/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *কলকাতার কিছু বেআইনি নির্মান নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির* West Bengal Bangla
*কলকাতার কিছু বেআইনি নির্মান নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির*


কলকাতা: শহরের কোন বেআইনি নির্মান নিয়ে কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। শুক্রবার বেআইনি নির্মান সংক্রান্ত একটি মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি মন্তব্য করেন, গুন্ডাদের কী ভাবে শায়েস্তা করতে হয় জানা রয়েছে। বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে শুক্রবার এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘‘দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজ়ার ভাড়া করুন।’’ তিনি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মানিকতলা থানাকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার কলকাতার মানিকতলা এলাকার একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার প্রশংসা করেন। তাঁর মন্তব্য, ‘‘কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকেরা জানেন, কী ভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়।’’ তিনি এও বলেন, ‘‘পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলব না। আমি জানি তাদের কী বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়।’’ আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

*২০২২ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের*


 শিক্ষা নিয়োগের দুর্নীতির মাঝেই ২০২২ সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । শুক্রবার এই মর্মে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কুহেলি, বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ। জানা গেছে, পরবর্তী নির্দেশ না আসা অবধি এই রায় বহাল থাকবে।এই রায়ের ফলে সুপ্রিম কোর্টের প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ধাক্কা বন্ধ হয়ে গেল বলে মনে করছেন আইনজীবীরা। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, ২০২০-২২ শিক্ষা বর্ষের প্রশিক্ষণরতরা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

সেই বিষয়ে আগামী দিনে বিচার করা হবে বলে জানা গেছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে।

 এরফলে অনিদিস্ট কালের মত স্থগিত হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া । এখন প্রশিক্ষণরতদের কি টেট পরীক্ষায় বসতে দেওয়া পারবে কিনা তা নিয়ে শুরু হয়েছে সংশয়।

পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা


কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। মথুরাপুর ১নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেছেন তিনি। তাঁর অভিযোগ, সেখানে বোর্ড গঠনের প্রস্তুতি নিয়েছিল নির্দল জয়ী প্রার্থীরা এবং সিপিআইএম জয়ী প্রার্থীরা।অভিযোগ একদল দুষ্কৃতি প্রকাশ্যে তিনজন নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করেছে।কলকাতা পিয়ারলেস হাসপাতালের সামনে ওই তিন নির্দল জয়ী প্রার্থী ও সিপিআইএম ৪ জয়ী প্রার্থীরা জড়ো হয়। সেই সময় ৪টি গাড়িতে দুষ্কৃতীর দল এসে ওই তিনজন নির্দল জয়ী প্রার্থীদের অপহরণ করে। এবার তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন কান্তি। তাঁর আরো অভিযোগ, এদিন সকালে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে গেলে তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি।সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। অপহরণের ঘটনায় পুলিশ পদক্ষেপ গ্রহণ না করায় পুলিশের বিরুদ্ধে কান্তি অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন। আগামী সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হতে পারে আবেদনটির।

*পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা*

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহার করতে ইডি-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের শীর্ষ আদালতে সস্ত্রীক অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার মামলার শুনানির সময় তাদের বিরুদ্ধে লুকআউট সার্কুলারের নির্দেশ দিয়েছিল ইডি। সেই সময়, সুপ্রিম কোর্ট জানান বিদেশ যাওয়ার এক সপ্তাহ আগে ইডিকে জানালেই হবে এরজন্য লুকআউট সার্কুলারের কোন প্রয়োজন নেই। শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসন কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি হয়।উল্লেখ্য, গত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো উচিত হবে না বলে ইডিকে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে কেন, তা ইডির কাছে জানতে চায় শীর্ষ আদালত। শুক্রবার ইডিকে এই বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দেয় আদালত। অন্যদিকে এই মুহূর্তে অভিষেক চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন। এই বিদেশযাত্রা নিয়ে তিনি ইডি এবং আদালতকে আগে থেকে জানিয়েছিলেন। আর তার পরিপ্রেক্ষিতেই এবার বড় স্বস্তি মিলল তাঁর।

হাইকোর্টের দ্বারস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু

কলকাতা: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শুক্রবার অন্তর্বর্তী জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সুজয়কৃষ্ণ ভদ্রের দাবি, তাঁর বাইপাস সার্জারির প্রয়োজন রয়েছে। কিন্তু তাঁকে তাঁর পছন্দের হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ দেয়নি নিম্ন আদালত। শুক্রবার অন্তর্বর্তী জামিন চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আর্জি জানালেন তিনি।

এর আগে বৃহস্পতিবার নিম্ন আদালতে এই একই আবেদন জানিয়েছিলেন সুজয় বাবু। তবে বৃহস্পতিবার তাঁর আর্জি খারিজ করে দেন নিম্নআদালতের বিচারক।আজই তাঁর আবেদনের দ্রুত শুনানি চেয়েছিলেন তিনি। কিন্তু আদালত মামলা দায়ের করে আসতে বলে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

শনিবার মণিপুরে যাচ্ছে টিম 'ইন্ডিয়া'

শনিবার মণিপুরের উদ্দেশ্যে রওনা দেবে ইন্ডিয়া জোটের সংসদীয় প্রতিনিধি দল। রবিবার পর্যন্ত সেই রাজ্যে থেকে প্রায় সব পক্ষের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। বিরোধী জোটের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।সব দলের ১-২ জন করে প্রতিনিধি থাকবে। জানা গেছে, তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব।

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা মণিকম টেগোর বলেন, “আগামী শনিবার এবং রবিবার দু’দিনের সফরে যাচ্ছেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা।”প্রসঙ্গত, গত মে মাসে মণিপুরে হিংসা ছড়িয়ে পড়ার পর এই প্রথম বিরোধী দলগুলি সম্মিলিত ভাবে প্রতিনিধি পাঠাতে চলেছে সেখানে। এর আগে সে রাজ্যে গিয়ে একাধিক পক্ষের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আলাদা করে মণিপুরে প্রতিনিধিদল পাঠিয়েছে তৃণমূল এবং বামেরাও।

অন্যদিকে মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধী সাংসদদের বিক্ষোভে বাদল অধিবেশনের গোড়ার দিন থেকেই উত্তাল থেকেছে রাজ্যসভা এবং লোকসভা। অন্যদিকে মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধী সাংসদদের বিক্ষোভে বাদল অধিবেশনের গোড়ার দিন থেকেই উত্তাল থেকেছে রাজ্যসভা এবং লোকসভা।

*আজকের রাশিফল ২৮শে জুলাই ( শুক্রবার)*


মেষ রাশিফল (Friday, July 28, 2023)



আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। অধস্ত্বন বা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে। আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ,সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না। আজ, আপনি আপনার জীবন সঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন।



প্রতিকার :- ধন প্রাপ্তির জন্য দুধ বা জলে জাফরান দিয়ে পান করুন।



বৃষভ রাশিফল (Friday, July 28, 2023)



শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন। ভাষণ এবং বৈঠক, যাতে আপনি আজ উপস্থিত থাকবেন, তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামালাতে সমর্থ হবেন।



প্রতিকার :- আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান।



মিথুন রাশিফল (Friday, July 28, 2023)



জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন– এতে আপনার মন ভালো থাকবে। যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনও পরামর্শ নিতে পারেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখও বয়ে আনে। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যার্থ করতে পারেন।আপনার সেটা থেকে বাঁচা দরকার। একজন আত্মীয়, বন্ধু, বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে।



প্রতিকার :- প্রেম জীবনের বাধা কাটাতে অন্ধ ব্যাক্তিদের সাথে খাবার ভাগ করে খান।



কর্কট রাশিফল (Friday, July 28, 2023)



আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টি গোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরষ্কার নিয়ে আস্তে পারে। আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান- আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না। আজকে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদের কে সমস্যার সম্মুখীন হতে পারে। আজকে আপনি না চাইতেউ কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়ারের থেকে বোকা খেতেও হতে পারে।ব্যাবসার জন্য আজকের দিনটি সাধারণ বলে আশা করা যায়। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুল ভাবে প্রকাশ করতে করতে পারেন।



প্রতিকার :- মসৃণভাবে প্রেম জীবন চলার জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করে সাদা ফুল উপহার দিন।



সিংহ রাশিফল (Friday, July 28, 2023)



টাকাপয়সার অবস্থা এবং আর্থিক সমস্যা যেমন করেই হোক এক উত্তেজনার উত্স । অর্থ-সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী / স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এস / তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। নাতিনাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি দৃ .় এবং সমৃদ্ধ থাকে, তবে কোনও তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যহত করছিল। কিন্তু আজ, সব অভিযোগ বিলীন হয়ে যাবে।



প্রতিকার :- তেঁতুল গাছকে রোজ জল দিলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।



কন্যা রাশিফল (Friday, July 28, 2023)



চাপ মুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটান। আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন। যেহেতু তারা এই পৃথিবীর সবথেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্বস্বরূপ। আপনি নিজেই সতেজ অনুভব করবেন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। পরিবারে এক নতুন সদস্যের আগমনবার্তা আপনাকে মুগ্ধ করতে পারে। একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকার আনন্দ ভাগ করে নিন। আপনার প্রণয়ীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরী হয়ে যাবে। দায়িত্বগ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে।



প্রতিকার :- দূর্গা চল্লিশা ও দূর্গা মন্ত্র জপ করলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।



তুলা রাশিফল (Friday, July 28, 2023)



স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং, আপনার অর্থ নিরাপদ রাখুন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না– অধস্তনদের বক্তব্যও শুনুন। নিজের সময়ের গুরুত্ব বুঝুন,সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল। এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।



প্রতিকার :- ভগবান ভৈরবের পূজা ও আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে।



বৃশ্চিক রাশিফল (Friday, July 28, 2023)



কোন ঝগড়াটে ব্যক্তির সাথে বিবাদ আপনার মেজাজ খারাপ করতে পারে। বিবেচক হোন এবং যদি পারেন তাহলে এটি এড়িয়ে যান, য়েহেতু সংঘর্ষ এবং অতিরিক্ত উত্তেজনা কখনোই আপনাকে সাহায্য করবে না। আপনার পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। যদিও এই সময়ে, আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত। আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন- কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন। কাজের ধীরগতি সামান্য চাপ আনবে। আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।



প্রতিকার :- সন্যাসী দের খাদ্য দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেবে।



ধনু রাশিফল (Friday, July 28, 2023)



আপনি ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে। আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন। ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরী করুন যা দিয়ে আপনার পরিবারের লাভ হয়। আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালবাসবে। যদি আপনি মন উন্মুক্ত রাখেন তাহলে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে। আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।



প্রতিকার :- সকালে উঠে ‘ওম হুম হনুমতে নমঃ’ ১১বার উচ্চারণ করলে আর্থিক অবস্থা ভালো থাকবে।



মকর রাশিফল (Friday, July 28, 2023)



আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। আপনি আপনার সঙ্গী কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভাল করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে। আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নিবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন।



প্রতিকার :- কোন কাজে বাইরে যাবার সময় কপালে লাল তিলক লাগিয়ে গেলে আর্থিক দিক মজবুত হবে।



কুম্ভ রাশিফল (Friday, July 28, 2023)



স্বাস্হ্য সুন্দর থাকবে। কোন দীর্ঘ-স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। যদি আজকে আপনি কোন ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পাবেন- যা আপনার বহুদিন পূর্বে শুরু করা উচিত ছিল। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামালাতে সমর্থ হবেন।



প্রতিকার :- আপনার পিতামহ ও পিতামহীর সন্মান ও সেবা করলে ও অন্যান্য বয়োজ্যেষ্ঠদের সেবা করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে।



মীন রাশিফল (Friday, July 28, 2023)



ধ্যান পরিত্রাণ আনবে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। সুন্দর মানসিক অবস্থা অফিসে আপনার মেজাজ প্রফুল্ল রাখবে। ভবিষ্যৎ সম্ভাবনার জন্য আপনাকে নতুন যোগাযোগ বানাতে হবে। তারা পরিণামে আপনাকে পেশার উন্নতিসাধনে সাহায্য করবে। আজকে সময়ের সোন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হটাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। আজকের দিনে ‘পাগল হওয়ার’ দিন! আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন।



প্রতিকার :- একটি কালো ঘোড়ার খুরের তৈরি রিং পড়লে আপনার স্বাস্থ্যের ওপর তার হলো প্রভাব পরবে।




*কাল মেঘে ঢাকছে আকাশ, ধেয়ে আসছে বৃষ্টি, জেনে নিন আজকের আবহাওয়া*


একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দেশের বিভিন্ন এলাকা জলবন্দী। মাত্রারিক্তভাবে জল বেড়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। তবে এই বছর গোটা দেশে সমানভাবে কিন্তু বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হয়েছে।বর্ষার শেষ লগ্নেও বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায়। এই আবহেই হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা বুলেটিনে বলা হয়েছে, একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।এই নিম্নচাপটি ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে।

অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হবে এই নিম্নচাপটি। হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মহানগরী সহ পূর্ব মেদিনীপুর , হাওড়া , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ , নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রী সেলসিয়াস। 

*ডেঙ্গু মোকাবিলায় কলকাতার মেয়রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে : বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী*


বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি। সেই অনুষ্ঠানে বাংলাদেশের ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশের মন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'ঢাকা উত্তরের মেয়র যোগাযোগ করেছেন কলকাতার মেয়রের সঙ্গে ডেঙ্গি মোকাবিলার জন্য, এটা অত্যন্ত সদর্থক দিক।কলকাতায় আপনারা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছেন সেখান থেকেই সহযোগিতা পাওয়া এটাই তো বিদেশের সঙ্গে সমঝোতা। আমি আশা করছি করোনা মহামারীর মতো ডেঙ্গু মোকাবিলা সফলভাবে করতে পারবো।' উল্লেখ্য, কলকাতার মতো ঢাকায়ও গত শতকের নব্বইয়ের দশকের শেষ দিকে ডেঙ্গু বাড়তে শুরু করে। চলতি বছরের প্রথম ছয় মাসে ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় যত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বা মারা গেছেন, দেশের ইতিহাসে তা সর্বোচ্চ। গত বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ২৭ হাজার ৫৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট মারা গেছেন ১৪৬ জন। চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।

मणिपुर के साथ "भारत"!

आज, "भारत के सांसदों" ने मणिपुर के लोगों के साथ एकजुटता व्यक्त करने और उन पर हो रहे अत्याचारों के विरोध में काले कपड़े पहने, जबकि प्रधानमंत्री चुप रहे।

फोटो: एआईटीसी.