*করমণ্ডল দুর্ঘটনায় নিহত তিন ভাই, পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল*
ওড়িশায় করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় এবার নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত শুক্রবার ধান রোয়ার কাজে ভিনরাজ্যে যাচ্ছিলেন তিন ভাই। আর সেই যাত্রাই কালযাত্রা হল গায়েন পরিবারের। বাসন্তীর ছড়ানেখালি গ্রামের একই পরিবারের তিন ভাইয়ের প্রাণ কাড়ল করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা। একধাক্কায় পরিবার ছারখার। ওই গ্রামেরই আরও দুজন প্রাণ হারিয়েছেন এই রেল দুর্ঘটনায়। মঙ্গলবার সেই ছড়ানেখালি গ্রামে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
সকলের পরিবারের সঙ্গেই কথা বলেন রাজ্যপাল। তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের মানুষ।
নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে আপাতত ৬ মাস তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে দেবেন রাজ্যপাল। তাছাড়াও পারলৌকিক কাজের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে, ফল, জামাকাপড়-সহ অন্যান্য জিনিসপত্র রাজ্যপাল সঙ্গে করে নিয়ে এসেছিলেন।
বর্তমানে শোকে পাথর গোটা গ্রামই। উল্লেখ্য,দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন গ্রাম থেকে এই সময় ধান রোয়ার কাছে অন্ধ্রপ্রদেশ যান অনেকে। তাঁদের রোজগারের টাকায় চলে সংসারগুলো। এক মুহূর্তে ঘটে যাওয়া এই বিভীষিকা এতগুলো পরিবারের ভবিষ্যৎ অন্ধকারের মুখে ঠেলে দিয়েছে।
![]()


Jun 06 2023, 15:21
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.2k