রাজ্যের পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া ও রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার দাবি নিয়ে হওয়া জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের
কলকাতা: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া ও রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার দাবি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা সোমবার খারিজ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
পঞ্চায়েত নির্বাচন বন্ধ এবং জরুরি অবস্থা ঘোষণার দাবিতে দায়ের হওয়া মামলা খারিজ করে ডিভিশন বেঞ্চ বলেছে, কোন পরিস্থতিতে রাজ্যে জরুরি অবস্থা জারি করতে পারে তা একমাত্র রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারেন। এখানে আদালত হস্তক্ষেপ করতে পারেনা। যদিও মামলাকারীর দাবি, আদালতের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তা প্রয়োগ করতে পারে। মামলায় তাঁর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কমিশন শাসক দলের নির্দেশ মতো কাজ করছেন।মানুষের নিরাপত্তা, মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। তাই রাজ্যপাল এবং হাইকোর্ট নিজের ক্ষমতা প্রয়োগ করুক।কিন্তু প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা।
তাই আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারেন না। মানুষের নিরাপত্তা, জীবন জীবিকার আঘাত এলে আদালত নিশ্চিত ভাবে হস্তক্ষেপ করবে। আবার আদালত জানায়, রাজ্যপালের ক্ষমতা রয়েছে জরুরি অবস্থা ঘোষণার। কিন্তু আদালত এই সিদ্ধান্ত নিতে পারে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল(এজি) বলেন, রাজ্য সরকার এই মামলা প্রসঙ্গে কিছু জানে না। রাজ্য নির্বাচন কমিশনের দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা হওয়ার পর আদালত হস্তক্ষেপ করতে পারেন না।
তিনি বলেন, স্থানীয় নির্বাচন, লোকসভা, বিধানসভা নির্বাচনে ঘোষণা হওয়ার পর কোন আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারেন না। নির্বাচনের দফা ঘোষণা হওয়ার পর আর নতুন করে দফা বাড়ানোর আইন নেই এজি। এজি বলেন, গণতন্ত্রের নির্বাচিত সরকার। সেখানে রাজ্যপাল বা হাইকোর্ট কখনোই জরুরি অবস্থা জারি করতে পারে না। এই মামলার কোন গ্রহণ যোগ্যতা নেই।প্রাক্তন আর্মি অফিসার শ্রীধর বাগারি এই মামলা করেন।
অন্যদিকে,রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া অপর একটি জনস্বার্থ মামলাও খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মিডিয়ার প্রচার পেতেই এই মামলা এবং মানুষের স্বার্থের কোন বিঘ্ন ঘটেনি বলে মন্তব্য করেছে আদালত। প্রসঙ্গত , গত ৭ জুন রাজীব সিনহাকে নিয়োগ করা হয়। সম্প্রতি তাঁর জয়েনিং লেটার রাজ্যপাল ফিরিয়ে দিয়েছেন বলে খবর।
Jul 03 2023, 16:46