দুর্নীতিকাণ্ডের অভিযোগে ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের
রাজ্যে নিয়োগ দুর্নীতির মাঝে এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।শিক্ষা দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হন। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক অধঃপতন, বেনিয়ম, অশোভন আচরণ-সহ একাধিক অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
তদন্ত করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তী উপাচার্য। অন্যদিকে উপাচার্য নিয়োগ হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত।সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলতে দেখা গিয়েছিল ওমপ্রকাশকেও। তারপরই দেখা গেল ওমপ্রকাশের বিরুদ্ধেই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন রাজ্যপাল।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠকে যোগ দেওয়ার পর প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ শুনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। রাজ্যপালের এই নির্দেশের পরই ওমপ্রকাশ জানান,'গত ৩৪ বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমি। বিভিন্ন পদ অলঙ্কৃত করেছি। কোনও দাগ কোনওদিন নেই। রাজভবন এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে সুপরিকল্পিত প্রচেষ্টা করছে। এই চক্রান্ত গুলিকে সামনে আনার চেষ্টা আমি করেছি।'
Jul 02 2023, 14:35