নির্বাচনের আগেই কোচবিহার পরিদর্শনে রাজ্যপাল
পঞ্চায়েত ভোটের আগে দফায়-দফায় উত্তপ্ত হচ্ছে কোচবিহারের বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই জেলায় ভোট-হিংসার বলি হয়েছেন ২ জন। পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহার সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিজেপি বিধায়করা। একইসঙ্গে তাঁর সঙ্গে দেখা করেছেন পঞ্চায়েত ভোটে দাঁড়ানো বেশ কয়েকজন সিপিএম, বিজেপি ও কংগ্রেসের প্রার্থী।
এবার কোচবিহারে গিয়েও রাজ্যপাল দিলেন কড়া বার্তা। কোচবিহারে পৌঁছেই প্রশাসনকে নিশানা করলেন রাজ্যপাল। বললেন, 'কোচবিহার থেকেও হিংসার উদ্বেগজনক খবর আসছে। আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি' ।
এদিন সকালে প্রথমে আক্রান্তদের হাসপাতালে দেখতে যান রাজ্যপাল। তাদের সাথে কোচবিহারে কথা বলেন তিনি। তারপর সেখান থেকেই দিনহাটার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে নিহত বিজেপি প্রার্থী প্রশান্ত রায় বাসুনিয়ার বাড়িতে যান রাজ্যপাল। তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। রাজ্যপালও শোকজ্ঞাপন করেন।
একই সাথে তাদের কথা দেন যে, যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কড়া শাস্তির ব্যবস্থা করবেন তিনি। অন্যদিকে এদিন সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন তিনি। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, 'নির্বাচন ও নির্বাচনের পর যতে সাধারণ মানুষ বিপন্ন না হন, যাতে এখানে সাধারণ মানুষের মতামত প্রতিফতিলত হয় সেই কারণেই এসেছি। স্বাভাবিক জনজীবন যাতে ঠিকঠাক চলে রাজ্যপালের কাছে আর্জি জানাব। রাজ্যপাল নিজে দায়িত্ব নিয়ে যে সমস্ত জায়গায় হিংসা হচ্ছে উনি নিজে যাচ্ছেন। এখানে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠত হবে।'
Jul 01 2023, 17:47