*শুভেন্দুর বিধানসভা নন্দীগ্রামে একাধিক আসনে প্রার্থী নেই বিজেপির,একাধিক আসনে জয় তৃণমূলের*
নন্দীগ্রাম: আন্দোলনের ভূমি নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নিজের বিধানসভা নন্দীগ্রামে একাধিক আসনে প্রার্থী নেই বিজেপির।নন্দীগ্রাম -১ ব্লকের ১০ গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৮৫ টি। যার মধ্যে ৬৬ টি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। পঞ্চায়েত সমিতির মোট আসন ৩০ টি যার মধ্যে ৭ টি আসনে প্রার্থী দিতে পারেনি। যেমনটা জানা গিয়েছে, নন্দীগ্রাম -১ ব্লকের কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে ২২ টি আসনের একটিতেও প্রার্থী দিতে পারেনি বিজেপি। একই ভাবে কালিচরণপুরে ১৭ টি আসননের মধ্যে ১০টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে।
দাউদপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ টির মধ্যে ৮ টিতে বিজেপি প্রার্থী দিয়েছে, সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের ১৮ টির মধ্যে ৮ টিতে বিজেপি,মহম্মদপুর ১৭ টির মধ্যে ৯ টি বিজেপি, নন্দীগ্রাম ১৭ টির মধ্যে ১১ টি এবং ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ২৫ টির মধ্যে ২৩ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি পঞ্চায়েত সমিতি ৩০ টির আসনের মধ্যে মাত্র ৭ টি আসনে প্রার্থী দিতে পেরেছে বিজেপি। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলছে নন্দীগ্রামে দুটি ব্লকের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তারা ১২ টি গ্রাম পঞ্চায়েতের দখল করবে এবং ৫ টি গ্রাম পঞ্চায়েত ত্রিশংকু হবে পরে তারা দিখলে নেমে। যেখানে গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি সেখানে শুভেন্দুর এই মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ তা ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।
নন্দীগ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়েছে। একটি গোষ্ঠী " অঞ্চল উন্নয়ন পর্ষদ" গঠন করে নির্দলে প্রায় সমস্ত আসনে প্রার্থী দিয়েছে।তবে কি তাদের সমর্থন করে বিজেপি এগাতে চাইছে? সেটাই এখন দেখার।
Jun 17 2023, 08:55