কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন হচ্ছে? কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রদফতর
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার রাজ্যের নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্র দফতর। আদালতের নির্দেশে ৮২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ২২ কোম্পানির পর রাজ্য নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়েছে কেন্দ্র।
ইতিমধ্যেই সেই বাহিনী আসতে শুরু করেছে রাজ্যে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুটমার্চ। তবে এখনও বাকি রয়েছে ৪৮৫ কোম্পানি বাহিনী। সেই বকেয়া বাহিনী জন্য রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই চিঠির প্রেক্ষিতেই এবার রাজ্য নির্বাচনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।
চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যেই মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় ও কী ভাবে ব্যবহার হয়েছে। তা বিস্তারিতভাবে জানাতে হবে স্বরাষ্ট্রদফতরকে । তবে, এই চিঠি নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি নির্বাচন কমিশন। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করান নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে নানা জলঘোলা ।
পঞ্চায়েত নির্বাচনে নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে পর পর ধাক্কা খেয়ে অবশেষে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । তবে, কবে রাজ্যে বকেয়া ৪৮৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসবে তা নিয়ে এখনও পর্যন্ত স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।
Jun 26 2023, 13:45