/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন হচ্ছে? কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রদফতর West Bengal Bangla
কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন হচ্ছে? কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রদফতর


পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার রাজ্যের নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্র দফতর। আদালতের নির্দেশে ৮২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ২২ কোম্পানির পর রাজ্য নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়েছে কেন্দ্র।

ইতিমধ্যেই সেই বাহিনী আসতে শুরু করেছে রাজ্যে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুটমার্চ। তবে এখনও বাকি রয়েছে ৪৮৫ কোম্পানি বাহিনী। সেই বকেয়া বাহিনী জন্য রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই চিঠির প্রেক্ষিতেই এবার রাজ্য নির্বাচনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।

চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যেই মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় ও কী ভাবে ব্যবহার হয়েছে। তা বিস্তারিতভাবে জানাতে হবে স্বরাষ্ট্রদফতরকে । তবে, এই চিঠি নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি নির্বাচন কমিশন। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করান নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে নানা জলঘোলা ।

পঞ্চায়েত নির্বাচনে নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে পর পর ধাক্কা খেয়ে অবশেষে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । তবে, কবে রাজ্যে বকেয়া ৪৮৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসবে তা নিয়ে এখনও পর্যন্ত স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

বিকাশ ভবন থেকে উধাও নিয়োগ সংক্রান্ত সরকারি নথি


নিয়োগ দুর্নীতির মাঝে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্ত চলাকালীনই বিকাশ ভবন থেকে উধাও রাজ্য সরকারের গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল। এসএসসির একটি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সিবিআইকে জানানো হয়েছে বলে জানা গেছে।

সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্যদের জেরা করে ওই ফাইলের কথা জানা যায়। তদন্তের জন্য ওই ফাইল চেয়ে এসএসসি-কে নোটিস পাঠায় সিবিআই। সূত্রের খবর, এসএসসি-র তরফে সিবিআইকে চিঠি দিয়ে জানানো হয়, ওই ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। গতবছরের জুনে ফাইল মিসিংয়ের অভিযোগে বিধাননগর উত্তর থানায় জেনারেল ডায়েরি করা হয়। তার পর এ ব্যাপারে বিধাননগর থানা অভিযোগও দায়ের করা হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর।

যদিও তার পর ওই ফাইল খোঁজার জন্য বিধাননগর পুলিশ কী পদক্ষেপ করেছে, তা স্পষ্ট নয়। শিক্ষা দফতরের তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, এসএসসির ওই ফাইল হারিয়ে যাওয়া নিয়ে থানায় জেনারেল ডায়েরির একটি কপি সিবিআইকে পাঠিয়েছে কমিশন। ইতিমধ্যেই ওই ফাইল নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই ।

*আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রবল বর্ষণে ভিজবে এই ৪ জেলা! জেনে নিন আজকের আবহাওয়া*


আগামী ২৪ ঘন্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা নামতে পারে।আলিপুর আবহাওয়া দফতরে জানাচ্ছে, আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে মৌসম ভবনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে ভ্যাপসা গরমও উধাও। আর এরই মধ্যে নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৫ ডিগ্রী সেলসিয়াস।

 

*আজকের রাশিফল ২ ৬ শে জুন ( সোমবার)*


মেষ: সব সৃষ্টিশীল প্রতিভা আজকের দিনে প্রবল থাকবে। কঠোর পরিশ্রমের ফলে কিছু পুরস্কার পেতে পারেন। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখতে, আপনাকে আপনার স্ত্রীর সাথে অভদ্রতা এড়াতে হবেl

বৃষ: অভিমত দেওয়ার সময়ে অন্যদের অনুভূতির খেয়াল রাখুন। গৃহস্থালীর জিনিসপত্র বা বিলাসবহুল সামগ্রীতে ব্যয় করতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। মেধা চর্চায় সময় কাটবে। শিক্ষার্থীরা ভালো ফল করবেl

মিথুন: অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। কথা বলার ধরন সম্পর্কে সতর্ক থাকুন। অন্যথায় অদূর ভবিষ্যতে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ এবং উদ্বেগ থেকে বেরিয়ে আসতে ধ্যান করুন।

কর্কট: দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। বিবাহিত দম্পতিরা তাদের পরিবার বৃদ্ধির পরিকল্পনা করুন। বর্তমান চাকরিতে পদোন্নতি পেতে পারেন। বেতনভোগীরা নতুন চাকরির সন্ধান করতে পারেন।

সিংহ: শিক্ষার্থীরা কেরিয়ার উন্নত করতে উচ্চ শিক্ষার পরিকল্পনা করতে পারে। সাফল্য পেতে যে কোনও বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হবে। সহজে কাজ হাসিলের চেষ্টা করবেন না। কর্মক্ষত্রে পদোন্নতির সুযোগ রয়েছেl

কন্যা: ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। কিছু প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী আনতে খরচ হবে। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। প্রেমিক দম্পতি বিবাহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা: চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনে অগ্রগতির জন্য উচ্চ শিক্ষার পরিকল্পনা করবেন। অবিবাহিতরা তাদের প্রকৃত জীবনসঙ্গী পাওয়ার আশা করতে পারেন। উচ্চ শিক্ষার সুযোগ আসবে।

বৃশ্চিক: আইনি বিষয়ে সুখবর পাবেন। প্রেমিকদের তাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা উচিত। নিজের অভ্যন্তরীণ দুর্বলতার সাথে লড়াই আপনাকে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যাবে।

ধনু: আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার মনোবল বাড়িয়ে তুলবে। কিছু নতুন উদ্ভাবন আপনার মনে আসতে পারে, যা অদূর ভবিষ্যতে কাজে লাগবে। আপনার সৃজনশীলতার সাহায্যে বাড়িতে কিছু সংস্কারের পরিকল্পনা করতে পারেনl

মকর: প্রেমে আপনার সৌভাগ্যের দিন। বিবাহিত দম্পতিরা পরিবারে সন্তানের দিক থেকে সুখবর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আলস্য এড়ান। দম্পতিদের ভালো সম্পর্ক বজায় রাখার জন্য পরস্পরকে সম্মান দেখানো দরকার।

কুম্ভ: প্রেম বিষয়ক ব্যাপার এড়িয়ে চলুন। আপনি পরীক্ষার ফলাফল বা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভালো খবর শোনার আশা করতে পারেন। প্রেমিক দম্পতিরা সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন।

মীন: পরিচিত মানুষের স্বার্থপর ব্যবহার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। আগুন এবং ত্বক সংক্রান্ত সমস্যায় সতর্কতা অবলম্বন করুন। আপনি তরুণদের শিক্ষাদানে ব্যস্ত থাকতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা করবেনl

*আজকের রাশিফল ২৫শে জুন ( রবিবার)*


মেষ: সব সৃষ্টিশীল প্রতিভা আজকের দিনে প্রবল থাকবে। কঠোর পরিশ্রমের ফলে কিছু পুরস্কার পেতে পারেন। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখতে, আপনাকে আপনার স্ত্রীর সাথে অভদ্রতা এড়াতে হবেl

বৃষ: অভিমত দেওয়ার সময়ে অন্যদের অনুভূতির খেয়াল রাখুন। গৃহস্থালীর জিনিসপত্র বা বিলাসবহুল সামগ্রীতে ব্যয় করতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। মেধা চর্চায় সময় কাটবে। শিক্ষার্থীরা ভালো ফল করবেl

মিথুন: অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। কথা বলার ধরন সম্পর্কে সতর্ক থাকুন। অন্যথায় অদূর ভবিষ্যতে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ এবং উদ্বেগ থেকে বেরিয়ে আসতে ধ্যান করুন।

কর্কট: দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। বিবাহিত দম্পতিরা তাদের পরিবার বৃদ্ধির পরিকল্পনা করুন। বর্তমান চাকরিতে পদোন্নতি পেতে পারেন। বেতনভোগীরা নতুন চাকরির সন্ধান করতে পারেন।

সিংহ: শিক্ষার্থীরা কেরিয়ার উন্নত করতে উচ্চ শিক্ষার পরিকল্পনা করতে পারে। সাফল্য পেতে যে কোনও বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হবে। সহজে কাজ হাসিলের চেষ্টা করবেন না। কর্মক্ষত্রে পদোন্নতির সুযোগ রয়েছেl

কন্যা: ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। কিছু প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী আনতে খরচ হবে। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। প্রেমিক দম্পতি বিবাহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা: চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনে অগ্রগতির জন্য উচ্চ শিক্ষার পরিকল্পনা করবেন। অবিবাহিতরা তাদের প্রকৃত জীবনসঙ্গী পাওয়ার আশা করতে পারেন। উচ্চ শিক্ষার সুযোগ আসবে।

বৃশ্চিক: আইনি বিষয়ে সুখবর পাবেন। প্রেমিকদের তাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা উচিত। নিজের অভ্যন্তরীণ দুর্বলতার সাথে লড়াই আপনাকে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যাবে।

ধনু: আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার মনোবল বাড়িয়ে তুলবে। কিছু নতুন উদ্ভাবন আপনার মনে আসতে পারে, যা অদূর ভবিষ্যতে কাজে লাগবে। আপনার সৃজনশীলতার সাহায্যে বাড়িতে কিছু সংস্কারের পরিকল্পনা করতে পারেনl

মকর: প্রেমে আপনার সৌভাগ্যের দিন। বিবাহিত দম্পতিরা পরিবারে সন্তানের দিক থেকে সুখবর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আলস্য এড়ান। দম্পতিদের ভালো সম্পর্ক বজায় রাখার জন্য পরস্পরকে সম্মান দেখানো দরকার।

কুম্ভ: প্রেম বিষয়ক ব্যাপার এড়িয়ে চলুন। আপনি পরীক্ষার ফলাফল বা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভালো খবর শোনার আশা করতে পারেন। প্রেমিক দম্পতিরা সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন।

মীন: পরিচিত মানুষের স্বার্থপর ব্যবহার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। আগুন এবং ত্বক সংক্রান্ত সমস্যায় সতর্কতা অবলম্বন করুন। আপনি তরুণদের শিক্ষাদানে ব্যস্ত থাকতে পারেন।

*প্রবল বৃষ্টিতে ভাসতে চলছে দক্ষিণবঙ্গে! জেনে নিন আজকের আবহাওয়া*


অবশেষে পশ্চিমবঙ্গের সব জেলায় বর্ষা প্রবেশ করে গিয়েছে। তবে অস্বস্তিকর গরম কবে কাটবে? আগামী পাঁচদিনে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গে আজ সকালের দিক থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি যে সময় থাকছে না, সেই সময় অস্বস্তির আবহাওয়া বজায় থাকছে। আপাতত এই পরিস্থিতি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে । কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,বৃষ্টির জেরে  আগামী তিন দিনে রাজ্যের  দিনের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

*নিজাম প্যলেসে সংশোধনাগারের চিকিৎসককে তলব তদন্তকারী সংস্থার*

প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসককে তলব সিবিআইয়ের। ২৬ জুন নিজাম প্যালেসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে, প্রেসিডেন্সি জেলের সুপারকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই।

অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। এরপর কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই,ইডি। সেই একই নির্দেশ বহাল রাখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। গত ২০ মে সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা। কুন্তলের বিতর্কিত চিঠিকে কেন্দ্র করে গত ৯ জুন প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করেছিল সিবিআই। নঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বলেছিলেন, ‘‘গোটা বিষয়টি বিচারাধীন। আদালতের নির্দেশ ছাড়া মন্তব্য করা ঠিক নয়।’’

*রাজ্যে ভারী বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*

গত সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। উত্তরের মতো প্রবল বর্ষণ না হলেও এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঢুকে যাবে বর্ষা। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ ভারী বৃষ্টি হয়েছে। অন্যদিকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজই দক্ষিণবঙ্গেরও সমস্ত অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৯ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২ ৪শে জুন ( শনিবার)*


মেষ : আর্থিক অসুবিধায় পড়ে আজ ভবিষ্যতের অর্থ সঞ্চয়ের জন্য পরিকল্পনা করবেন। প্রেমিকা বা স্ত্রীয়ের সাথে একান্তে সময় কাটান। তাদের দায়িত্ব নিতে শিখুন। কোথাও ঘুরতে গিয়ে ব্যবসায়িক যোগাযোগ বাড়তে পারে।

বৃষ : হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া আপনার চিন্তার কারণ হবে। অতিরিক্ত খাওয়াদাওয়া আপনার শরীরের ক্ষতি করতে পারে। নিয়মিত শরীর চর্চার মধ্য দিয়ে নিজেকে সুস্থ রাখুন। একান্তে কিছুটা সময় কাটান।

মিথুন : সাম্প্রতিক কিছু ঘটনা আপনাকে ব্যস্ত রাখবে। মনের শান্তি বিঘ্নিত হবে। ভবিষ্যতের জন্য সম্পদ বাড়ানোর পরিকল্পনা করুন। প্রেমিকাকে অযথা উপদেশ দেবেন না। তিক্ততা বাড়তে পারে।

কর্কট : আপনার অকপট মতবাদ আপনার বন্ধুদের মনে আঘাত করতে পারে। এর ফলে সম্পর্কের অবনতি হবে। কাউকে সাহায্য করতে গিয়ে নিজে আর্থিক সমস্যায় পড়তে পারেন। সন্ধ্যায় পরিবারের জন্য কোনও সুখবর আসবে।

সিংহ : আজ কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হওয়ার অনেক কাজ সহজ হয়ে যাবে। পরিবারের গুরুজনদের সহায়তায় অনেক সুবিধা হবে। ভ্রমণ আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে।

কন্যা : বন্ধুদের সাথে কোথাও খেলতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বাড়িতে অপ্রত্যাশিত অতিথি আসতে পারে। বিনোদনে বেশি খরচ করবেন না। কর্মক্ষেত্রে সকলের সমর্থন পাবেন।

তুলা: আজ আপনি অসুস্থতা কাটিয়ে উঠবেন। কোনও প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে পারেন। পরিবারের সদস্যদের উপার্জন ভালো হবে। নতুন ধারণাকে পরীক্ষা করার পক্ষে আজ ভালো দিন।

বৃশ্চিক : অনেক দিন ধরে চলে আসা সমস্যার আজ সমাধান হবে। দুগ্ধজাত শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। অফিসের কাজ ব্যস্ত থাকায় বাড়িতে সময় দিতে পারবেন না। অবসর সময়ে নিজের পছন্দের কাজ করুন।

ধনু : আজ শ্বশুর বাড়ির তরফ থেকে আর্থিক এবং অন্যান্য সুবিধা পেতে পারেন। নতুন প্রকল্পের পক্ষে আজকের দিনটি ভালো। শিক্ষার্থীদের আজ নিজেদের সংযত রেখে পড়াশোনা করা উচিৎ।

মকর : আপনার জ্ঞান এবং রসিক মনোভাব আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের ব্যাপারে আজ ভালো দিন। অকারণ কারোর সাথে কথা বলে সময় নষ্ট করবেন না।

কুম্ভ : আজ আপনার শরীর ও মন তরতাজা থাকায় সব কাজ খুব সহজেই করতে পারবেন। কোনও পুরানো ঋণ পরিশোধ করতে গিয়ে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। পুরানো জিনিস দেখতে গিয়ে কিছুটা সময় যাবে।

মীন : শরীর আজ ভালো থাকবে। মনের অবস্থাও ভালো থাকায় কাজে উদ্যম পাবেন। অভিভাবকদের সহায়তায় আর্থিক সমস্যার সমাধান হবে। আপনার সৃজনশীল কাজ আজ প্রশংসা পাবে। আপনাকে খ্যাতি এনে দেবে।

*পাটনা থেকেই ইতিহাস শুরু হবে,জোট-বৈঠক শেষে মন্তব্য মমতা*


 ২০২৪ সালে লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার জন্য শুক্রবার পাটনায় জোট বৈঠকে মমতার নিশানায় বিজেপি। বিরোধী দলের সঙ্গে জোট বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, 'আমাদের বিরোধী বলবেন না। আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এখান থেকেই ইতিহাস শুরু হবে । বিজেপি চায় ইতিহাস বদলে যাক। আর আমরা চাই বিহার থেকে ইতিহাস রক্ষা হোক। আমাদের লক্ষ্য এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।'

বিরোধী বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন,'বাংলায় প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, রাজ্য সরকারকে না জানিয়েই পালিত হয়েছে। কিছু বললেই সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। অর্থনীতি ধ্বংস হচ্ছে, দলিত, মহিলাদের ওপর অত্যাচার, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, এগুলো নিয়ে কোনও চিন্তা নেই বিজেপির । রাজভবনকে বিকল্প সরকার হিসেবে গড়ে তোলা। যে কেউ ভিন্নমত পোষণ করলে ইডি, সিবিআইয়ের মুখোমুখি হতে হচ্ছে ।" উল্লেখ্য , লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠক হয় শুক্রবার। যেখানে প্রাথমিকভাবে একসঙ্গে লড়াইয়েরই সিদ্ধান্তে একমত হন সকলে। পাটনার পর সিমলায় অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী বিরোধী বৈঠক । তবে কবে অনুষ্ঠিত হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।