/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *'সরাসরি মুখ্যমন্ত্রী' জনসংযোগে নয়া উদ্যোগ নবান্নের* West Bengal Bangla
*'সরাসরি মুখ্যমন্ত্রী' জনসংযোগে নয়া উদ্যোগ নবান্নের*


 প্রথমে 'দিদিকে বলো' তারপর 'দিদির দূত' আর এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্ন থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ।নবান্নের তরফ থেকে জানানো হয়েছে , এবার সরাসরি মুখ্যমন্ত্রীর জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর । যে কেউ 9137091370 নম্বরে ফোন করে তাদের সমস্যা এবং অভিযোগের কথা জানাতে পারবেন ।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এই নম্বরটি চালু করেন । এই কর্মসূচির মাধ্যমে সকলে যাতে উপকৃত হয় এবং এই পরিষেবা যাতে প্রান্তিক এলাকাতেও পৌঁছে যায়, তা নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ঘন ঘন জনসংযোগ কর্মসূচিতে মানুষের সমস্ত সমস্যার সমাধান হয়ত সম্ভব নয়। তাই এই নয়া পন্থা অবলম্বন করলেন মুখ্যমন্ত্রী । বর্তমানে এখন সকলের মনেই একটাই প্রশ্ন এই নতুন হাতিয়ারেই কি পঞ্চায়েত ভোটে বাজিমাত করতে চাইছে শাসক শিবির?তবে , এই ‘সরাসরি মুখ্যমন্ত্রী' কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রশ্ন ।

*ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়!*


ঘূর্ণিঝড় বিপর্যয় আরব সাগরে তৈরি হয়ে ইতি মধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ এরফলে কেরলে হালকা মৌসুমি বায়ুর আগমন হবে। যারফলে কিছুটা বর্ষা প্রভাবিত হতে পারে বলে ধারণা ৷

ঘূর্ণিঝড় বিপর্যয় হল উত্তর ভারত মহাসাগরের বুকে সৃষ্টি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় ৷ এর আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় মোকা । সেই মোকাই তাণ্ডব সৃষ্টি করেছিল মায়ানমার ও বাংলাদেশে ৷ তবে ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতে তেমন ভাবে প্রভাব ফেলতে পারবেনা বলেই মনে করা হচ্ছে ৷ তবে এই ঝড়ের প্রভাবে ভারতের পশ্চিম উপকূলে আবহাওয়া বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল পাকিস্তানে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ৭ জুন সকাল পর্যন্ত লাহোর থেকে ১,৩৭০ কিমি দক্ষিণে অবস্থিত ৷ এর প্রভাবে মুম্বইয়ে বর্ষা প্রভাবিত হবে ৷ উত্তরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ৷

তবে এটি তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে পারে আগামী ৩ দিনে ৷ উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ৷ মৎসজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড় ও বঙ্গোপসাগরে সৃষ্টি একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণ উপদ্বীপে বৃষ্টিপাত হতে পারে ৷ তবে ঘূর্ণিঝড়টি কেটে য়াওয়ার পরে দক্ষিণ উপদ্বীপে বর্ষার গতি বাড়বে ৷ এমনই মত আবহাওয়া দফতরের ৷

*দেড় ঘণ্টা দেরিতে ইডি দফতরে রুজিরা*


কয়লা পাচারকাণ্ডে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা থাকলেও এদিন ১২টা পাঁচ নাগাদ বাড়ি থেকে বেরোন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। সাড়ে বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন তিনি।

সূত্রের খবর, এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরনোর আগেও আইনজীবীদের সঙ্গে একপ্রস্থ পরামর্শ করেন বলে খবর।এই নিয়ে দু’বার ইডি-র মুখোমুখি হবেন রুজিরা।

*গরুপাচার কান্ডে অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই*


গরুপাচার কান্ডে এবার অনুব্রত ঘনিষ্ঠ সুকন্যা মন্ডলের সঙ্গে কোম্পানির সঙ্গে যুক্ত ডিরেক্টর হিসেবে ছিলেন বিদ্যুৎ বরণ গায়েন সিবিআই আধিকারিকেরা সকালে শান্তিনিকেতন রতন কুটি থেকে বেরিয়ে তার বাড়ির দিকে রওনা দিয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে যে বিদ্যুৎ বরণ গায়েনকে বেশ কয়েকবার নোটিশ কিছু করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার সেই হাজিরা এড়িয়ে যায় বিদ্যুৎ। জানা গেছে তাই এবার গরু পাচার মামলায় সুশান্ত ভট্টাচার্য ও আরো দুই আধিকারিক বিদ্যুৎ বরণ গায়েনের বাড়ি তে গিয়ে তাকে জিজ্ঞাসা বাদ করবে।

* রাজ্যে আরও বাড়বে তাপমাত্রা! জেনে নিন আজকের আবহাওয়া*


ক্রমশ্য বাড়ছে সূর্যের দাপট! তবে এতেই শেষ নয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার তেজ বহাল থাকবে। তবে এরই মধ্যে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ তবে এরই মধ্যে স্বস্তির খবর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০ জুন পর্যন্ত দাবদাহ চলবে উত্তর এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়। এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

*আজকের রাশিফল ৮ ই জুন ( বৃহস্পতিবার) *


মেষ: পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। পরিবারের মানুষদের থেকে সহায়তা পাবেন। আজ একান্তে কিছুটা সময় কাটান। মন শান্ত হবে। অকারণ কাজে বা আড্ডা দিয়ে সময় নষ্ট করবেন না। ইতিবাচক কাজে নিজেকে নিয়োজিত করুন।

বৃষ: আপনার পরিকল্পনা গোপন রাখুন। আজ ধর্মীয় কাজে আপনার আগ্রহ থাকবে। আধ্যত্মিক চিন্তাভাবনার বিকাশ হবে। তাই যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিবারে শান্তি এবং খুশির পরিবেশ।

মিথুন: কাজের চাপ বিরক্তি তৈরি করবে। আজ আপনার নিজেকে খুশি রাখার জন্য যে কাজ ভালো লাগে তাই করুন। কিছু অচেনা উৎস থেকে অর্থ উপার্জন হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় সাফল্য আসতে পারে।

কর্কট: অবাস্তব পরিকল্পনা করবেন না। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাগুলি আজ পেয়ে যাবেন। স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। খেলাধুলা এবং শরীরচর্চা আপনাকে তরতাজা রাখবে। ছেলেবেলার স্মৃতিচারণে মন নস্ট্যালজিক হবে। বাচ্চাদের সাথে সময় কাটান।

সিংহ: চাপ উপেক্ষা করুন। পরিস্থিতি কিছুটা প্রতিকূল থাকলেও আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে আপনি সবকিছু সামলে উঠবেন। ভাই বোনেরা টাকা ধার চাইতে পারে। আপনার কাজের পদ্ধতিতে বদল আনুন। ভ্রমণের পরিকল্পনা ব্যর্থ হতে পারে।

 কন্যা: ভালো পরিমাণ অর্থ উপার্জন হবে। কর্মক্ষেত্রের চাপ এবং পরিবারের কিছু ঘটনা আপনাকে খিটখিটে করে তুলবে। বেহিসেবি খরচে রাশ টানুন। স্ত্রীয়ের জন্য আজ প্রশংসা পেতে পারেন। গর্বিত বোধ করবেন।

তুলা: মনের জোর বাড়ানোর চেষ্টা করুন। নিজের সন্তানদের সাথে কিছু সময় কাটান। পরিবারের কথা ভেবে নিজের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। প্রিয়জনের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। পরিবারের কাজ মেটাতে গিয়ে নিজের জন্য ফাঁকা সময় পাবেন না।

বৃশ্চিক: নতুন জিনিস জানার আগ্রহ বাড়বে। আজ শরীর ভালো থাকবে। কোনও কাছের আত্মীয়ের সহায়তায় ব্যবসাতে উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে একটি নতুন সম্পর্কের শুরু হতে পারে। আত্মীয়দের সাথে আড্ডায় সময় কাটবে। আপনার মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে।

ধনু: প্রেমের ক্ষেত্রে দিনটি লাভজনক। শেয়ার বাজারের বিনিয়োগের ফলে আজ ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার আশেপাশের মানুষজন আপনার কার্যকলাপে ব্যতিব্যস্ত হবে। অবসর সময়ে পছন্দের বই পড়ুন। স্ত্রীয়ের সাথে প্রেমময় সময় কাটবে।

মকর: বাচ্চাদের নিয়েসময় কাটান। নিজের প্রতি বিশ্বাস রাখুন। সমস্ত রকম নেতিবাচক চিন্তাভাবনা মন থেকে মুছে ফেলুন। সাফল্য আসবে। পুরানো বন্ধুর সাথে দেখা হয়ে আনন্দ পাবেন।

কুম্ভ: স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আজ নিজেকে বিশ্রাম দিন। পরিবারের মানুষদের সাথে সময় কাটান। কোনও দলগত কাজে যুক্ত হতে পারেন। সেখানে নতুন বন্ধু পাবেন। কাজের চাপে সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হবে।

মীন: নিজেকে খেলাধূলা শরীরচর্চার সাথে যুক্ত রাখুন। আজ খুশিতে ভরা ভালো দিন। এভাবেই নিজের শরীর ভালো রাখতে পারবেন। কোনও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মানুষের কাছ থেকে ভালো থাকার পথনির্দেশ পাবেন।

*ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী*

করমণ্ডল দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত এবং অঙ্গহানি হয়েছে এমন পরিবারের একজন করে সদস্যের হাতে তিনি তুলে দেন হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র। নিহতদের আত্মার শান্তিকামনা করে এক মিনিটের নীরবতা পালন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে।                         

পরিযায়ী শ্রমিকদের হাতেও তুলে দেন আর্থিক সাহায্যের এককালীন চেক। কথা বলেন নিহত এবং আহত যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে। আশ্বাস দেন সবরকম ভাবে সাহায্যের। জানা গিয়েছে, অল্প আহত এবং ফিরতে ইচ্ছুক এমন ব্যক্তিদের রাজ্যে ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। এদিন তাঁর আশ্বাস, ধীরে ধীরে অল্প আহতদের ফেরানো হবে তাঁদের বাড়ির কাছের হাসপাতালে। মমতা বলেন, ' বাংলা থেকে মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। আমরা ৮৬ জনের দেহ পেয়েছি। ৮৬ জনের প্রত্যেকের পরিবারকেই চাকরি দেওয়া হল। দেওয়া হল ৫ লক্ষ টাকাও। আগামী তিন মাস ২ হাজার টাকা করে দেওয়া হবে। ৭৯৯ জন পরিযায়ী শ্রমিককে মানবিক কারণে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আগামী তিন মাস ২০০০ টাকা করে দেওয়া হবে।আমার অফিসাররা খুব ভাল কাজ করেছেন। বাংলা থেকে আরও ৪০-৫০ জন নিখোঁজ আছেন। '

*শহরে ফিরলেন মুখ্যমন্ত্রী*


সফর শেষে উড়িষ্যা থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ দুপুর ১২.৪০ মিনিট নাগাদ হেলিকপ্টারে করে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে নামেন।গত পরশু তিনি করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য উড়িষ্যায় গিয়েছিলেন।আজ তিনি পশ্চিম মেদিনীপুর হয়ে কলকাতায় ফিরলেন। তবে তিনি জানান ডুমুরজলার হেলিপ্যাড অফিসেই তিনি কিছু সরকারি কাজ করবেন।তারপর নেতাজী ইনডোর স্টেডিয়াম যাবেন। অন্যদিকে বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই অভিযান চালাচ্ছে।

*রাজ্যের ১৪ জায়গায় চলছে সিবিআই তল্লাশি*


পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে আরও সক্রিয় হয়ে উঠল সিবিআই। দেড় মাস আগে প্রথম এফআইআর দায়ের করে এই দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে বুধবার দেখা গেল রাজ্যের ১৪টি জায়গায় এই দুর্নীতি তদন্তে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। এই প্রথম সিবিআই পুর নিয়োগ মামলার তদন্তে বিভিন্ন জায়গায় গিয়ে নথি সংগ্রহ করছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে সিবিআই জানতে পারে যে, পুর নিয়োগেও দুর্নীতি হয়েছে! অফিস ও বাড়ি থেকে এমন কিছু তথ্য উদ্ধার হয়, যা থেকে কেন্দ্রীয় গোয়েন্দারা নিশ্চিত হন যে এই নিয়োগেও বড় গরমিল হয়েছে।

সিবিআই তদন্তে নেমে জানতে পারে, পুর-নিয়োগ প্রক্রিয়া হয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের মাধ্যমে। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থা বলেছে, যে কায়দায় অয়ন শীলের সংস্থা ওএমআর শিট বিকৃত করে নিয়োগ দুর্নীতি করেছিল তাতে সরকারি অফিসারদেরও যোগ থাকার সম্ভাবনা প্রবল।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি।

জানা গেছে, সল্টলেকের নগরোন্নয়ন দফতর, দক্ষিণ ও উত্তর দমদম পুরসভা, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, টিটাগড়, চুঁচুড়া, শান্তিপুর সহ বিভিন্ন পুরসভাতে হানা দিয়েছে সিবিআইয়ের বিভিন্ন দল। এছাড়াও অয়ন শীলের বাড়িতেও পৌঁছে গেছে সিবিআই।

*ফের অন্যত্র বদলি দময়ন্তী সেনকে*


বদলি করা হল আইপিএস দময়ন্তী সেনকে। বিগত দশকের শুরুতে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পদে ছিলেন দময়ন্তী সেন। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তবে ২০১২ সালে কলকাতা পুলিশ থেকে বদলি করে দেওয়া হয় এই আইপএস অফিসারকে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল তাঁকে। কলকাতা থেকে সরিয়ে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলের ডিআইজি পদে স্থান হয়েছিল তাঁর। এরপর দীর্ঘ সাতবছর পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ফের কলকাতা পুলিশে ফেরানো হয়েছিল তাঁকে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৩) পদে আনা হয় তাঁকে। সেই বদলির আগে তিনি ছিলেন রাজ্য পুলিশের আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) পদে। তবে ফের একবার কলকাতার বাইরে পাঠানো হল দময়ন্তীকে।

মঙ্গলবার রাজ্য সরকরারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, কলকাতার পুলিশের স্পেশাল কমিশনার (২) পদ থেকে অন্যত্র পাঠানো হচ্ছে দময়ন্তী সেনকে। জানা যায়, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে তাঁর বদলি হয়েছে।