/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *৫০ লাখ চিঠি নিয়ে কৃষক ভবনে পৌঁছালেন অভিষেক* West Bengal Bangla
*৫০ লাখ চিঠি নিয়ে কৃষক ভবনে পৌঁছালেন অভিষেক*


বাংলার মানুষের বকেয়া টাকা দিতে কাঁধে চিঠির বস্তা নিয়ে এবার কৃষি ভবনের দিকে যাত্রা শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি কৃষক ভবনে পৌঁছে গিয়েছেন।

প্রায় দেড় কিমি রাস্তা পায়ে হেঁটে যন্তর মন্তর থেকে কৃষি ভবনে পৌছালেন তৃণমূলের প্রতিনিধি দল। প্রসঙ্গত ৫০ লাখ চিঠি নিয়ে দিল্লিতে হাজির হয়েছে বাংলার শাসকদল।

*বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন থেকে গরীব মানুষদের টাকা দেবে:অভিষেক*


দিল্লি অভিযানের শেষ দিনে বিস্ফোরক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যন্তরমন্তরের সামনের মঞ্চ থেকে আজ শেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঘাসফুল শিবিরের সেকেন্ড-ইন-কম্যান্ড। মঞ্চের সামনে কেন্দ্র সরকারকে বারংবার পাঠানো প্রাপ্য আদায়ের চিঠি জমা করে সভা শুরু করে তৃণমূল।

আজ অভিষেক রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, আগামী ৬ মাসের মধ্যে বাংলার বকেয়া অর্থ আদায় হবেই।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ তৃণমূলের প্রতিনিধি দলকে মঙ্গলবার দুপুর ১২টায় সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেই সময় বদলে দেওয়া হয়। চিঠি দিয়ে জানানো হয় মন্ত্রী থাকবেন না। তাঁর বিমান ৫টায় নামবে। তাই সন্ধ্যা ৬টায় দেখা করবেন তিনি তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে। অথচ খবর পাচ্ছি, উনি বিকেল ৪টেয় সময় দিয়েছেন শুভেন্দুকে। তা হলে বুঝুন, ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে।''

তিনি আরও বলেন, ''মানুষ ওদের ক্ষমতায় এনেছে। যা খুশি তাই করছে। রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাদের অধিকার ছিনিয়েছে ওরা। কিন্তু মনে রাখবেন, ওদের হাতে বোতাম থাকলে আপনাদের হাতেও ইভিএমের বোতাম আছে। আপনারাও এর জবাব দেবেন সেই বোতাম টিপে।''

তৃণমূলের নেতাকর্মী ছাড়াও দিল্লিতে গিয়েছেন একশো দিনের জব কার্ড হোল্ডাররা। অভিষেক আজ প্রতিশ্রুতি দেন কেন্দ্র টাকা না দিলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে এই গরীব মানুষদের টাকা মেটাবেন। আর সেই কাজ হবে আগামী ৬ মাসের মধ্যে।

শুধু তাই নয়, অভিষেকের বক্তব্যের একদম শেষে সত্যজিত্‍ রায়ের হীরক রাজার দেশের বিখ্যাত সেই স্লোগান 'দড়ি ধরে মারো টান রাজা হবে খানখান' স্লোগান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা। আবারও দিল্লি আসার আসতে পারেন জানিয়ে অভিষেক।

*বঞ্চিতদের চিঠির বান্ডিল নিজের কাঁধে তুললেন অভিষেক*


তৃণমূলের অভিযান ঘিরে নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলা হয়েছে কৃষি ভবনকে। কাঁধে চিঠির বস্তা নিয়ে এবার কৃষি ভবনের দিকে যাত্রা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। প্রায় দেড় কিমি রাস্তা পায়ে হেঁটে যন্তর মন্তর থেকে কৃষি ভবনের পথে তৃণমূলের প্রতিনিধি দল। 

অভিষেক জানান, ৫০ লাখ চিঠি নিয়ে দিল্লিতে এসেছি। সেই চিঠি নিয়ে গিয়ে মন্ত্রীর টেবিলে ফেলে আসব। সমাবেশে থেকে দলীয় সাংসদ, মন্ত্রী ও কয়েকজন বিধায়ক এবং জব কার্ড হোল্ডার-সহ ৪০জনের প্রতিনিধি দল সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে চিঠি নিয়ে দেখা করতে রওনা হন। বঞ্চিতের চিঠির বান্ডিল নিজের কাঁধে বয়ে মন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে হেঁটে রওনা দেন অভিষেক।

*England and New Zealand claim rain-affected warm-up wins*

Sports News 

 T-20 World Cup,2023 

 KKNB : England and New Zealand ensured they will both head into Thursday’s ICC Men’s Cricket World Cup 2023 opener on a victorious note with warm-up wins in matches interrupted by the weather.

Moeen Ali’s 39-ball 56 proved crucial as England overcame Bangladesh by four wickets in Guwahati, the veteran all-rounder striking six sixes to help the defending champions over the line.

New Zealand edged a similarly rain-affected game in Thiruvananthapuram, beating South Africa by seven runs via the DLS method after the Proteas’ reply was cut short by the elements.

Pic Courtesy by: ICC.

ফের শহরে ডেঙ্গিতে মৃত্যু

প্রায় প্রতিদিন মৃত্যুর খবর আসছে। এবার ডেঙ্গি প্রাণ কাড়ল পশ্চিম বড়িশার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা পরশ সাউয়ের (‌৬৩)‌। হাসপাতাল সূত্রে খবর, গত ২৯ সেপ্টেম্বর তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি মারা যান।

তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। যদিও অন্যান্য শারীরিক সমস্যাও ছিল বৃদ্ধর। এদিকে, ডেঙ্গি মোকাবিলায় যথেষ্ট তত্‍পর রাজ্য সরকার। বর্তমানে ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি করতে এবং রোগের সংক্রমণ আটকাতে একাধিক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

*রেলগাড়িতে সফর রাহুলের*

ট্রেনে সাধারণ মানুষের সঙ্গে যাত্রা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিলাসপুর থেকে রায়পুর পর্যন্ত ট্রেন যাত্রা করেন তিনি। সেই যাত্রার একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী। যেখানে ট্রেনের মধ্যে নাচ, হই-হট্টগোলে সামিল হতে দেখা গেল রাহুল গান্ধীকে।নিত্যযাত্রীদের মতোই ভিড় ঢেলে ট্রেনের কামরায় পৌঁছে যান রাহুল গান্ধী।

আমআদমির মধ্যে মিশে সুবিধা-অসুবিধা নিয়ে প্রশ্ন করেন তিনি। তিনি বলেছেন, "কোটি কোটি মানুষকে তাদের গন্তব্যে নিয়ে যাওয়া, দেশের বৈচিত্র্যের প্রতিফলন, ভারতীয় রেল সত্যিই ভারতের প্রতিচ্ছবি"।

*দিনভর মিটিং-মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৩রা সেপ্টেম্বর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ রামলীলা ময়দান থেকে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ২৫০০-৩০০০ জন জমায়েত হতে পারে। আবার বেলা ১টা নাগাদ শিয়ালদহ স্মার্ট বাজার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ২৫০-৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দুপুর ২ টো নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নিজাম রেস্টুরেন্ট পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ২৫০-৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিকেল ৫ টা নাগাদ লেনিন স্ট্যাচু থেকে শিয়ালদা স্মার্টবাজার পর্যন্ত একটি মিছিল আছে। 

 এছাড়া শহরে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

 

*৩ জেলায় জারি সর্তকতা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


আবহাওয়া দফতর সূত্রে খবর আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি করছে। নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ক্রমশ্য অগ্রসর হচ্ছ।

৩ অক্টোবর মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে জারি রয়েছে কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

রেহাই পাবেনা দক্ষিণও।কলকাতা সহ বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা রাজ্যেই আগামী ৪-৫ দিন বৃষ্টির সতর্কতা জারি থাকবে।৩ অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৩রা অক্টোবর ( মঙ্গলবার)*


মেষ রাশিফল (Tuesday, October 3, 2023)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন, এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়া তাদেরকেও পুনর্জীবিত করে তুলবে। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। দিন কে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।

প্রতিকার :- পরিবারে সবার মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য কলা গাছের শিকড় বাড়িতে ও অফিস রেখে দিন।

বৃষভ রাশিফল (Tuesday, October 3, 2023)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না, এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে।

প্রতিকার :- আর্থিক অবস্থার উন্নতির জন্য সররকম মাদক দ্রব্য থেকে দূরে থাকুন।

মিথুন রাশিফল (Tuesday, October 3, 2023)

আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন। আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাঙ্কেতিক মন্তব্য বন্ধ করে একটি ভাল অবস্থানে থাকুন। অর্থনৈতিকভাবে, আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন, আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে। যদি পুরো পরিবার অন্তর্ভুক্ত থাকে তাহলে বিনোদন মজার হয়ে উঠবে। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। দিনের পরের ভাগে আরাম করুন। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন- এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে। আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারী সম্পর্ক ব্যহত করতে পারে।

প্রতিকার :- সময়-সময়ে আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী হবে।

কর্কট রাশিফল (Tuesday, October 3, 2023)

অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন। প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয়। এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- কখনো ভ্রুন হত্যা করবেন না বা কোনো গর্ভবতী মহিলার ক্ষতি করবেন না বা এমন কারো ক্ষতি করবেন না যিনি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতি জীবনের প্রতীক, তাই নতুন কোনো জীবন সৃষ্টির সম্ভাবনাকে সন্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে।

সিংহ রাশিফল (Tuesday, October 3, 2023)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে। আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। উৎসাহময় দিন, য়েহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার/উপহার পাবেন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- নিরবিচ্ছিন্ন আর্থিক উন্নতির জন্য বিদ্যান ও বুদ্ধিমান লোকদের সন্মান ও শ্রদ্ধা করুন।

কন্যা রাশিফল (Tuesday, October 3, 2023)

আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন- অতিরিক্ত কাজে নিজেকে জড়িয়ো না- কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য দিনে আপনার সাক্ষাৎ-সূচিকে পুনরায় নির্ধারিত করুন। আপনার আজ অ্যালকোহল বা এ জাতীয় কোনও খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত, কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন-বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে। কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য ছোলা শুদ্ধু বাদাম, গোটা পিনাট, ছোলা, ঘি এইসব খাবার সেবন করুন এবং ধর্মীয় স্থলে হলুদ রঙের কাপড় দান করুন।

তুলা রাশিফল (Tuesday, October 3, 2023)

আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনি আপনার সঙ্গী কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। যারা প্রতিযোগীতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না। আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন, যদিও এটি একটি সামান্য ঘটনা হবে।

প্রতিকার :- পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়াক হবে।

বৃশ্চিক রাশিফল (Tuesday, October 3, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে- কোন বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সেইজন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে।আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে।

প্রতিকার :- সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

ধনু রাশিফল (Tuesday, October 3, 2023)

আপনার স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণের রাখা উচিত কারণ খুব বেশী আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন। আজ, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন।

প্রতিকার :- ফুল, মানি প্ল্যান্ট এবং একোরিয়াম উত্তর বা উত্তর-পশ্চিম দিশায় রাখলে গৃহে শান্তি ও সমন্বয় বজায় থাকবে।

মকর রাশিফল (Tuesday, October 3, 2023)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনার ভালোবাসার মানুষ/স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে। আজ হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে। এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে। এই পরিমানের ব্যাবসায়ীরা আজ নিজের ব্যবসা কে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজকের দিনে ‘পাগল হওয়ার’ দিন! আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন।

প্রতিকার :- ব্যবসা বা কাজে দ্রুত অগ্রগতি পেতে হলে লালচে রঙের জুতো পরুন।

কুম্ভ রাশিফল (Tuesday, October 3, 2023)

আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা আজ এড়ানো উচিত। যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল। আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।

প্রতিকার :- আর্থিক সাফল্য লাভের জন্য বাদামি বা লালচে বাদামি রঙের কুকুর লালন পালন করুন।

মীন রাশিফল (Tuesday, October 3, 2023)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যাক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। কিছু বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন। দিনটি সত্যিই রোমান্টিক। চমৎকার খাদ্য, সুবাস, সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনির সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন।

প্রতিকার :- ভগবান বিষ্ণুর আরাধনা করলে তা আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে।

*অভিষেকের বকেয়ার জবাব দিলেন অনুরাগ ঠাকুর*


১০০ দিনের টাকা এবং আবাসের বকেয়া টাকার দাবিতে, দিল্লির রাজপথে বসেছে তৃণমূল কংগ্রেস। ২ রা অক্টোবর রাজঘাটে ধরনায় বসেছিল তৃণমূলের হাইওয়েট নেত্রী বর্গ। এবার তা নেই নয়া দিল্লিতে সাংবাদিক সম্মেলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন বাংলার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

অনুরাগ বলেন,"বাংলায় সারদা নারদা নামে টাকা লুট হয়েছে। শুধু তাই নয়, আবাস যোজনাতেও দেদার লুট হয়েছে।বারবার রিপোর্ট চাও হলেও বাংলা কোন রিপোর্ট দেয়নি। "তিনি সরাসরি প্রশ্ন করেছেন, দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর আমলেই বাংলায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। শুধু তাই নয় বাংলার মতো শান্তির পীঠস্থানে হচ্ছে হামলা। " তবে অনুরাগের এই আক্রমণ নিয়ে এখন ও পর্যন্ত কোন মন্তব্যই করেনি বাংলার শাসক দল।