*রক্তের হোলি খেলা বন্ধ হোকঃ রাজ্যপাল*
সোমবার উত্তরবঙ্গ সফর শেষে বাসন্তীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার বাসন্তীর চাঁদরাখালিতে নিহত হন তৃণমূল নেতা জিয়ারুল মোল্লা। যেখান থেকে তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়, আজ সেখানেই যান রাজ্যপাল। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। কিন্তু নিহতের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি রাজ্যপাল। রাস্তা সরু হওয়ায় ঢুকতে পারেনি রাজ্যপালের গাড়ি। তিনি ফিরে যান ক্যানিংয়ে সেচ দফতরের বাংলোয়। তারপর সেখানেই বাইকে করে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করেন নিহত জিয়ারুল মোল্লার মেয়ে মানোয়ারা পিয়াদা। রাজ্যপালকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন নিহত তৃণমূল নেতার কন্যা।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর নিহত নেতার মেয়ে বলেন, রাজ্যপাল ব্যক্তিগত নম্বর দিয়েছেন, যাতে পরবর্তীতে কোনও সমস্যা হলে তাঁকে জানানো যায়। একইসঙ্গে রাজ্যপালের তরফে তাঁর ভাইকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান মানোয়ারা। সমস্ত অভিযোগ লিখিতভাবে জমা দেওয়ার কথা বলেছেন রাজ্যপাল। অন্যদিকে রাজ্যপাল মানোয়ারার সঙ্গে দেখা করার পর জানান,'রক্তের হোলি খেলা বন্ধ হওয়া উচিত। ভাঙড়, ক্যানিং, বাসন্তী কয়েকবছর ধরেই অশান্ত। মানুষের রক্তে রাজনৈতিক হোলি দুর্ভাগ্যজনক। মানুষের এক বিন্দু রক্তও গুরুত্বপূর্ণ। হিংসার দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত। কে হিংসা ছড়াচ্ছে সেটা বড় নয়, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটাই বড়। এলাকায় গিয়ে আমি পরিস্থিতি খতিয়ে দেখেছি। কারা এই ঘটনা ঘটাচ্ছে তা আমি খতিয়ে দেখছি।' প্রসঙ্গত, গত শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ঘাগরামারী এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। এই ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়েছিল পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে আচমকাই তৃণমূল নেতার মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা।
Jul 04 2023, 07:04