/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *AB de Villiers: This can be the year South Africa’s semi-final record changes* West Bengal Bangla
*AB de Villiers: This can be the year South Africa’s semi-final record changes*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 

 KKNB : South Africa and World Cup semi-finals have produced so many heartbreaking moments over the years – my hope is that 2023 will be the year that it all changes.

It is not just that we have played in four of them and lost them all, it is that on each and every occasion, the fates have conspired to make the defeats as painful as possible. 

I was too young for the 1992 and 1999 games but ask anyone about 22 off one and they will know immediately what you are referring to. 

Seven years later against the Aussies was even more painful. There is obviously the legend of the Steve Waugh jibe to Herschelle Gibbs about dropping the World Cup, but even after that defeat in the Super Six, South Africa had so many chances in the semi-final.

Watching the Allan Donald run-out does not get any easier, and we have seen a lot of it this week given that, once again, it is Australia standing in the way of a place in the final. 

The first World Cup semi-final that I played in was also against the Aussies, their all-conquering 2007 side. They had already beaten us once, but we still backed ourselves going into the game. 

The aim was to be aggressive, but after choosing to bat, Glenn McGrath tore through our top order and I fell to Shaun Tait, who was flying that day. We were 27 for five inside ten overs and never able to make it competitive. 

My final World Cup game might be the most painful of all from a personal perspective. We had got a big win over Sri Lanka in the quarter-final, a first knockout win, at long last. 

Against New Zealand, we batted well, Faf du Plessis made big runs, David Miller teed off late on, and I also got a handy score. 

We thought that defending 298 in 43 overs would be possible, and we had our chances. That day though, our fielding cost us. Grant Elliott played an incredible knock but that one still stings.

It was eight years ago, and so much has changed from a South African perspective since then. Only Quinton de Kock and David Miller remain from that team. This side, led by Temba Bavuma, looks as well-balanced as anyone in India. The top order are not just in good form, they are turning almost every start into a hundred and four different guys have tons. 

The bowling attack is also spreading around the wickets. Marco Jansen and Lungi Ngidi can take wickets with the new ball, while Kagiso Rabada and Gerald Coetzee have come on and done damage. And that is before we move onto the spin of Keshav Maharaj. If those are the five that end up playing, they will pose Australia some real threats.

Of course, Australia are always strong and they have responded really well to losing their first two matches. Not that we needed reminding, but Glenn Maxwell’s knock against Afghanistan was ridiculous. It goes without saying that South Africa cannot afford to let him get his eye in.  

The fact we got a huge win over the Aussies in the group stages should give the side confidence but this is a completely different scenario. 

We know the toss will be important. When South Africa have batted first, they have won and won big. They have topped 300 every time, and generally by a lot. Chasing has been trickier and there will certainly be a few nerves if they are not able to bat Australia out of the game by halfway.  

Still, after all the pain and heartbreak, I really feel that now is our time. This is a team that is not carrying the weight of history. There will be pressure because it is a semi-final, but there is no reason why they cannot break new ground and take the team to the big dance for the first time. I really hope they do.

 Pic Courtesy by: ICC

*CAB President today gave away certificates to the little children*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 

 Khabar kolkata : In a beautiful gesture CAB President Snehasish Ganguly today gave away certificates to the little children who carried the flags during the world cup matches at Eden Gardens. He also talked and spent some time with them and clicked pictures to encourage these young minds. CAB vice-president Amalendu Biswas was also present on the occasion.

 Pic Courtesy by: CAB .

*রাজনগরে ঐতিহাসিক গাব গাছসহ রাজানগরের সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলিকে সাজিয়ে তোলার পরিকল্পনা*


 এসবি নিউজ ব্যুরো: আজ বিরসা মুন্ডার জন্ম দিবস। তার স্মরণে এক অনুষ্ঠানে এসে জেলা শাসক বিধান রায় জানালেন, বীরভূমের রাজনগরে ঐতিহাসিক গাব গাছসহ সমস্ত নিদর্শন গুলিকে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হবে। রাজনগরের কালীদহ পুকুরপাড়ে অবস্থিত একটি গাবগাছে তৎকালীন সময়ে সাঁওতাল নেতা মঙ্গল মাঝি সহ ১২ জনকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা।এদিন ঐতিহাসিক এই গাব গাছের তলদেশে বিরসা মুন্ডার ১৪৮ তম জন্ম দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হল।

জেলাশাসক জানান,রাজনগরে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, এগুলিকে সংরক্ষণের প্রয়োজন রয়েছে । এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং একটি পরিকল্পনাও গ্রহণ করা হবে ,যাতে এইসব ঐতিহাসিক নিদর্শনগুলিকে সাজিয়ে তোলা যায়।যাতে রাজনগর একটি পর্যটন ক্ষেত্র হিসেবে পরিচিতি পায়। এবং পরবর্তী প্রজন্ম রাজনগরের ইতিহাস জানার সুযোগ পায়।

আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সহ-সভাধিপতি স্বর্ণলতা সরেন, কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি, বিডিও শুভাশিস চক্রবর্তী ,পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা পূর্ত-কর্মাধক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

*ODI ICC World Cup,2023*

Sports News 

 ODI ICC World Cup,2023

 

 1st semi-final

*আসানসোলের বিজেপি বিধায়িকার ভাইফোঁটা*


 এসবি নিউজ ব্যুরো: আসানসোলে দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ভাইফোঁটা দিলেন স্থানীয ভাইদের। এদিন তিনি আসানসোলের দক্ষিণ বিধানসভার অন্তর্গত ডাঙ্গামহিশিলা রেলওয়ে করোসিং পিতাশালবনি আদিবাসী গ্রামে ভাইফোঁটা ও বিরসামুন্ডার জন্মদিবস উপলক্ষ্যে এই গ্রামের মোড়ল ও গ্রামের ছোট ও বড়োদের কপালে ভাই ফোটা দেন।একই সাথে ছোটদের হাতে পেন্সিল ও পেন তুলে দিলেন। এছাড়াও তিনি আসানসোলের বিধায়ক কার্যালয়ে ভাইফোটার ভাইফোটা দেন দলের কর্মীদের।

*গোবর্ধন পুজোর মধ‍্য দিয়ে সূচনা হল ছট পুজোর সূচনা*


 এসবি নিউজ ব্যুরো: রাজ্যজুড়ে গোবর্ধন পুজোর মধ‍্য দিয়ে ছট পুজোর সূচনা হল বুধবার। এদিন সকালে ছট‌ ভক্ত মহিলাদের গোবর্ধন পুজোর আয়োজন করতে দেখা যায় বিভিন্ন জায়গায়। হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষদের কাছে এই পুজো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন নিয়ম মেনে তারা এই পুজোর আয়োজন করেন।

প্রতি বছরই ছট পুজোর সূচনা হয় গোবর্ধন উৎসবের মধ্য দিয়ে। এই পুজো মূলত মহিলারাই করেন। সূর্য ও গো-‌দেবতাকে স্মরণ করেন তারা। ছোলা, গুড়, মটর, বাতাসা, গোবর, প্রদীপ ইত্যাদি উপকরণ দিয়ে হয় গোবর্ধন পুজো। মহিলারা এদিন উপোস করে এই পুজো করেন। পুজো শেষে সকলে একে অপরের কপালে সিদুর পড়িয়ে দেওয়ার রীতি রয়েছে। পরিবারের মঙ্গল কামনায় এই পুজো হয়ে থাকে বলে জানান ছট ভক্তরা।

*Rohit ,"I think more about what I will do today and the future, not the past."*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 

 SBNB : The Indian team is in a great form in the current World Cup. The 'Men in Blue' have won all of their 9 matches in the league stage to reach the last four. Rohit Brigade will take on New Zealand in the first semi-final at the Wankhede Stadium on Wednesday .

India captain Rohit Sharma met the reporters on Tuesday following the rules before going down in that match. The Indian captain is reluctant to dwell on the results of the last World Cup. In his words, "I think more about what I will do today and the future, not the past."

 Pic Courtesy by: ICC

*চাঁদার জুলুম বাজি রুখতে গিয়ে মাথা ফাটলো অতিরিক্ত পুলিশ সুপারের*


 এসবি নিউজ ব্যুরো: মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি থানার আংরাভাসা এলাকায়। রাস্তার ওপরে চাঁদার জুলুমবাজি বাধা দিতে গেলে জুলুম বাজদের আক্রমণের শিকার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)। জানা যায়, রাত ১১ঃ৩০ টা নাগাদ জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি যাচ্ছি ছিলেন।সেই সময় এশিয়ান হাইওয়ে ৪৮ এর আংরাভাষা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক গাড়ি দার করিয়ে চাঁদা তুলছিল। আটকে পড়ে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও । এরপর অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তার উপরে আক্রমণ করা হয়। তা দেখে গাড়ি থেকে নেমে পড়েন অতিরিক্ত পুলিশ সুপার। সেসময় অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় পাথর ছুড়ে মারা হয় বলে অভিযোগ।ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সহ তার দেহরক্ষী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। এরপর অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়।

হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, "বেশ কিছু যুবক চাঁদা তুলছিল । এরপর দেহরক্ষী গাড়ি থেকে নামলে, তার উপরেও ঝাঁপিয়ে পড়ে ওই যুবকরা। তখন গাড়ি থেকে নামতেই তারা আমার মাথায় পাথর ছুড়ে মারে"।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

*ধুপগুড়িতে সম্প্রীতির মেলবন্ধন,ওরশ উৎসবের উপচে পড়ল মানুষের ভিড়*


 এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ধুপগুড়ির ওরশ উৎসবের উপচে পড়ল মানুষের ভিড়। হজরত মজনু শা-হের ৮১ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে ওরশ পালিত হয় প্রতি বছর।এই উৎসবকে কেন্দ্র করে বসেছিল এক দিনের মেলা।

এই উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ধর্মের মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন মাজার শরিফ প্রাঙ্গণে। প্রতি বছর এই দিনটিতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন।এমন কি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এবং ভুটান থেকেও বিভিন্ন ধর্মের মানুষ এখানে প্রার্থনা করতে আসেন। মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তারা মনোকামনা পূরণের জন্য প্রার্থনায় অংশগ্রহণ করেন।

মানুষকে হিসেবে বুন্দিয়া , কালোজিরা ও চিনির মিশ্রণে তৈরি বিশেষ প্রসাদ বিতরণ করা হয়।

ওরশ কে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল মাজার শরীফ প্রাঙ্গণে।পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার দের রাখা হয়েছিল। দুদিনের এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান এখানে। প্রার্থনা করতে আসা সাধারণ মানুষের কোন সমস্যা না হয় তার জন্য গোটা ওরশ প্রাঙ্গণ সিসি ক্যামেরায় লাগানো হয়েছে ।

ওরস কমিটির পক্ষ থেকে জানানো হয়,"প্রতি বছর এই দিনটিতে আমরা ওরশ পালন করে থাকি বাংলা মাসের ২৭ শে ই কার্তিক। এই দিনটিতে ওরশ পালিত হয় ।ওরশ কে কেন্দ্র করে দু"দিন ব্যাপী মেলা বসে মাজার শরীফ প্রাঙ্গণে। প্রচুর মানুষ এখানে ভিড় জমান।হিন্দু ,মুসলিম ,খ্রিস্টান ,বিহারি , নেপালী সহ সব ধর্মের মানুষ এখানে প্রার্থনা করতে আসেন।

*ভাইফোঁটার দিন কেমন থাকবে আবহাওয়া*

 

ভাইফোঁটায় বৃষ্টি কাঁটা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস , বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ফুঁসছে তা বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই জোর বৃষ্টিতে ভিজবে রাজ্যের উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার অর্থাৎ ভাইফোঁটার দিন থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে। বুধবার ভাইফোঁটার দিন ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

বৃষ্টির জেরে চলতি সপ্তাহে শীতের আমেজে কিছুটা বাধা পড়তে পারে। আপাতত ৪-৫ দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী সেলসিয়াস।