতিকার :- জাফরানের তিলক লাগান পারিবারিক জীবন ভালো থাকবে।

কর্কট রাশিফল (Monday, November 20, 2023)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করতে পারেন। সেই জিনিস গুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই,সেটা আপনার জন্য ঠিক হবে না। এইরকম করলে আপনি আপনার সময়ই নষ্ট করবেন আর কিছু না। আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভাল মেজাজে থাকবে, এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন।

প্রতিকার :- সমৃদ্ধশালী কর্মজীবনের জন্য বা ব্যবসায় সাফল্য পেতে আপনি আপনার মা কে বা বাড়ির অন্যান্য মহিলা সদস্যদের রুপোর তৈরি গয়না উপহার দিন।

সিংহ রাশিফল (Monday, November 20, 2023)

আপনার স্বাস্হ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারীতে বেরোন। আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালবাসা প্রদর্শন করা ঠিক নয়। কখনও কখনও, এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে। একটি কঠিন পর্যায়ের পর, দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু সঙ্গে আপনাকে অবাক করবে। আজ ভাষার আদানপ্রদানই আপনার শক্তি হবে। একটি দীর্ঘ সময় পরে, শুধুমাত্র ভালবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোন মারামারি ও তর্কছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন।

প্রতিকার :- দুধ, চাল এবং চিনি দিয়ে পায়েস বানান। চাঁদ ওঠার পর চাঁদের আলোয় বসে এটি খান এবং সংসারে সুখ সঞ্চয় করুন।

কন্যা রাশিফল (Monday, November 20, 2023)

অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে। দুশ্চিন্তা কাটাতে ভালো গানবাজনা শুনুন। নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। সবচেয়ে ভাল হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক এড়াতে পারেন। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয়; সবাই এক দিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন। যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরো উন্নত করতে চান ,তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তূ রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন। এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে।

প্রতিকার :- কর্ম বা ব্যবসায় শীঘ্র উন্নতির জন্য আপনার মা কে বা মাতৃ স্থানীয় অন্যান্য ব্যক্তিদের বা বয়স্ক মহিলাদের সন্মান ও স্নেহ করুন।

তুলা রাশিফল (Monday, November 20, 2023)

ধ্যান এবং আত্ম-উপলব্ধি লাভজনক প্রমাণিত হবে। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই; সেগুলি আজ সত্য হতে পারে। আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভাল ফল দিতে পারে। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থাকে এগিয়ে রাখতে সাহায্য করবে। আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এরফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন।

প্রতিকার :- ভগবান শিব, ভগবান ভৈরব ও হনুমান জির আরাধনা করলে পরিবারে সুখ বজায় থাকবে।

বৃশ্চিক রাশিফল (Monday, November 20, 2023)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। আপনার প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যান। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।

প্রতিকার :- সূর্যোদয়ের সময় ১৫-২০ মিনিট সূর্য স্নান করলে সমস্ত রোগ ও ঘাটতি থেকে মুক্ত হবেন।

ধনু রাশিফল (Monday, November 20, 2023)

আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে। কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে। অতএব, আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা আপনাকে ভালোবাসেন এবং যত্ন করেন তাদের সাহচর্যে যথেষ্ট সময় কাটান। এমন পোষাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয়। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন, কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে।

প্রতিকার :- বহমান জলে কাঁচা হলুদ নিক্ষেপ করলে আপনার জীবনে আর্থিক অবস্থার উন্নতি হবে।

মকর রাশিফল (Monday, November 20, 2023)

আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে। আপনি আপনার প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন- কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলিই করুন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যিই চমৎকার দেখাচ্ছে।

প্রতিকার :- হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুদার্ত দের দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।

কুম্ভ রাশিফল (Monday, November 20, 2023)

আপনার স্বাস্হ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হোন, বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা। আপনি যদি বেড়াতে যাচ্ছেন, তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন। আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন। আজ, আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনওটিই পূরণ করতে সক্ষম হবেন না, যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমং তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন, বা এরকম কিছু। কিন্তু, দিনের শেষে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।

প্রতিকার :- মূলতো ব্রহ্মা-রূপায়, মাধ্যথ বিষ্ণু-রূপনা, অন্ততঃ শিব-রূপায়, ভ্রূক্ষা-রাজ্য তে নমঃ এই মন্ত্র টি জপ করতে করতে অশ্বথ গাছে জল দিলে কর্ম জীবনে সাফল্য পাবেন।

মীন রাশিফল (Monday, November 20, 2023)

আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা লাভজনক প্রমাণিত হবে। অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে একটি সেরা দিন হয়ে উঠবে। আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। শেষ শুরু থেকেশেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। আপনার ঘরের কোনো বিশেষে ব্যাক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনার ও খারাপ লাগবে। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন।

প্রতিকার :- প্রেমের জীবন সুখের ও আনন্দের বানাতে আপনার ওয়ালেট এ একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো রেখে দিন। লক্ষ রাখবেন এটি যেন নোংরা না হয়ে যায়।

*শুরু জগদ্ধাত্রী পুজো, জেনে নিন এই পুজোর ইতিহাস, মাহাত্ম্য আর পুজোর তিথি*


দুর্গা পুজোর মতো সব রীতি আচার মেনে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। এই দেবীর চার হাত, তিনি সিংহের উপর আসীন। আর সিংহের নীচে থাকে একটি হস্তি মুণ্ড। মূলত কৃষ্ণনগর ও চন্দননগরে মহা ধূমধামের সঙ্গে জগদ্ধাত্রী পুজো পালন হয়। 

সারা বাংলায় জগদ্ধাত্রী পূজার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। দুর্গাপূজার ঠিক এক মাস পর জগদ্ধাত্রী পূজা উদযাপিত হয়। কলকাতা ও আশেপাশের শহরগুলো থেকে মানুষ এই পূজায় যোগ দিতে ভিড় জমায়। মূর্তি এবং বিলাসবহুল প্যান্ডেল এই কয়েক দিনে এই শহরকে একটি নতুন চেহারা দেয়। কার্তিক মাসে পালিত এই পূজায় দেবী জগদ্ধাত্রী চার হাতে বিভিন্ন অস্ত্র বহন করেন। সিংহের পিঠে চড়ে দেবীর মূর্তিগুলো জায়গায় জায়গায় প্যান্ডেল শোভা পায়।

দুর্গাপূজার (Durga Puja) মতই দেবী জগদ্ধাত্রীর পূজা করা হয়। যা মা দুর্গার এক রূপ। এই উৎসবটিও দুর্গাপূজার মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষে পড়ে। প্রধানত এই পূজা গোষ্টাষ্টমীতে পালিত হয়। চারদিন ধরে চলে মায়ের পূজা। এই পূজা সপ্তমী থেকে অষ্টমী পর্যন্ত চলে। মা জগদ্ধাত্রীর উজ্জ্বল রূপের পূজা করা হয়।

কথিত আছে, রামকৃষ্ণ মিশনে (Ramkrishna Mission) এই উৎসবের সূচনা করেছিলেন রামকৃষ্ণদেবের স্ত্রী ম সারদা দেবী। এর পরই, এই উত্‍সবটি বিশ্বের প্রতিটি কোণে উপস্থিত রামকৃষ্ণ মিশনে পালিত হয়েছিল। এই উত্‍সবটি মা দুর্গার পুনর্জন্ম হিসাবে উদযাপন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে দেবী মন্দের বিনাশ করতে এবং তার ভক্তদের সুখ ও শান্তি দিতে পৃথিবীতে এসেছিলেন।

মা দুর্গার পূজার মতোই এই পূজা করা হয়।

এতে বিশেষ করে মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার জ্ঞান লাভ করে।

অহংকার বিনাশই এই উৎসবের উদ্দেশ্য।

এই উৎসবে জগদ্ধাত্রী দেবীর একটি বড় মূর্তি প্যান্ডেলে স্থাপন করা হয়।

প্রতিমাটি একটি সুন্দর লাল শাড়ি, বিভিন্ন ধরনের গহনা পরিহিত হয়।

দেবীর মূর্তিও ফুলের মালা দিয়ে সজ্জিত।

দেবী জগদ্ধাত্রী এবং দেবী দুর্গার রূপ হুবহু একই।

নবরাত্রির মতোই আয়োজন করা হয় পুজোর।

জগদ্ধাত্রী পুজো ২০২৩ কবে?

হুগলির চন্দননগরে চার দিন ধরে ঠিক দুর্গা পুজোর মতোই হয় জগদ্ধাত্রী পুজো। তবে নদিয়ার কৃষ্ণনগরে একদিনে নবমী তিথিতেই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই বছর কবে থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো।

১৯ নভেম্বর ২০২৩ জগদ্ধাত্রী পুজোর সপ্তমী

২০ নভেম্বর ২০২৩ জগদ্ধাত্রী পুজোর অষ্টমী

২১ নভেম্বর ২০২৩ জগদ্ধাত্রী পুজোর নবমী।

২২ নভেম্বর ২০২৩ জগদ্ধাত্রী পুজোর দশমীতে হবে দেবীর বিসর্জন।

তবে মূল পুজো রীতি অনুযায়ী কৃষ্ণনগর – সহ অনেক জায়গাতেই কেবল নবমীতেই পুজো হয়। ২১ নভেম্বর পুজোর শুভ সময় শুরু হবে ভোর ৩টে ১১টা মিনিট থেকে আর নবমী তিথির অবসান হবে ২২ নভেম্বর সকাল ৯টা ০৩ মিনিটে।

কে দেবী জগদ্ধাত্রী?

কী ভাবে দেবী জগদ্ধাত্রীর (Maa Jagadhatri) সৃষ্টি হল, সেই সম্পর্কে পুরাণের একটি কাহিনি প্রচলিত আছে। মহিষাসুর (Mahisasur) বধের পর দেবতারা অত্যধিক উল্লসিত ও গর্বিত হয়ে উঠেছিলেন। তাঁরা ভাবতে শুরু করেন, যেহেতু দেবী দুর্গা (Maa Durga) তাঁদের সম্মিলিত রূপের প্রকাশ, তাই মহিষাসুর বধের কৃতিত্ব আসলে তাঁদেরই। কেবলমাত্র ব্রহ্মার বরের সম্মান রাখতে একটি নারীদেহের প্রয়োজন ছিল। দেবতাদের দর্প চূর্ণ করার জন্য দেবীর এই রূপের সৃষ্টি হয়। জগদ্ধাত্রী (Jagadhatri Puja 2023) হলেন সেই দেবী, যিনি এই জগত্‍‌কে ধারণ করে রেখেছেন। দেবতাদের অহংকার চূর্ণ করতে ও তাঁদের শক্তি পরীক্ষা করতে তাঁদের দিকে একটি তৃণখণ্ড ছুঁড়ে দেন দেবী। কিন্তু ইন্দ্র, অগ্নি, বায়ু বা বরুণ দেব— কেউই সেই তৃণকে আটকাতে পারেননি। অগ্নিদেব সেই তৃণকে দগ্ধ করতে পারেন না, বায়ুদেব সেই তৃণকে উড়িয়ে নিয়ে যেতে পারেন না। বরুণ দেব বৃষ্টি নামিয়ে তৃণখণ্ডকে ভাসিয়ে নিয়ে যেতে পারেন না। তখন তাঁদের সামনে আবির্ভূতা হন স্বয়ং জগদ্ধাত্রী। এক সামান্য তৃণখণ্ডকে যে দেবতারা সরাতে পারেন না, তাঁরা মহিষাসুরকে কী ভাবে বধ করবেন, তা জানতে চান তিনি। এই ভাবে তিনি বুঝিয়ে দেন যে তিনিই এই সমগ্র জগতের ধারিণী শক্তি।

কিংবদন্তি অনুসারে, মহিষাসুর বধের পর দেবতাদের মধ্যে অহংকার আসে। তারা মনে করেছিল যে দেবী দুর্গা অসুরদের বধের জন্য তাদের যন্ত্র হয়ে উঠেছেন। তখনই দেবী স্বয়ং শক্তির প্রতীক হয়ে দেবতাদের উপলব্ধি করাতে আসেন যে তাদের প্রতিটি কর্মের মধ্যেই তার শক্তি লুকিয়ে আছে। তাই উপলব্ধি করাতে যক্ষ বায়ুদেবকে জিজ্ঞাসা করলেন তিনি তার জন্য কি করতে পারেন। তখন বায়ু দেব অহংকার করে বললেন যে তিনি বাতাসে যে কোনও কিছু উড়তে পারেন। তারপর যক্ষ একটি ছোট ঘাস রাখলেন এবং বায়ু দেবকে উড়িয়ে দেখাতে বললেন, কিন্তু তিনি অক্ষম হলেন। একইভাবে অন্যান্য দেবতারাও তাদের শক্তি দেখিয়েছিল, কিন্তু সবাই পরাস্ত হয়। তখন যক্ষ বললেন, তোমাদের সকল দেবতার শক্তি বাস্তবে কিন্তু তোমাদের নিজস্ব নয়। আদিশক্তি মা জগদ্ধাত্রী সর্বশক্তিমান। তিনিই সব শক্তির মূলে। তিনি এই পৃথিবীর কাঠামোর রক্ষক। তাই তাকে জগদ্ধাত্রী বলা হয়।

হুগলির চন্দননগরে পুজোর চল কীভাবে

ধন্য হয়েছি জন্মে এমন এক দেশে যেথায় দেবী দুর্গা আসেন আবারও জগদ্ধাত্রীর বেশে। দুর্গাপুজোর পর আবারও ঠিক দুর্গাপুজোর মতো একইরকম উৎসবের মেজাজ তৈরি হয় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। হুগলির পুরনিগম শহর চন্দননগর সেজে ওঠে জগদ্ধাত্রী পুজোর আনন্দে। কিন্তু কীভাবে হুগলির চন্দননগরে (Chandannagar) জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত ঘটেছিল?

কথিত আছে, তৎকালীন ফরাসিদের দেওয়ান ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি ছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের খুবই ঘনিষ্ঠ বন্ধু। নবাব আলিবর্দির রাজত্বকালে মহাবদজঙ্গ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করেন। নজরানা দিতে অক্ষম হলে নবাব রাজাকে বন্দি করে মুর্শিদাবাদে (মতান্তরে মুঙ্গেরে) নিয়ে যান। কারাবন্দী থাকার কারণে দুর্গাপুজো করতে পারেননি রাজা। কারাগার থেকে মুক্ত হওয়ার পর বিজয়া দশমীর দিনে নৌকায় ফেরার পথে তিনি সিংহবাহনী এক দেবীর স্বপ্নাদেশ পান। তাঁকে নির্দেশ দেওয়া হয় কার্তিক শুক্লা নবমীর সময় জগদ্ধাত্রী দেবীর পুজোর আয়োজন করার জন্য।