*নির্দল প্রার্থী আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আবারো আক্রান্ত শাসক দলের প্রার্থীর অনুগামীরা*
নদীয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত ভোলাডাঙ্গা মাঝের পাড়ায়, নির্দল প্রার্থী খবির শেখের বিরুদ্ধে অভিযোগ তার লোকজন শাসক দল তৃণমূলের দুই প্রার্থীর ঘনিষ্ঠদের ভোট না দিতে দেওয়ার। ওই নির্দল প্রার্থীর কর্মী সমর্থকরা নাকি ভোটকেন্দ্রে ঘরের মধ্যে নিজেদের লোকজন নিয়ে বুথজ্যাম করার চেষ্টা করছিলো। তৃণমূল প্রার্থীর প্রতিবাদ করলে বাধে বচসা এবং তা থেকেই, কোপাকুপি।
ধারালো অস্ত্র রড শাবল দিয়ে, কেন্দ্রের সামনেই রণক্ষেত্রে পরিণত হয়। কেন্দ্রীয় বাহিনী না থাকা, এবং রাজ্য পুলিশের স্বল্প সংখ্যক পুলিশ এবং সিভিক মজুদ থাকার কারণে কিছুক্ষণ বাদে পুলিশ বাহিনী নিয়ে ঢোকে তারা, এরপর দুই অশান্তিকারীরা পালিয়ে যায়।
তবে নির্দলের পক্ষ থেকে সাত আট জনকে মারা হয়েছে যার মধ্যে চারজন গুরুতর আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হতে এলে, তাদের মধ্য থেকে দুজনকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে নির্দল প্রার্থীর পক্ষেও দুজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী মজুদ হওয়ার পর এখন চলছে স্বাভাবিকভাবে।
Jul 08 2023, 13:33