/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ, এলাকায় চাঞ্চল্য* West Bengal Bangla
*এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ, এলাকায় চাঞ্চল্য*

  বাঁকুড়াঃ পঞ্চায়েত ভোটের ঠিক পূর্ব মুহূর্তেই অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো কোতুলপুরের কামারবেড়িয়া গ্রামে। বুধবার রাতের এই ঘটনায় আতঙ্কের ছাপ ঐ এলাকার মানুষের চোখে মুখে।

  স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ মল্লিক বলেন, রাত প্রায় দু'টা তিরিশ-পঁয়ত্রিশ নাগাদ দরজা খুলে বাড়ির বাইরে বেরোতে গেলে ঐ প্রাণীটি আমাকে আক্রমণের চেষ্টা করে। এই ঘটনার পর সারা রাত আতঙ্কে থাকি। এলাকায় ঐ প্রাণীর পায়ের ছাপ থেকে বাঘ বলেই তাঁরা মনে করছেন বলে তিনি দাবি করেন।

  গ্রামবাসী মঙ্গল ভুঁই বলেন, আমার দীর্ঘ জীবনে এই ধরণের ঘটনা দেখিনি। পায়ের ছাপ দেখে আমি নিশ্চিত এগুলো বাঘেরই পায়ের ছাপ। এই ঘটনার পর তাঁরা প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কিত বলে তিনি দাবি করেন।

  বনদপ্তরের জয়পুর রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক সহদেব মুড়া বলেন, খবর পেয়েই ঐ গ্রামে আমাদের কর্মীরা গেছেন। আজ আবারো অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গেলে খাঁচা পাতার ব্যবস্থা তারা করবেন বলে তিনি জানান।

*ভোট হিংসা মীমাংসায় কমিশনার ব্যর্থঃ রাজ্যপাল*


আর মাত্র ৪৮ঘণ্টা তারপরেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের আগেই বৃহস্পতিবার ফের রাজ্যের নির্বাচন কমিশনারকে কটাক্ষ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার পিস কনফারেন্সের আয়োজন করেছিলেন রাজ্যপাল । সেখানেই রাজ্যপাল তুলোধনা করেন রাজ্য নির্বাচন কমিশনারকে। চরম ভর্ৎসনা করে রাজ্যপাল বলেন,'‌আপনি আপনার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

আগুন ও রক্ত নিয়ে রীতিমতো খেলা চলছে। এত হিংসার জন্য দায় কার? আমি দেখেছি সন্তান হারানো মায়ের চোখের। পঞ্চায়েত নির্বাচনের হিংসায় ঘাতক কে? হিংসার ছবি দেখে আমি উদ্বিগ্ন। রক্ত নিয়ে এই খেলা বন্ধ করতেই হবে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে খুন করা হয়েছে।'‌ কমিশনার রাজীব সিনহাকে রাজ্যপাল নির্দেশ দেন,'গ্রাউন্ড জিরো রাজ্য নির্বাচন কমিশনার হন। মানুষের হৃদয় ভেঙে গিয়েছে। মানুষ বলছে, তাঁদের প্রিয়জনের জীবন ফেরাতে।'

বস্তুত, নিজেকে ‘গ্রাউন্ড জিরো রাজ্যপাল’ হিসাবে তুলে ধরেছিলেন বোস। সেই মতো হিংসাদীর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। তবে নির্বাচনের মাত্র ১ দিন আগে নির্বাচন কমিশনারকে নিয়ে রাজ্যপালের এই মন্তব্যকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

বোমা বাঁধতে গিয়ে প্রাণ হারাল যুবক, শুরু তদন্ত





পঞ্চায়েত নির্বাচনের আগে বৃহস্পতিবার ফের প্রাণহানির ঘটনা ঘটে ।বৃহস্পতিবার বোমা বাঁধতে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙার ভাবতা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায় । পুলিশ সুত্রে জানা গেছে, মৃত যুবকের নাম কামাল শেখ। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার মশলা এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মহেশপুর মোড় থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাস্তার পাশে কামালের দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ দেখে তাঁর পরিবারের সদস্যদের অনুমান, বোমা বিস্ফোরণেই মৃত্যু হয়েছে কামালের। ইতিমধ্যেই মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এরআগে গত ২৪ জুন শনিবার বেলডাঙারই মঝঝমপুর-বাগানপাড়া এলাকায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় আলিম বিশ্বাস নামে স্থানীয় এক বাসিন্দার। নির্বাচনের আগে এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা । ইতিমধ্যেই এই ঘটনার জেরে পুলিশ তদন্ত শুরু করেছে ।

*প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, জেনে নিন আজকের আবহাওয়া*

বর্ষা রাজ্যে প্রবেশ করলেও এখনও এখনও ভাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারও তেমনই থাকবে আবহাওয়া। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। গত কয়েকদিন ধরেই ফের চড়ছে শহর কলকাতার তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তি ফিরছে না। বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

তবে এদিন কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত। এই জেলাগুলি হল- উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। একদিকে যখন দক্ষিণবঙ্গে সেভাবে সক্রিয় নয় মৌসুমী বায়ু সেই সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

*আজকের রাশিফল ৬ই জুলাই ( বৃহস্পতিবার)*


মেষ: পারিবারিক কোনও উদ্যোগ শুরু করার জন্য আজকে দিনটি শুভ। আপনার ভাইবোনদের সাথে বিবাদের সমাধান করবেন। একটি ছোট ব্যবসা বা কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের পরিকল্পনা করবেন, যা অদূর ভবিষ্যতে কার্যকর হতে পারেl

বৃষ: ব্যবসায়ীদের জন্য লাভজনক দিনটি। আপনি আপনার দৈনন্দিন রুটিনে বাধার সম্মুখীন হবেন। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়াতে চেষ্টা করুন।

মিথুন: ধ্যান আপনাকে জীবনীশক্তি, শান্তি এবং অভ্যন্তরীণ শক্তি দিতে পারে। আপনি অফিসে এবং বাড়িতে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে সক্ষম হবেনl

কর্কট: আজ ভালো অর্থ উপার্জন হবে। আপনি মানসিকভাবে খুশি হবেন এবং আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী হবেন, যা আপনার আত্মসম্মান এবং খ্যাতি বৃদ্ধি করবেl

সিংহ: জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি অনিদ্রায় ভুগবেন। মানসিকভাবে বিপর্যস্ত ও হতাশ হতে পারেন। যোগাযোগ দক্ষতার সাহায্যে আপনি অনেক সমস্যার সমাধান করতে সক্ষম হবেনl

কন্যা: কাজের জায়গায় কোনও ঝুঁকি নেবেন না। আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যা অদূর ভবিষ্যতে আপনাকে আর্থিক সুবিধা দিতে পারে। আপনি আপনার কাজ এবং ব্যবসায় নতুন ধারণা প্রয়োগ করতে সক্ষম হবেন।

তুলা: সাবধানতার সাথে পদক্ষেপ নিন। এটি আপনার বিলম্বিত প্রকল্পগুলি শুরু করার সঠিক সময়। আপনার কঠোর পরিশ্রমের জন্য কিছু পুরস্কার পেতে পারেনl

বৃশ্চিক: আজ প্রেম আনন্দদায়ক হবে। কর্ম এবং ব্যবসায় বৃদ্ধির ক্ষেত্রে আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রাখবেন। আপনার পরিচিতরা সফলভাবে আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে সাহায্য করতে পারে।

ধনু: অর্থনৈতিক সুবিধা পেতে পারেন। আপনি পারিবারিক ও ব্যবসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। আপনি আপনার চারপাশে মানসিক শান্তি এবং সুখ আশা করবেন। আপনি সুস্থ বোধ করবেনl

মকর: পরোপকারের ফলে মানসিক শান্তি পাবেন। চলমান প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে। আপনাকে অপ্রয়োজনীয় বিতর্ক এড়াতে হবে, অন্যথায় এটি আপনাকে নেতিবাচক দিকে টেনে আনবে।

কুম্ভ: অহংকার সরিয়ে রেখে সিদ্ধান্ত নিন। পরিবার এবং সন্তানদের নিয়ে ব্যস্ত থাকবেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি মেধার পরিচয় দেবেন। আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, আপনার চারপাশের মানুষের সাথে আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলবেl

মীন: কর্মক্ষেত্রে লাভবান হতে পারেন। আপনার পুরনো স্বাস্থ্য সমস্যা আজ সমাধান হবে। আপনার প্রতিপক্ষ এবং লুকোনো শত্রুদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আইনি বিষয়ে আপনি বিজয়ীর অবস্থানে থাকতে পারেনl

ইডির ডাক এড়িয়ে ভোট প্রচারে সায়নী


বুধবার ইডির দ্বিতীয় দফার ডাকে হাজিরা এড়িয়েছেন সায়নী ঘোষ। ইডি দফতরে না গেলেও বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূলের ভোটপ্রচারে দেখা গিয়েছে সায়নীকে। ভোটপ্রচারে গিয়ে তৃণমূলের যুবনেত্রী বলেন, 'ইডিকে নথি পাঠিয়ে দিয়েছি। বলেছি প্রয়োজনে ভার্চুয়ালি যোগ দেব। কিন্তু ভোটের মাত্র দু’দিন বাকি। দলের যুব সভানেত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। ১১ তারিখের পর, যত বার ডাকবে, তত বার যাব।'

বুধবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন, সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত। ভোট মিটলে সায়নী ইডি দফতরে যাবেন বলে দাবি করেন কুণাল। বলেন, যেতে না পারার কারণ জানিয়ে সায়নী ইতিমধ্যেই চিঠি দিয়েছেন ইডিকে। যদিও ইডি সূত্রে জানা যায়, সকাল ১১টা পর্যন্ত তারা এমন কোনও চিঠি হাতে পায়নি তারা।

বুধবার ইডির দফতরে সায়নীর না যাওয়া নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, 'সায়নী ঘোষকে গ্রেফতারের সাফিশিয়েন্ট মেটেরিয়ালস রয়েছে ওদের কাছে, আজ যারা সায়নী কে ডেকেছিলেন তাদের কে বলছি এই সমস্ত লোকেদের কে ছেড়ে দেওয়া উচিত হচ্ছে নি।'

অধীরের দফা বাড়ানোর আর্জি খারিজ হাইকোর্টের


বুধবার পঞ্চায়েত নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর দফা বাড়ানোর আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞাননের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত আগেই এমন আবেদন সংক্রান্ত মামলার নির্দেশ দেওয়া হয়েছিল। সে ব্যাপারে মামলাকারী অবগত ছিলেন। তারপরেও এমন মামলা করলেন কেন, সেই প্রশ্ন উঠতেই অধীরের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানান হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভোটের দফা বৃদ্ধি করার প্রয়োজন নেই।ভোট একদফাতেই সম্পন্ন হবে।তাই অধীরের আবেদনটিরও আপাতত গুরুত্ব থাকছে না।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে হাই কোর্টের নির্দেশে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রের তরফে প্রথম দফায় ২২ কোম্পানি, দ্বিতীয় দফায় ৩৩৭ কোম্পানি এবং তৃতীয় দফায় আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো হয়।

প্রচারের কারণে ইডির দফতরে হাজিরা এড়ালেন সায়নী


বুধবার ইডির দফতরে হাজিরা দিতে যাচ্ছেন না সায়নী ঘোষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একথা জানান। তিনি দাবি করেন, পঞ্চায়েত ভোটের প্রচারে আজ গলসিতে যাবেন সায়নী। ভোট মিটলে ইডির দফতরে যাবেন সায়নী বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র। ইতিমধ্যেই ইডির দফতরে না যাওয়ার কারণ জানিয়ে সায়নী চিঠি দিয়েছেন ইডিকে।নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সায়নীকে ডেকে পাঠিয়েছিল ইডি।

সিজিও কমপ্লেক্সে নির্দিষ্ট সময়েই হাজিরা দেন সায়নী। দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করেছিলেন বলে ইডি দপ্তর থেকে বেরিয়ে দাবি করেন সায়নী। এরপরই বুধবার অর্থাৎ ৫ জুলাই ফের তাঁকে ইডি দপ্তরে আসতে বলা হয়। সঙ্গে বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু এদিন তিনি হাজিরা দিচ্ছেন না।

তাই সায়নী জানান, তাঁর আইনজীবীর হাত দিয়ে ৫৩০ পাতার নথি তিনি পৌঁছে দেবেন ইডির হাতে। পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতাও করবেন বলে আশ্বাস দেন। তবে আপাতত নির্বাচন নিয়ে ব্যস্ততা রয়েছে তাঁর। তাই ভোট মিটলে আবার যদি তাঁকে তলব করা হয়, তবে তিনি নিশ্চিত ভাবেই পৌঁছে যাবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

*ফের জেলায় জেলায় জারি কমলা সতর্কতা! জেনে নিন আজকের আবহাওয়া*


গত সপ্তাহে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি সপ্তাহেও সেই ধারা বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের ওপরের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।

উত্তরের এই তিন জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার। অন্যদিকে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গাতে আগামী দুই দিনে ভারী বৃষ্টি হতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.১ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৫ই জুলাই ( বুধবার)*


মেষ: বাইরে থেকে আসা কোনও ব্যক্তির কথায় কান দেবেন না। অন্যথায় পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক জীবনে নিজের আবেগ সামলে রাখুন। স্ত্রীয়ের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

বৃষ: আজ শরীরের যত্ন নিন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। অকারণ দুশ্চিন্তা আপনার শরীর খারাপ করতে পারে। তাই প্রতিকূল পরিস্থিতি হলেও মনে তার কোনও প্রভাব পড়তে দেবেননা।

মিথুন: পরিবারের সাথে যথাসম্ভব সময় কাটান। তাদের চাওয়াপাওয়া গুলিকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে এবং ব্যবসায় নিজের পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগ পাবেন। এর ফলে আপনি ব্যস্ত থাকবেন। সকলের সহযোগিতায় সাফল্য আসবে।

কর্কট: কোনও শারীরিক সমস্যায় ভুগতে পারেন। নিজেকে আরও সুস্থ করে তুলতে হবে। গুরুজনদের আশীর্বাদ আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। টাকা ধার করার পরিস্থিতি তৈরি হতে পারে।

সিংহ: আপনার দামি জিনিস গুলিকে সাবধানে রাখা দরকার। অসাবধানতায় তা হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে। অসুস্থতা কাটিয়ে উঠবেন। নতুন উদ্যমে কাজ শুরু করুন। ব্যবসায়িক লাভের ফলে সঞ্চয় বাড়বে।

কন্যা: যেকোনো রকম নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাজের চাপ অত্যন্ত বেড়ে যাবে। ফলে ক্লান্তিবোধ করবেন। গুরুজনদের আশীর্বাদ আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। টাকা ধার করার পরিস্থিতি তৈরি হতে পারে।

তুলা: আপনার অলসতার জন্য কোনও সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। আত্মবিশ্বাস ধরে নতুন করে কাজ শুরু করা উচিত। আকস্মিক কোনও দুঃখের সম্মুখীন হতে পারেন। নিজেকে সংযত রাখুন।

বৃশ্চিক: আপনার নিজের মত অন্যের উপর চাপিয়ে দেবেন না। এর ফলে পরিবারে সমস্যা তৈরি হতে পারে। তাই নিজেকে সংযত রাখুন। লুকানো শত্রুদের থেকে সাবধান থাকুন। না হলে বিপদ হতে পারে।

ধনু: অসুস্থতা কাটিয়ে উঠবেন। নতুন উদ্যমে কাজ শুরু করুন। ব্যবসায়িক লাভের ফলে সঞ্চয় বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। সকলের প্রশংসা পাবেন। সকলের কথার গুরুত্ব দিন। জীবনসঙ্গীর থেকে কিছু ক্ষতি হতে পারে।

মকর : চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। সৃজনশীল কাজে বেশ কিছুটা সময় কাটবে। সপ্তাহের শেষে স্ত্রীয়ের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বন্ধুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন।

কুম্ভ: আপনার মনোভাবের কারণে সকলের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের সমস্যা আজ কিছুটা অস্বস্তিতে রাখবে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সচেতন না হলে সমস্যায় পড়তে পারেন।

মীন: বাইরের কোনও তৃতীয় ব্যক্তি আপনাদের পারিবারিক সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই বাইরের কারোর কথায় কান দেবেন না। কর্মক্ষেত্রে নিজের উপর আস্থা রেখে সিদ্ধান্ত নিন। প্রশংসা পাবেন।