নির্বাচনের ১০ দিনের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের
পঞ্চায়েত নির্বাচনের দিন এবং ফলাফলের পরেও রাজ্যে ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ কমিশনকে এই নির্দেশ দেয়, যাতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।প্রধান বিচারপতি এদিনের নির্দেশে আরও জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে ৪৪ হাজারের মতো পোলিং স্টেশন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর অ্যাকটিভ ফোর্স যদি ৬০ হাজারের বেশি হয়, তাহলে প্রতিটি পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী মজুত করতে হবে। পারলে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে।
বাংলায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই হিংসার ঘটনা ঘটে । তবে নির্বাচনে এই হিংসা নতুন নয়। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের বা একুশ সালে বিধানসভা ভোটের পর বিক্ষিপ্ত ভাবে হিংসার ঘটনা ঘটেছে।
বর্তমানে সেই হিংসার ঘটনা নিয়ে তদন্ত করতে সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাই কোর্ট। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের ফলগণনা শুরু হবে আগামী ১১ জুলাই। সে ক্ষেত্রে ১১ জুলাইয়ের পর আরও ১০ দিন বাহিনী মোতায়েন রাখতে হবে জানিয়ে দিয়েছে আদালত। পাশাপাশি পঞ্চায়েত ভোট দিতে ব্যবহার হবে যে ব্যালট বাক্স তার নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
Jul 06 2023, 17:43