কেষ্টহীন বীরভূমে ভার্চুয়ালি ভাষণে মমতা
সামনেই পঞ্চায়েত নির্বাচন তাঁর আগেই কপ্টার দুর্ঘটনায় আহত হয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও তিনি সম্পূর্ণভাবে সুস্থ না হওয়ার কারণে আপাতত ভার্চুয়ালি প্রচার সারবেন বলে তৃণমূল সূত্রে খবর। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বেশ কিছু জায়গায় প্রচার করার কথা ছিল মমতার। শুরুও করে দিয়েছিলেন উত্তরবঙ্গ থেকে।
কোচবিহারে, জলপাইগুড়িতে সভা করে ফেরার সময়েই ঘটে বিপত্তি। বর্তমানে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। অন্যদিকে আগামী ৩ জুলাই বীরভূম জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার কর্মসূচিতে যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর। তবে চোট সম্পূর্ণ সুস্থ না হওয়ার কারণে আপাতত বীরভূম সফরে যাচ্ছেন না তিনি।
তবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে ভার্চুয়ালি জনসাধারণের বার্তা দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রচার সভার দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে।উল্লেখ্য, অনুব্রত মণ্ডল গ্রেফতারির পর থেকে বীরভূমের প্রতিটি রাজনৈতিক গতিবিধির দিকে আরও নজর রাখছে তৃণমূল। সূত্রের খবর, পঞ্চায়েতের আগে কেষ্টহীন বীরভূমে প্রচারে তাই যাওয়ার কথাও ছিল মমতার। কিন্তু তৃণমূল নেত্রী দুর্ঘটনায় আহত হওয়ায় দলীয় কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে এবার ভার্চুয়ালি ভাষণ দেবেন মমতা।
Jul 03 2023, 07:29