ইডির পর এবার সিবিআই নজরে সায়নী
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি তলবের পর এবার সিবিআই-এর নজরে সায়নী ঘোষ। সূত্রের খবর, ইতিমধ্যেই সায়নীর বিষয়ে পুঙ্খানপুঙ্খ তথ্য সংগ্রহে নেমেছেন সিবিআইয়ের কর্তারা৷ এই বিষয়ে তাঁরা ইডির কাছ থেকে তথ্যও চেয়ে পাঠিয়েছেন। কিছুদিন আগেই সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে সায়নী ঘোষকে জেরা করেছে ইডি। ৫ জুলাই তাঁকে ফের তলব করা হয়েছে।
কিন্তু তার আগেই সিবিআইয়ের নজরে যুব তৃণমূলের সভাপতি। প্রসঙ্গত, সায়নী যুব তৃণমূলের সভাপতি হওয়ার পরেই সাধারণ সম্পাদক হন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। তবে,'কুন্তল ঘোষের সাধারণ সম্পাদক হওয়ার পেছনে কি তবে সায়নীর হাত?' ইডির এই প্রশ্নের উত্তরে সায়নী জানান, 'কুন্তলকে সাধারণ সম্পাদক করা দলের সম্মিলিত সিদ্ধান্ত', এর নেপথ্যে তার কোনও ভূমিকা নেই বলেও দাবি করেন নেত্রী।
তবে এরই মধ্যে কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের যে যোগ রয়েছে সেই নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই নতুন করে সায়নীর বিষয়ে খোঁজ খবর শুরু করায়, পুরো বিষয়টিকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোন মন্তব্য করেনি যুব তৃণমূল সভাপতি।
Jul 03 2023, 15:40