*তীব্র দাবদাহের মাঝে মিলবে স্বস্তি!জেনে নিন আজকের আবহাওয়া*
একদিকে সোমবার থেকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের একাংশ অন্যদিকে চরম গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গবাসীর। সপ্তাহের শুরুতেই উত্তরে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারপর থেকেই মাঝারি উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে এখনও দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে সূর্য। তবে দক্ষিণের বিক্ষিপ্ত অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই শেষ হচ্ছে না তীব্র গরম। পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আরও বেশ কিছু দিন।
দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের পরেই ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার বর্ষার শুরুটা অত্যন্ত দুর্বল হবে পাশাপাশি বর্ষা এগোবেও অত্যন্ত ধীর গতিতে৷ বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি , কোচবিহার , আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রী সেলসিয়াস।
Jun 17 2023, 08:53