*ফের অস্বস্তিকর গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ! জেনে নিন আজকের আবহাওয়া*
সপ্তাহের শুরুতেই একটানা শান্তির বারিধারায় বঙ্গজীবনে ফিরে ছিল স্বস্তি। পায়ে পায়ে বর্ষা এলেও ইন্দ্রদেবের তেমন আর্শীবাদ দক্ষিণবঙ্গ পায়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সপ্তাহান্তে বাড়ল তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি উত্তপ্ত পুরুলিয়া। মেদিনীপুর, বাঁকুড়া, বোলপুর-শান্তিনিকেতনেও পারদ কম উর্ধ্বমুখী নয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা গোটা রাজ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও দক্ষিণে বাড়বে গরম। হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মালদা, বীরভূমে বৃষ্টিপাত হতে চলেছে। তবে বৃষ্টির দোসর হবে রোদও। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে সূত্রের খবর।
যদিও উত্তরের চিত্রটা ভিন্ন। দুদিন থেকে উত্তরবঙ্গে ফের জারি হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরের এই তিন জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রী সেলসিয়াস।
Jul 03 2023, 13:53