*বাংলা মাধ্যমের পড়ুয়াদের ভর্তি নয়, লরেটো কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক*
স্নাতকের ভর্তির বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে কলকাতার বিখ্যাত লরেটো কলেজে। ভর্তির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা নয়, ইংরাজি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করলে তবেই ভরতির আবেদন করা যাবে কলেজে। এমনকী কেন ইংরাজিকে প্রাধান্য দিচ্ছে ওই কলেজ সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে নোটিশে। কারণ হিসাবে জানান হয়েছে, 'লরেটো কলেজের পড়াশোনার মাধ্যম হল শুধুমাত্র ইংরেজি। পরীক্ষায় শুধুমাত্র ইংরেজিতে উত্তর দিতে হবে।
আঞ্চলিক বাংলা এবং হিন্দি ছাড়া অন্য সব বিষয়ের জন্য আমাদের স্বনামধন্য ওপেন শেলফ লাইব্রেরিতে শুধুমাত্র ইংরেজি ভাষায় সহায়িকা বই, পাঠ্যবই এবং জার্নাল আছে। আমাদের পরামর্শ, যে পড়ুয়ারা আঞ্চলিক ভাষার স্কুলে পড়াশোনা করেছে, তাঁরা যেন এমন প্রতিষ্ঠানে আবেদন করেন, যেখানে পড়াশোনার মাধ্যম হল ইংরেজি। সেই সব পড়ুয়াদের অ্যাডমিশনের জন্য বিবেচনা করা হয়নি, দ্বাদশ শ্রেণিতে যাদের পড়াশোনার মাধ্যম আঞ্চলিক ভাষায় ছিল।'
যা নিয়েই বর্তমানে চলছে তুমুল বিতর্ক। ইন্টারনেট মাধ্যমে বইছে সমালোচনা ঝড়. উঠে আসছে বিভিন্ন মতামত৷ রাজ্য সরকারের নির্দেশিকা ছিল ১ জুলাই থেকে স্নাতক স্তরে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু করার। কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই লরেটো কলেজ কর্তৃপক্ষ স্নাতক স্তরের ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করে দেয়। সেই সময় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়।
যদিও সেই সময় বিষয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নজর এড়িয়ে গেলেও বর্তমানে বিশ্ববিদ্যালয় নজরে এসেছে গোটা বিষয়টি। তবে ইতিমধ্যেই কলেজের আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে। তবে, সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় লরেটো কলেজ কর্তৃপক্ষের থেকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বক্তব্য জানতে চেয়েছে।
Jul 04 2023, 16:00