*রাজ্যসভায় ভোটার তালিকা প্রকাশ তৃণমূলের*
পঞ্চায়েত ভোটের মাঝেই বিরাট ঘোষণা করল তৃণমূল। আগামী রাজ্যসভা নির্বাচনে ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দু শেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বারাইক এবং সাকেত গোখলেকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে তৃণমূল। আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। জুলাই ও অগস্ট মাসেই রাজ্যসভার একাধিক পদ ফাঁকা হচ্ছে। গুজরাট, গোয়া ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি সংখ্যক আসন ফাঁকা হচ্ছে রাজ্যসভায়। এই আসনগুলিতেই আগামী ২৪ জুলাই নির্বাচন হতে চলেছে। আজ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে, আগামী ১৩ জুলাই অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে।আগামী ১৮ অগস্ট রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী ও সুখেন্দু শেখর রায় অবসর নিতে চলেছেন। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন ও সুখেন্দু শেখর রায়কে পুনরায় প্রার্থী করা হলেও, বাদ পড়েছেন সুস্মিতা দেব, প্রদীপ ভট্টাচার্য ও শান্তা ছেত্রী।
ইতিমধ্যেই তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, 'আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাই ও সাকেত গোখলের নাম নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁরা যেন জনগণের সেবা করার জন্য তাঁদের নিবেদনে অটল থাকেন এবং তৃণমূলের অদম্য চেতনার স্থায়ী উত্তরাধিকার এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের পক্ষে সওয়াল করেন। আমরা সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।'
Jul 10 2023, 14:48