*সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে রাজ্যের পঞ্চায়েত ভোট, হাইকোর্টে জানাল কমিশন*
কলকাতা:সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে রাজ্যের পঞ্চায়েত ভোট। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জট কাটায় সোমবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এমনটাই জানালো রাজ্য নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, এদিনই বকেয়া আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। সব মিলিয়ে আদালতের নির্দেশ মতো মিলেছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিছুক্ষন আগেই কেন্দ্র বাহিনীর ছাড়পত্র দিয়েছে বলে আদালতকে অবগত করেন কমিশনের আইনজীবী জিষ্ণু বসু। এর জেরে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে বলে কমিশন জানালো।
এদিন নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে একটি হলফনামা আকারে রিপোর্ট জমা দেয় আদালতে। নির্বাচন কমিশনের জানায়, আদালতের নির্দেশ মতো তারা পঞ্চায়েত নির্বাচনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে সক্ষম হয়েছে। কমিশন দাবি করে, রাজ্যে ৪৮৩৪ টি স্পর্শকাতর বুথ রয়েছে যা মোট বুথের ৭/৮ শতাংশ। আদালতের নির্দেশে প্রথমে ২২ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছিল। পরে আসে আরও ৩১৫ কোম্পানি বাহিনী। আর এদিন বাকি কোম্পানি আসছে বলে জানায় আদালতে জানালো কমিশন। কমিশনের দাবি, যে যে চুক্তিভিত্তিক কর্মী ভোটের কাজে নিয়োগ করা হয়েছিল তাদের ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে। তবে এদিন কমিশনের দেওয়া রিপোর্টে বকেয়া বাহিনীর কথা উল্লেখ ছিল না। শুনানির শেষার্ধে এই অতিরিক্ত বাহিনীর কথা জানতে পারে বলে জানায় কমিশন। তার প্রেক্ষিতে কমিশনের এই রিপোর্ট সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। এদিন মামলার শুনানিতে স্বশরীরে হাজির ছিলেন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য।
Jul 03 2023, 18:02