/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *দিনভর হবে বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*দিনভর হবে বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


লাগাতার বাড়তে থাকা গরমে নাজেহাল গোটা রাজ্যের মানুষ। কবে মিলবে রেহাই? রাজ্যে কবে ঢুকছে বর্ষা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারই কেরালায় বর্ষা প্রবেশ করেছে। গতকালই মৌসুমী বায়ু প্রবেশ করেছে সে রাজ্যে। ফলে পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে হাওয়া অফিস সূত্র মারফত জানা গিয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই পাঁচটি জেলায় আগামী ১১ তারিখ বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস। বাংলায় বর্ষা দেরীতে এলেও এবার অনেক দিন থাকবে বলেই জানা গিয়েছে। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১০ ই জুন ( শনিবার) *


মেষ: কর্মক্ষেত্রে ব্যস্ততায় থাকবেন । আর্থিক লেনদেনে সতর্ক হোন। তাড়াহুড়ো করে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিছু সাম্প্রতিক ঘটনায় মন বিক্ষিপ্ত থাকবে। সমস্যার কথা ভেবে কাজ নষ্ট করবেন না। গুরুজনদের উপদেশ মেনে চলুন। 

বৃষ: সন্তানের কাজে গর্বিত হবেন। অপচয় বন্ধ করা দরকার। কাজের জায়গায় নতুন কিছু করে সকলের প্রশংসা পাবেন। ছেলেবেলার কথা স্মরণে আনন্দ হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। তবে নিজেকে সংযত রাখুন। 

মিথুন: পারিবারিক বিবাদের সম্ভাবনা আছে । বেশি খাওয়ার ফলে আপনার ওজন বেড়ে যাচ্ছে। সাবধান হোন। প্রেমিকাকে বেশি প্রশ্রয় দিলে পরে পস্তাতে হতে পারে। টাকা রোজগারের কোনও নতুন উপায় খোঁজার চেষ্টা করুন।

কর্কট: একগুঁয়েমির জন্য সময় নষ্ট হবে। রূপচর্চায় বেশি খরচ করবেন না। সকলের প্রতি আপনার সন্দেহ মনমালিন্যের কারণ হতে পারে। আশেপাশে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ান। ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। 

সিংহ: বিদেশে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে। আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে। নতুন উদ্যমে কাজ শুরু করুন। সাফল্য আসবে। বন্ধুদের সাথে খেলতে যেতে পারেন। গোপন সম্পর্ক আপনার সুনাম ধুলোয় মেশাতে পারে। 

কন্যা: সৃষ্টিশীল কাজে নিজেকে ডুবিয়ে রাখুন। বড়দের সাথে কিছু মতভেদ হতে পারে। সন্ধ্যার দিকে পরিবারের সাথে আনন্দে কাটবে। র্মক্ষেত্রে পুরানো কোনও অসম্পূর্ণ কাজের জন্য অসুবিধায় পড়তে পারেন। 

তুলা: কাজের প্রয়োজনে যোগাযোগ বাড়তে পারে। বন্ধুদের সাথে সময় কাটান। কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। অন্যরা আপনাকে নিয়ে কী বলল সেই চিন্তায় সময় নষ্ট করবেন না। ব্যবসায় লাভ হবে। 

বৃশ্চিক: সঠিক পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন। সন্ধ্যায় প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার নাহলে নিজের কাছেই অস্বস্তিতে পড়বেন। যারা বাড়ি থেকে দূরে থাকেন, টাকাপয়সা সাবধানে রাখুন। 

ধনু: স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় হতে পারে। আপনার জন্য আর্থিক পুরস্কার অপেক্ষা করছে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে। রাগের বশে কিছু করবেন না। সন্ধ্যায় কোনও মন্দিরে যেতে পারেন। মন শান্ত হবে। 

মকর: মানসিক হতাশায় কাজের ক্ষতি হতে পারে। আপনার বুদ্ধি এবং প্রভাব খাটিয়ে পারিবারিক সমস্যাগুলি মিটিয়ে ফেলুন। বন্ধুদের সহায়তায় আর্থিক উন্নতি হবে। প্রেমিকা প্রতারণা করতে পারে। 

কুম্ভ: সম্পত্তি নিয়ে আইনি জটিলতা হতে পারে। পুরানো বন্ধুর সাথে দেখা হবে। অতীতের কোনও দুর্বলতার জন্য অপমানিত হতে পারেন। অতিরিক্ত খাওয়াদাওয়া এবং নেশা বিপদে ফেলবে। কাজের চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। 

মীন: ব্যবসায় কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। ভয় পেয়ে পিছু হটবেন না। বাচ্চাদের জন্য আজ সমস্যায় পড়তে পারেন। আজকে অবসর সময়ে ঘর বাড়ি সাজিয়ে তুলুন। স্ত্রীয়ের সাথে বিবাদ হতে পারে। 

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার হতেই শাহের কাছে শুভেন্দু


রাজ্যের পঞ্চায়েত ভোট ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । দিল্লিতে নর্থ ব্লকে অমিত শাহের দফতরে ৪৫ মিনিট ধরে ২ জনের বৈঠক হয়েছে বলে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে কেউই মুখ খুলতে চাননি।

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পাশাপাশি তিনি এদিন রাজ্য বিজেপির সাংগঠনিক অবস্থার কথাও অমিত শাহর কাছে তুলে ধরেন। দল কোথায় কতটা লড়াই করার মতো জায়গায় রয়েছে তাও বিস্তারিত শাহকে জানান তিনি।

কিন্তু এই নির্বাচনে কোনোভাবেই সব আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি। যে আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি সেখানে তৃণমূলকে হারাতে অন্য দলের প্রার্থীর পাশে দাঁড়াবে জেলা নেতৃত্ব। দুর্বল সংগঠন নিয়ে লড়াই করতে হলে যে কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রীয় নেতৃত্বই ভরসা, সেটা শুভেন্দুর দিল্লি যাত্রাতেই স্পষ্ট।

এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। এদিন মামলাটির শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। আদালতের পর্যবেক্ষণ, 'মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করতে হবে। রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে'। উল্লেখ্য , রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-সিবিআইয়ের তৎপরতার মধ্যেই দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। তবে , আচমকাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা ।

*৫ দিন যথেষ্ট নয় মনোনয়নের জন্য: হাইকোর্ট*


পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য যে সময় দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে মনে করছে কলকাতা হাইকোর্ট । ভোটের পুরো প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দিয়েছে আদালত ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মতে, কমিশনের মনোভাবে কোথাও তাড়াহুড়ো করা হচ্ছে বলে মনে হচ্ছে । মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে শুরু করে ভোটের পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে বলে জানিয়েছে আদালত ।

এছাড়াও ডিভিশন বেঞ্চের নির্দেশ, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে । কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে রাজ্যের কী বক্তব্য তা জানাতে হবে । রাজ্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে কি না, তাও জানাতে হবে আদালতকে । এ ছাড়াও নির্বাচনের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা হবে কি না, তাও কমিশনকে স্পষ্ট করতে বলেছে হাইকোর্ট । এই সমস্ত ব্যাপারে আগামী সোমবার ১২ জুন রাজ্য নির্বাচন কমিশনারকে রিপোর্ট দিতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ।

*মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রামে*


নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই জাঁকজমক ভাবে ঢাকঢোল পিটিয়ে শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করল বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পালের নেতৃত্বে বিশালাকার র‍্যালি বের করে প্রথমে নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে পুজো দিলেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা।

সেখান থেকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা দিতে যান তারা। সেই সময় নন্দীগ্রামে বিজেপির কর্মীদের সাথে পুলিশের বচসা, উত্তেজনা। মনোনয়ন পত্র গ্রহনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নন্দীগ্রামে।

*সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট: অধীর*


বেজে গিয়েছে ভোটের দামামা। বহু কল্পনা-জল্পনার পর অবশেষে গতকাল পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। তারপরই নানা ইস্যু নিয়ে এর সমালোচনায় সরব হয় বিরোধীরা। নির্বাচন কমিশনের পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে বিরোধীরা যে আদালতে যেতে পারে, সেই নিয়ে চৰ্চা চলছিল রাজনীতির অন্দরে। পাশাপাশি অনলাইনে মনোনয়নের দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে করাতে হবে পঞ্চায়েত ভোট। মনোনয়নপত্র যাতে অনলাইনে পেশ করা যায়, সেই ব্যবস্থাও করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। অন্যদিকে, বিডিও বা মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র পেশ করতে গিয়ে কোনো সমস্যা হলে তার পরিবর্তে সেটা জেন রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার সুযোগ দেওয়া হয় এই দাবিও করা হয়েছে।

হাইকোর্টের পেশ করার পরই অধীর বলেন," রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলছে নির্বাচন কমিশনার অধ্যক্ষ। বিরোধিদের সময় না দিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণা। সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। " তিনি আরও জানান, 'রাজ্যের সরাকারি কর্মচারীদের এত কিসের তাড়া যে ৩ টে পর্যন্ত সময় । বিরোধীদের প্রস্তুতিতে সময় না দিয়ে একতরফা এই সিদ্ধান্ত ।'

*রেলওয়ের নিরাপত্তা নিয়ে পথে নামলো কর্তৃপক্ষ*


করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর পথে নামলো পূর্ব রেলের কর্তৃপক্ষ। বর্তমানে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ ত্রিবেদীর নেতৃত্বে পূর্ব রেলওয়ের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে রেল পরিচালনা করছে । কর্মীদের বিভিন্ন বিষয় অবগত করতে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় নিরাপত্তা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র।

রেলওয়ের সেফটি ডিপার্টমেন্টের মাধ্যমে নিয়মিত মেডিক্যাল পরীক্ষা চালু হয়েছে , বিভিন্ন রেলওয়ে ট্র্যাক , 'পয়েন্ট o ক্রসিং' সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ জিনিস আমরা নিয়মিত ভাবে অফিসার ও সুপার ভাইজাররা পর্যালোচনা করছি । যাত্রীরা যাতে ঠিক ভাবে গন্তব্যে পৌঁছিয়ে যেতে পারে সেটাই পূর্ব রেলের একমাত্র লক্ষ্য । প্রসঙ্গত করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় জেরে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রেলের প্রশাসনকে।

*ভ্যাপসা গরম থেকে এবার মিলবে স্বস্তি! জেনে নিন আজকের আবহাওয়া*


মে গড়িয়ে জুনের দ্বিতীয় সপ্তাহ। তবে দূরবীন দিয়ে দেখলেও দেখা নেই বৃষ্টির। লাগাতার বাড়তে থাকা গরমে নাজেহাল গোটা রাজ্যের মানুষ। কবে মিলবে রেহাই? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই কমছে না এই দহনজ্বালা। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার প্রবল গরম ও অস্বস্তি বহাল থাকবে আরও বেশ কিছুদিন। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না।

রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৯ ই জুন ( শুক্রবার) *


মেষ : আজ সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সহায়তায় ব্যবসায়িক লাভ। আপনার কাজ আজ প্রশংসা পেতে পারে। জরুরি কাজগুলো আটকে থাকতে পারে। নতুন উদ্যম নিয়ে সমস্ত কাজ শুরু করুন।

বৃষ : আজ আপনি মানসিক ভাবে উত্তেজিত থাকবেন। তাই সকলের সাথে কথা বলার সময়ে সতর্ক থাকুন। আজ কাউকে টাকা ধার দেবেন না। কাজের চাপ থাকবে অফিসে। দাম্পত্য সম্পর্ক আজ প্রগাঢ় হবে।

মিথুন : আজ মন খুশিতে এবং শান্তিতে থাকবে। প্রচুর ধন লাভের সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার ঋণের টাকা মিটিয়ে দিতে পারবেন। আজ আপনার ক্ষমতা অনুযায়ী সম্মান অর্জন করতে পারেন। স্ত্রীর পক্ষ থেকে কোনও চমক পেতে পারেন।

কর্কট : আজ আপনার নিষ্ঠা এবং পরিশ্রমের জন্য কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। আর্থিক লাভও হতে পারে। প্রেমিক প্রেমিকাদের বিয়ের ব্যাপারে কথা হতে পারে। অকারণ কাজে সময় নষ্ট করবেন না। বন্ধুদের সাথে দেখা হয়ে আনন্দ বাড়বে।

সিংহ : নিজের মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যৌথ ব্যবসায় বিনিয়োগের পক্ষে আজকের দিনটি শুভ নয়। আপনার পরোপকারী মনোভাব আজ পরিবারের মধ্যে ঐক্য আনবে। অফিস থেকে ফিরে পরিবারের সাথে আনন্দে কাটান।

কন্যা : আজ আপনি জীবনকে উপভোগ করবেন। পরিবারের সাথে নির্ঝঞ্ঝাট শান্তিতে কাটবে দিন। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হোন। নিজেকে স্বল্পমেয়াদী কোনও দক্ষতা বৃদ্ধির কর্মসূচীতে যুক্ত করতে পারেন।

তুলা: আজ দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন। আপনার দুর্বলতা বাড়তে পারে। পূর্বপুরুষের সম্পত্তি লাভ করতে পারেন আজ। কর্মক্ষেত্রেও আজ পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। অভিজ্ঞ কারও সাথে আলোচনায় জীবনের জটিলতার সমাধান হতে পারে।

বৃশ্চিক : আজ পুরানো অসুখ সেরে যাবে। ব্যয় সংকোচ করতে সফল হবেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতার কারণে সকলের কাছে প্রশংসা পাবেন। অবসর সময় কোনও ধর্মীয় স্থানে কাটান। সন্ধ্যার সময় বন্ধুদের সাথে আনন্দে কাটবে।

ধনু : আজ ভ্রমণের সময়ে নিজের মূল্যবান জিনিসগুলি সাবধানে রাখুন। নয়তো সেগুলি খোয়া যেতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গুপ্ত রাখুন। না হলে সমস্যা হতে পারে।

মকর : ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ লাভের সম্ভাবনা। বিপদের দিনে পাশে দাঁড়ানো আত্মীয়দের আজ কৃতজ্ঞতা জানান। এতে সম্পর্কের গভীরতা বাড়বে। জ্ঞান আরোহণের জন্য কোনও নতুন সেমিনারে যোগ দিতে পারেন।

কুম্ভ : পরিস্থিতি নিয়ে অভিযোগ করে লাভ হবে না। উদার মানসিকতা তৈরি করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। পরিচিতের সহায়তায় আজ অর্থ উপার্জন হবে। পারিবারিক জমায়েতে আজ আপনি সকলের আনন্দবর্ধন করবেন।

মীন : বিনোদনে অত্যাধিক খরচ বন্ধ করুন। বন্ধুদের সহায়তায় আজ কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। কাউকে কথা দিয়ে কথার খেলাপ করবেন না। নিজের মনোমতো কাজ করার সুযোগ আজ না-ও পেতে পারেন।

*'সরাসরি মুখ্যমন্ত্রী' জনসংযোগে নয়া উদ্যোগ নবান্নের*


 প্রথমে 'দিদিকে বলো' তারপর 'দিদির দূত' আর এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্ন থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ।নবান্নের তরফ থেকে জানানো হয়েছে , এবার সরাসরি মুখ্যমন্ত্রীর জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর । যে কেউ 9137091370 নম্বরে ফোন করে তাদের সমস্যা এবং অভিযোগের কথা জানাতে পারবেন ।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এই নম্বরটি চালু করেন । এই কর্মসূচির মাধ্যমে সকলে যাতে উপকৃত হয় এবং এই পরিষেবা যাতে প্রান্তিক এলাকাতেও পৌঁছে যায়, তা নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ঘন ঘন জনসংযোগ কর্মসূচিতে মানুষের সমস্ত সমস্যার সমাধান হয়ত সম্ভব নয়। তাই এই নয়া পন্থা অবলম্বন করলেন মুখ্যমন্ত্রী । বর্তমানে এখন সকলের মনেই একটাই প্রশ্ন এই নতুন হাতিয়ারেই কি পঞ্চায়েত ভোটে বাজিমাত করতে চাইছে শাসক শিবির?তবে , এই ‘সরাসরি মুখ্যমন্ত্রী' কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রশ্ন ।