ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস! শিয়ালদহে নেমেই বাসন্তীতে রাজ্যপাল
ভোট-পর্বে লাগাতার সন্ত্রাস, রাজ্য চষে বেড়াচ্ছেন রাজ্যপাল। ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তী। সোমবার সকালে শিয়ালদহে নেমে সটান গাড়িতে বাসন্তী পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দলেরই গোষ্ঠী সংঘর্ষে বাসন্তীতে নিহত হন যুব তৃণমূলের কর্মী জিয়ারুল মোল্লা। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রবিবার রাতে কথা বলেছেন রাজ্যপাল। ইতিমধ্যেই সকাল সাড়ে ১১ টা নাগাদ রাজ্যপাল আসেন বাসন্তীর গাগড়ামারি গ্রামে।
সেখ
ানে সেখানে গত কয়েকদিন ধরে তৃণমূল এবং নির্দলের মধ্যে অশান্তি লেগে রয়েছে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। সেই সমস্ত সন্ত্রাস কবলিত এলাকায় মানুষদের সাথে কথা বলেন তিনি। তবে বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মী জহিরুল মোল্লার পরিবারের সাথে তিনি এখনো দেখা করেননি।অন্যদিকে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে বাসন্তীর বিভিন্ন এলাকায় চরম অশান্তি ছড়াচ্ছে। এদিন রাজ্যপালকে কাছে পেয়ে একগুচ্ছ অভিযোগ জানান এলাকার বাসিন্দারা। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও তাঁরা সরব হয়েছেন।
এলাকাবাসীর কথা শুনে রাজ্যপাল এদিন সেখানে হাজির থাকা ক্যানিংয়ের এসডিপিও-র সঙ্গে কথা বলেন। তাঁকে এদিন বেশ কিছু প্রশ্নও করেছেন রাজ্যপাল।পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে মৃত্যু মিছিল দেখছে বাংলা। সংঘর্ষ, বোমাবাজি, খুনোখুনির রাজনীতিতে চরম উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এর আগেও ভোট ঘিরে হিংসা-বিধ্বস্ত ক্যানিং, ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসা কবলিত এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন তিনি।
Jul 03 2023, 14:07