*নিয়োগ দুর্নীতি কান্ডে সুপ্রিমকোর্টে ধাক্কা অভিষেকের*
নিয়োগ দুর্নীতি মামলায় আইনি রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর পাশাপাশি এবার ইডিও জেরা করতে পারবে অভিষেক বন্দ্যাপাধ্যায়কে, সাফ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।সেইসঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ ছিল হাই কোর্টের, তা সোমবার বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।
গত ৮ জুন নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেককে তলব করে ইডি। ১৩ জুন হাজিরা দিতে বলা হয় তাঁকে। কিন্তু ইডির তলবে হাজিরা দেননি অভিষেক। তবে তার আগে থেকেই রক্ষাকবচ চেয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলার রায়ে অভিষেককে ইডি জেরা করতে পারবে বলে জানান বিচারপতি সিনহা। এর পর সুপ্রিম কোর্টে রায়কে চ্যালেঞ্জ করেন অভিষেক। সোমবার হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ কলকাতার শহিদ মিনারে ছাত্র এবং যুব তৃণমূলের এক সমাবেশে অভিষেক দাবি করেছিলেন, মদন মিত্র এবং কুণাল ঘোষের মতো নেতারা যখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে ছিলেন, তখন তাঁদের অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে, তার পর দিনই কুন্তলকে আদালতে পেশ করা হয় এবং আদালতে ঢোকার মুখে কুন্তল দাবি করেন, নিয়োগ মামলায় অভিষেকের নাম বলানোর চেষ্টা হচ্ছে তাঁকে দিয়ে। সিবিআই এবং ইডি তাঁর উপর এর জন্য ‘চাপ’ সৃষ্টি করছে বলে থানায় চিঠি ও দিয়েছিলেন কুন্তল। এই চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের একই ধরনের দাবি কাকতালীয় হতে পারে না। এই মামলায় তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি বলেছিলেন, দরকারে অভিষেককেও জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। পরে অবশ্য ঘটনাক্রমে সেই মামলার এজলাস নদল হয়েছে যায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কাছে। তিনিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই রাখেন। সাথেই অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও নির্দেশ দেন। এরপরই এই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংসদ। আজ সেই মামলার শুনানিতেই বড় রায় দিল শীর্ষ আদালত।
Jul 10 2023, 17:32