/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz ‘আমনে-সামনে’ কর্মসূচিতে ঐশিকার কথা শুনেই আর্থিক সাহায্য রাজ্যপালের West Bengal Bangla
‘আমনে-সামনে’ কর্মসূচিতে ঐশিকার কথা শুনেই আর্থিক সাহায্য রাজ্যপালের

পড়ুয়াদের সমস্যা এবং প্রয়োজন বুঝতেই বুধবার থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুরু করেছেন ‘আমনে-সামনে’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়ারা সরাসরি কথা বলতে পারবেন রাজ্যপাল বোসের সঙ্গে। শুক্রবার ছিল ওই কর্মসূচির দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনেই রাজভবনে পডুয়াদেপ মুখোমুখি হন রাজ্যপাল। শুক্রবার ৬জন পড়ুয়াদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। সেই পড়ুয়াদের মধ্যে ছিল অষ্টম শ্রেণির ছাত্রী ঐশিকা। রাজ্যপালের সঙ্গে কথা বলার সময় ঐশিকা জানান, তাঁর বাবা ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ অভিযানের সঙ্গে যুক্ত । মূলত এই অভিযান কন্যা সন্তানের সচেতনতার জন্যই চালান হয়। এ কথা এদিন রাজ্যপাল শুনেই ঐশিকাকে ১৫ হাজার টাকা আর্থিক অনুদান করেন। জানা গেছে, ঐশিকা এই অর্থ সচেতনতামূলক কাজে লাগানোতে ব্যবহার করবে। উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাদের ১২ ঘণ্টা আগে মেল বা ফোন করে রেজিস্টার করতে হবে। রাজভবনে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছ’টার মধ্যে ফোন করে পড়ুয়ারা রাজ্যপালের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারবেন।

দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ বেহালা

সাতসকাল থাকেই অগ্নিগর্ভ বেহালা। শুক্রবার সকালে বেহালা চৌরাস্তার সামনে লরির ধাক্কায় মৃত্যু হয় এক স্কুলছাত্র ও তাঁর বাবার। স্থানীয়দের অভিযোগ, সকাল সাড়ে ৬টা নাগাদ মাটি বোঝাই একটি লরি তীব্র গতিতে এসে ধাক্কা মারে প্রাথমিকের এক পড়ুয়া এবং তার বাবাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই খুদে পড়ুয়ার। এই ঘটনার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালা। ডায়মন্ড হারবার রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।

পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বেহালা চৌরাস্তা সংলগ্ন রাস্তায়। ওই এলাকায় অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয়রা আগুন লাগিয়ে দেয় পুলিশের ভ্যানে। বেশ কয়েকটি সরকারি বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ইতিমধ্যেই হাওড়ার জগাছার বাবলাতলায় কোনা এক্সপ্রেসওয়ে থেকে ওই লরি চালককে আটক করেছে হাওড়া ট্র্যাফিক পুলিশ। তাঁকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ভয়াবহ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বেহালায়।

মুর্শিদাবাদ নওদার কংগ্রেস প্রার্থী সহ ১৩ জন বিরোধী দলের জয়ী সদস্য পুলিশি নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ

কলকাতা: পঞ্চায়েত বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদ নওদার কংগ্রেস প্রার্থী সহ ১৩ জন বিরোধী দলের জয়ী সদস্য । এরমধ্যে বিজেপি এবং সিপিআইএম জয়ী প্রার্থীরাও রয়েছেন।অভিযোগ, তাদেরকে বোর্ড গঠনের অংশ না নিতে দিতে কিছু গুন্ডা তাদের এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে।

১০ আগস্ট সেখানে পঞ্চায়েত বোর্ড গঠন।পুলিশি নিরাপত্তায় আর্জি জানিয়ে মামলা দায়ের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।

২৮ শতাংশ জিএসটি দিতে হবে অনলাইন গেমে, জানালেন অর্থমন্ত্রী

দামি হচ্ছে অনলাইন গেমিং। ২৮ শতাংশ জিএসটির আওতায় আনা হল অনলাই গেমিংকে। অক্টোবর মাস থেকেই কার্যকর করা হবে নতুন কর। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য তাতে সম্মতি জানিয়েছে। মহারাষ্ট্র, গুজরাত, ছত্তিশগড়, বিহারও তাতে সম্মতি জানিয়েছে।অন্যদিকে গোয়া, তামিলনাড়ু, দিল্লি এবং সিকিম সরকার পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।এরপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, অনেক রাজ্য যেহেতু এই সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন সেকারণে এটি কার্যকর করার পর ৬ মাস দেখা হবে।

৬ মাস পরে আবার বিষয়টি নিয়ে পর্যালোচনা হবে। ১ অক্টোবর থেকে ক্যাসিনো, অনলাইন গেমিং, হর্স রেসিংয়ে ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।আগে কেবল ক্যাসিনো এবং হর্স রেসিংয়ের ক্ষেত্রে এগুলি কার্যকর করার কথা ভাবা হয়েছিল।

পরে সেই তালিকায় অন লাইন গেমকেও নিয়ে আসা হয়। গত কয়েক বছরে গোটা দেশে একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে অনলাইন গেমিং। সেকারণেই তাকে জিএসটির আওতায় আনার চিন্তাভাবনা।

নিয়োগের দাবিতে যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

বৃহস্পতিবার সকাল থেকেই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। সকালে সল্টলেকের এসএসসি দফতর আচার্য সদন। দুপুরে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে এবং যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে চাকরিপ্রার্থীদের আন্দোলনের জেরে কার্যত শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। ধস্তাধস্তি, ধাক্কাধাক্কিতে জড়ালেন পুলিশ এবং আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। পুলিশ এসে তাঁদের তুলে দেয়। তারপরে তাঁরা কালীঘাট অভিযানের সিদ্ধান্ত নেন। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাজরা মোড়ের কাছে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের তৎপরতায় বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসে দু'জায়গাতেই। চাকরিপ্রার্থীদের মূল অভিযোগ ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তির পর ২০১৫ সালে পরীক্ষায় বসেছিলেন এই চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হলেও তাঁরা এখনও চাকরি পাননি ।বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্টের নির্দেশেও পরেও প্যানেল প্রকাশ হয়নি। তার জেরে চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। অন্যদিকে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ২৪৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।

বাংলার শিক্ষা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন অসমে মুখ্যমন্ত্রী

এবার বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে অনেকেই অসমে চাকরি করছেন। অভিযোগ উঠছে, এঁদের মধ্যে অনেকেরই শংসাপত্র ভুয়ো। টাকার বিনিময় দেওয়া হয়েছে এগুলি। কিছু সময় ধরে এই অভিযোগ উঠতেই হাত শক্ত করেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই এই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেন।ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ভিন রাজ্যে এবার তদন্ত শুরু হওয়ায় বাংলা যে আরও অস্বস্তিতে পড়তে চলছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে,নিয়োগ দুর্নীতি মামলার জাল ছড়িয়ে গিয়েছে অনেকদূর। একবছরের বেশি সময় ধরে তদন্ত করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয় এই মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তদন্ত এগিয়ে নিয়ে যেতেই একে একে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তদন্তের অগ্রগতি নিয়ে সরব হয়েছে গোয়েন্দা সংস্থাগুলি।

আচার্য সদনের গেটের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

 বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের আচার্য সদনের গেটের সামনে এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে শুরু হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্ব বিধাননগর থানার পুলিশ। ঘণ্টাখানিকের মধ্যে পুলিশি র‌্যাফ নেমে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যায়। চাকরিপ্রার্থীদের দাবি, ১৪ হাজার ৩৩৯ শূ্ন্যপদ থাকলেও দীর্ঘ সাড়ে নয় বছর যাবৎ তাঁরা চাকরি পাননি। শুধু তাই নয় হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও এখনও পর্যন্ত প্যানেল তৈরি করা হয়নি বলে অভিযোগ করে চাকরিপ্রার্থীদের একাংশ।

তাঁদের দাবি, অবিলম্বে প্যানেল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ২৪৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। যোগ্য প্রার্থীদের নিয়োগ না হলে চাকরিপ্রার্থীরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও দাবি করেছেন। তবে দুই তরফের ধস্তাধস্তির জেরে ওই এলাকায় কিছুক্ষণের জন্য যান নিয়ন্ত্রণে অসুবিধা হয়।

*দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি লাল সর্তকতা,জেনে নিন আজকের আবহাওয়া*

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গতকালই গভীর নিম্নচাপে রূপান্তরিত রয়েছে। যার জেরে গতকাল রাজ্যের বিভিন্ন জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস দফতরের পূর্বাভাস, আজও ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার পুরুলিয়া, এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে এই দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

অন্যদিকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি হবে আজ। আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। দক্ষিণের জেলা গুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রী সেলসিয়াস।

*আজকের রাশিফল ৩ রা অগাস্ট( বৃহস্পতিবার)* মেষ রাশিফল (Thursday, August 3, 2023)

শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচী আপনাকে আরো ভালো আকারে আনতে সাহায্য করবে। আপনার পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। যদিও এই সময়ে, আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। নতুন প্রস্তাবনা লোভনীয় হবে কিন্তু কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের কাজ হবে না। আজ আপনি আপনার ফাকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না। এই কারণে আপনার বিরক্ত বোধ হবে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।

প্রতিকার :- চাকরি জীবন সক্রিয় রাখতে সূর্য রশ্মিতে লাল বা মেরুন রঙের কাঁচের বোতলে জল ভরে রাখুন। তারপর সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন।

বৃষভ রাশিফল (Thursday, August 3, 2023)

বয়স্ক ব্যাক্তিরা তাঁদের স্বাস্থ্যের যত্ন নিন। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যধিক খরচ করায় লাগাম দিন। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন। প্রেম উত্তেজনাপূর্ণ হবে- কাজেই যাঁকে আপনি ভালোবাসেন তাঁর সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।

প্রতিকার :- অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গাজল সেবন করুন।

মিথুন রাশিফল (Thursday, August 3, 2023)

প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। উৎসাহময় দিন, য়েহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার/উপহার পাবেন। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে।

প্রতিকার :- আর্থিক সমৃদ্ধির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন।

কর্কট রাশিফল (Thursday, August 3, 2023)

অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার মানসিক চাপ কমাবে। আপনার প্রণয়ীর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে।

প্রতিকার :- আপনার ভালোবাসার সঙ্গীকে মার্বেল দিয়ে তৈরি কোনো দ্রব্য উপহার দিলে আপনার প্রেম বৃদ্ধি পাবে ও তা একে ওপরের জন্য সন্তোষজনক হবে।

সিংহ রাশিফল (Thursday, August 3, 2023)

এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। বিবেচকের মত বিনিয়োগ করুন। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন। প্রেম উত্তেজনাপূর্ণ হবে- কাজেই যাঁকে আপনি ভালোবাসেন তাঁর সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন-যেহেতু আপনি কোন মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- আপনার প্রতিদিনের ডায়েটে এলাচ (বুধের প্রতিনিধি) যোগ করতে তার প্রভাবে স্বাস্থ্যের উন্নতি হবে।

কন্যা রাশিফল (Thursday, August 3, 2023)

আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :- ধন প্রাপ্তির জন্য দুধ বা জলে জাফরান দিয়ে পান করুন।

তুলা রাশিফল (Thursday, August 3, 2023)

আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে- আপনি অতীতের ঘটনা সম্পর্কে চিন্তা করতে পারেন- তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন। কারও সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আজ, আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি।

প্রতিকার :- অনেক রকম রঙের দাগ আছে শরীরে, এমন কোনো কুকুর কে পালন করলে শরীরে তার ভালো প্রভাব দেখা দেবে।

বৃশ্চিক রাশিফল (Thursday, August 3, 2023)

আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না- বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন- আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার। তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন।

প্রতিকার :- আপনার রোজকার জীবনে ক্রিম, সাদা বা প্যাস্টেল রঙের ব্যবহার বৃদ্ধি পেলে তা আপনার কর্ম জীবনে সুপ্রভাব দেবে।

ধনু রাশিফল (Thursday, August 3, 2023)

আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে- এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

প্রতিকার :- কম বয়সী কন্যাদের চকোলেট, টফি এবং স্বেত বর্ণের মিষ্টি বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

মকর রাশিফল (Thursday, August 3, 2023)

জীবন নিয়ে হেলাফেলা করবেন না, জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার। ফাটকায় লাভ আনবে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন- আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না। এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে- কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আজ, আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন, তা স্মরণ করুন এবং যেই সব নিষ্পাপ মজাগুলি আবার করুন।

প্রতিকার :- আপনার রোজকার খাদ্যাভ্যাসে সর্ষে, সূর্যমুখী তেল ও কালো ডাল বা কলাইয়ের ব্যবহার আপনার ক্যারিয়ার এর জন্য খুবই লাভ দায়ক হবে।

কুম্ভ রাশিফল (Thursday, August 3, 2023)

নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। বিদেশী দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন। আত্মীয়দের সাথে কাটানো সময় আপনার উপকারে আসবে। প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি। কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হোন। যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোস বলে মনে হয়? যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভাল জিনিস।

প্রতিকার :- দুধের প্যাকেট কোন গরিব মহিলাকে দান করলে অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী হবে।

মীন রাশিফল (Thursday, August 3, 2023)

আপনার স্বাস্হ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন। অসুস্থতা প্রতিহত করার এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ।আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে। একটি কঠিন পর্যায়ের পর, দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু সঙ্গে আপনাকে অবাক করবে। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যার্থ করতে পারেন।আপনার সেটা থেকে বাঁচা দরকার। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- গুরুজন, শিক্ষক, আচার্য্য বা বয়োজ্যেষ্ঠদের সন্মান করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।

কেন্দ্রীয় বঞ্ছনার প্রতিবাদে ৬ অগাস্ট ব্লকে ব্লকে ধর্নার ডাক মমতার


এবার কেন্দ্রীয় বঞ্ছনার প্রতিবাদে আগামী ৬ অগাস্ট রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ধর্নার ডাক দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকেই দলীয় কর্মসূচী ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। বুধবার তিনি জানান, বহু ঘোষিত ভাতা দিতে সমস্যায় পড়েছে রাজ্য, কারণ কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা মিলছে না। মিলছে না ১০০ দিনের কাজের টাকা। তাই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধর্না শুরু হবে ৬ অগাস্ট বেলা ১২টা থেকে ৪টে পর্যন্ত। তিনি বলেন,"কেন্দ্রীয় সন্ত্রাস ও সাধারণের উপর অত্যাচারের প্রতিবাদে, সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে প্রতিবাদে দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেস ধর্নায় বসবে। এটা রাজনৈতিক প্রোগ্রাম, বাংলার প্রতিটা ব্লকে ব্লকে হবে। শহর ও শহরতলির প্রতিটা ওয়ার্ডেও মিটিং মিছিল হবে।" উল্লেখ্য, ২১শে জুলাইয়ের সভা থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দু'দিন আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৫ অগস্ট ওই কর্মসূচি বাতিল করতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পরেই বুধবার, ৫ অগস্টের বদলে ৬ অগস্ট নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।