/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *জেলা জুড়ে শুরু ঝড়ের তাণ্ডব* West Bengal Bangla
*জেলা জুড়ে শুরু ঝড়ের তাণ্ডব*

 রাজ্যে শুরু হল ঝড় বৃষ্টি। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের জেরে বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট। এছাড়াও সোমবার ঝাড়গ্রাম , আসানসোল এবং কলকাতায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ।  উল্লেখ্য , তীব্র তাপপ্রবাহের পর স্বস্তি পেল বাসিন্দারা।

*১১ জেলায় প্রবল বৃষ্টি , জেনে নিন আজকের আবহাওয়া*


মোকার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের চার জেলা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যদিও বাকি কোথাও আর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৪°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬° সেলসিয়াস।

উত্তরবঙ্গের সমস্ত জেলা যেমন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া থাকলেও বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে, যদিও বাকি জেলাগুলির আবহাওয়া বেশ শুষ্ক থাকবে।

*আজকের রাশিফল ১ ৫ই মে ( সোমবার)*

মেষ: আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন। আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না। 

বৃষ: নতুন কাজের সুযোগ আসবে। পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত আনন্দদায়ক হবে। যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল।

মিথুন: সামাজিক কাজে্র জন্য সম্মানিত হবেন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আজকের দিনটিকে একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন।

কর্কট: আত্মীয়ের দ্বারা উপকৃত হবেন। রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘন্টাখানেক কথা বলতে পারেন। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না।

সিংহ: কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। যোগব্যায়ামের সাহায্য নিন- যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয়। আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন।

কন্যা: অফিসে সহকর্মীর সহায়তা পাবেন। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন।

তুলা: বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। অফিসের কাজে আপনার অত্যধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে।

বৃশ্চিক: স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। টাকাপয়সা লাভ আপনার প্রত্যাশামাফিক হবে না। ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে। প্রি়য়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে।

ধনু: সম্পত্তি সংক্রান্ত সমস্যা আসতে পারে। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। আপনার খামখেয়ালী ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না।

মকর: বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। আপনার সময়মত সাহায্য কারো জীবন বাঁচাতে পারে। এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে এবং তাদের অনুপ্রাণিতও করবে। আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন।

কুম্ভ: সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন। পরিবারের সঙ্গে সময় কাটান।

মীন: সন্তানের জন্য চিন্তায় থাকবেন। আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া।

*'মোচার' জেরে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে, জেনে নিন আজকের আবহাওয়া*


রবিবার থেকে বদলে যাচ্ছে আবহাওয়া। এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । রবিবার বেলা কিছুটা বাড়ার পর থেকেই আকাশ থাকবে মেঘলা। মেঘের আস্তরণে গরমও কিছুটা কাবু হবে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৪° সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।হাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতসহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। অন্যদিকে রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি নদিয়ায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

*আজকের রাশিফল ১ ৪ই মে ( রবিবার) *


মেষ: অসুস্থতা থেকে মুক্তি পাবেন। প্রতিদিনের খাবারে শাক সবজির পরিমাণ বাড়িয়ে দিন। অবসর সময় পরিবারের সাথে কাটান। বহুদিনের জমে থাকা সম্পর্কের সমস্যা মিটে যাবে। কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হোন। শিক্ষার্থীদের পড়াশোনায় মন দেওয়া দরকার।

বৃষ: নিজেকে শান্ত রাখতে হবে। এই সময় কাউকে টাকা ধার দেবেন না। পরিবারের সাথে থাকুন। আপনার দুর্বলতার সুযোগ নিয়ে কেউ ক্ষতি করতে পারে। শিক্ষার্থীরা প্রচুর সাফল্য পাবে। নিজের পরিকল্পনা সবার সাথে ভাগ করে নিন। এটা আপনার পক্ষে লাভজনক হবে।

মিথুন: শরীর ভালো রাখতে খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করুন। সাথে শরীর চর্চার দিকেও মন দেওয়া দরকার। আপনি উপার্জনের নতুন কোনও উৎস খুঁজে পাবেন। একই সাথে খরচের দিকে নজর দিলে। নতুন প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

কর্কট: নিজের অহং বোধকে সামলে চলাই ভালো। সমস্যা আসলে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। তাতে সমস্যা কেটে যাবে। জটিল সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অর্থ উপার্জনের জন্য দিনটি শুভ। পরিবারের সাথে সময় দিন বেশি করে।

সিংহ: বেশি ভ্রমণ আপনার কিছুটা বিরক্তির কারণ হতে পারে। আকস্মিক আর্থিক লাভ হতে পারে। স্কুল বা কলেজের কোনও প্রকল্পের বিষয়ে বাড়ির বড়দের অথবা ভাইবোনের সাহায্যের প্রয়োজন হবে। উত্তেজিত হয়ে কর্মক্ষেত্রে কাজের অতিরিক্ত দায়িত্ব নিতে যাবেন না এটা আপনার মানসিক চিন্তার কারণ হবে।

কন্যা: বিনিয়োগের দিক থেকে খুব ভালো যাবে। কারণ এই সময়ের মধ্যে আপনার করা প্রতিটি বিনিয়োগ, পরবর্তীতে আপনাকে যথেষ্ট রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের ফলাফল এবং লাভ যথেষ্ট হবে, কিন্তু আপনার মনের মধ্যে আরও কিছুর আকাঙ্ক্ষা তৃপ্তি দেবে না।এজন্য আপনাকে বেশি করে চেষ্টা করতে হবে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে গান শুনুন।

তুলা: স্বাস্থ্য ভালো রাখতে যোগ ব্যায়াম করুন। খারাপ অভ্যাস এড়িয়ে চলুন। অর্থ উপার্জনের জন্য আজ লাভ দায়ক। কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন। হতাশার অনুভূতি এলেও মনের জোর হারাবেন না। শিক্ষার্থীদের জন্য এই সময়টা বেশ ভালো। অর্থের ঘাটতি হতে পারে।

বৃশ্চিক: শরীরের যত্ন নেওয়া দরকার। আর্থিক বিষয়ে এই সপ্তাহটি ভালো যাবে। শিক্ষার্থীরা কম পরিশ্রমে ভালো ফল করবেন। আপনার সম্পদ বাড়বে, সামাজিক অবস্থান আরও উন্নত হবে। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। নিজের প্রতিভাকে কোনও সৃজনমূলক কাজে লাগানোর চেষ্টা করুন।

ধনু: যেকোনো নেতিবাচক আলোচনা ও প্রভাব থেকে নিজেকে দূরে রাখাই ভালো, নাহলে তা মনকে বিক্ষিপ্ত করে তুলবে। কর্মক্ষেত্রে পরিশ্রম করলে ভালো ফললাভের সম্ভাবনা আছে। কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ পরিবারের জন্য উপকারী হবে। সাবধানে না চললে পরিস্থিতি জটিল হতে পারে। তবে শিক্ষার্থীদের জন্য আজ দিনটি ইতিবাচক।

মকর: সঞ্চয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে৷ অহংকারী মানুষদের দাম্পত্য ও কর্মজীবনে সমস্যা আসবে।শিক্ষার্থীরা ভালো ফল করবে।নিজেকে সংযত রাখলে কর্মক্ষত্রে উন্নতি হবে। ধ্যান করুন শান্ত থাকবেন।

কুম্ভ: পরিবারে সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে। ব্যবসায়িক ক্ষেত্রেও কোনো সমস্যা আসার সম্ভাবনা নেই। তবে কিছু প্রতিকূলতা আসতে পারে, তা কাটাতে আধ্যাত্মিক স্থানে যেতে পারেন। মন বিক্ষিপ্ত থাকলে কোনো জরুরি সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

মীন: মানসিক শান্তির জন্য শরীরকে স্ট্রেস না দিয়ে সমস্যা খুঁজে বের করে সমাধান করাই উপযুক্ত। বন্ধু এবং ঘনিষ্ঠদের সাথে একটি দুর্দান্ত সময় কাটাবেন। গাড়ি চালানোর সময়, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। সহপাঠীদের মধ্যে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। 

*দীর্ঘ ৫ বছরের অপেক্ষার কর্নাটকে ফের সরকার গড়ছে কংগ্রেস*


কর্ণাটকের কুর্সিতে বসবে কোন দল! কার হাতে যাবে রাজ্যের রাশ? ক্ষমতাসীন বিজেপি নাকি কংগ্রেস । সকাল ৮টা থেকে শুরু হয়েছিল ভোট গণনা পর্ব। ভোট গণনার পর দেখা গেল কংগ্রেস ঝড়ে ধরাশায়ী বিজেপি, বেহাল জেডিএস। লোকসভা নির্বাচনের আগের বছর এই জয়ে চাঙ্গা কংগ্রেস।

কংগ্রেসের কাছে রামধাক্কা খেয়েছে বিজেপি।এখনও অবধি যা ট্রেন্ড তাতে কংগ্রেস পেতে পারে ১৩৬টি আসন। বিজেপিকে থেমে যেতে হতে পারে ৬৪টিতে। জেডিএস পেতে পারে ২০টি ও অন্যান্যরা চারটি আসন। অর্থাত্‍ কংগ্রেসের আসন ২০১৮ সালের তুলনায় ৫০-এর বেশি বাড়ছে। বিজেপির আসন ৪০-এর বেশি কমছে। রক্তক্ষরণ অব্যাহত জেডিএসের, খান সতেরো আসন কমার সম্ভাবনা।

উল্লেখ্য, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৪, কংগ্রেস ৮০, জেডিএস ৩৭টি আসনে জয়লাভ করে। ২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে সর্বকালীন রেকর্ড গড়ে বিজেপি। তারা একাই জেতে ২৫টি আসনে। জেডিএস ও কংগ্রেস ১টি করে আসনের বেশি জিততে পারেনি।

*কর্ণাটক দখলের পথে কংগ্রেস! পিছিয়ে বিজেপি*


গত ১০ তারিখ কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা নির্বাচন। আজকে সেই রাজ্যে ভোট গণনা হচ্ছে। এবং সকাল থেকেই কর্ণাটকে এগিয়ে রয়েছে কংগ্রেস। এই রাজ্যে ম্যাজিক ফিগরও পার করেছে কংগ্রেস। 

বর্তমানে প্রথম আসন জিতল কংগ্রেস। চল্লাকেরে আসন থেকে কংগ্রেস প্রার্থী প্রায় ১৬ হাজার ভোটে জিতেছে। এই আসনে বিজেপি তৃতীয় স্থানে। 

অন্যদিকে বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কার্যত হার মেনে নিলেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে দলকে আত্মবিশ্লেষণ করে ফাঁক মেটাতে হবে। তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ ফল এলে আমরা খতিয়ে দেখব যে কোথায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা এই ফলের বিশ্লেষণ করে আরও শক্তিশালী ভাবে ফিরে আসব।’

এখনও পর্যন্ত ১০০০ ভোটেরও কম ব্যবধান রয়েছে ১৫টি আসনে। এর মধ্যে ৬টি আসনে এগিয়ে বিজেপি। ৩টি এগিয়ে কংগ্রেস।

*ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল বৃষ্টি সম্ভাবনা! জেনে নিন আজকের আবহাওয়া*


বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত মোকা আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের সর্বত্রই বেড়েছে তাপমাত্রা কিছু জেলায় চলছে তাপপ্রবাহ। অবশেষে মিলল স্বস্তির খবর। চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৩°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১° সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ মে শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

*আজকের রাশিফল ১ ৩ই মে ( শনিবার) *


মেষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় ব্যবসায়ীরা আজ আর্থিক লাভের সম্মুখীন হবেন। সবার সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আজ এমন ব্যক্তিদের সাথে সংযুক্ত থাকুন যাঁরা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবং আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে ভালো পরামর্শ দিতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।

বৃষ রাশি: কর্মক্ষেত্র বা ব্যবসায়িক ক্ষেত্রে যেকোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন করে দেবে। যার ফলে সতর্ক থাকুন। সবার সাথে আজ সংযত আচরণ করুন। আপনার নতুন কোনো প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো। প্রেমের জন্যও দিনটি নিঃসন্দেহে ভালো।

মিথুন রাশি: আপনার মিশুকে মনোভাব আজ সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধের নয়। তাই, অবশ্যই সতর্ক থাকুন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্ত কাটবে। বন্ধু-বান্ধবদের সাথে আজ কিছুটা সময় অতিবাহিত হবে।

কর্কট রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক থাকুন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আপনার কোনো বন্ধুকে সাহায্য করতে পারেন। কোনো নতুন অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে সতর্ক থাকুন। আজকে আপনি কোনো নতুন বই কিনে সারাদিন যাবৎ সেটি পড়তে পারেন।

সিংহ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলুন। কোনো ভ্রমণের সম্ভাবনা আজ রয়েছে। আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। সবার সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্য হতে পারে।

কন্যা রাশি: ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত আচরণ করুন। আজ এমন একটি দিন যেখানে আপনার মুখে সবসময় হাসি থাকবে। প্রাচীন কোনো জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনি আজ লাভবান হবেন।

তুলা রাশি: প্রেমের জীবনে আজ কোনো সমস্যার সম্মুখীন হবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। যদি আপনি আজ চোখ-কান খোলা রাখেন তাহলে কিছু ভালো সুযোগ পেতে পারেন। আজ কোনো কাজে আপনার পরিবারের পাশাপাশি বন্ধু-বান্ধবদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। স্ত্রীর কোনো কাজের পরিপ্রেক্ষিতে আপনি আজ সমস্যায় পড়বেন।

বৃশ্চিক রাশি: পারিবারিক প্রয়োজনগুলিতে আজ অবশ্যই কিছুটা সময় দিন। কোনো কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। ভবিষ্যতে আর্থিক সঙ্কট থেকে রেহাই পেতে আজ থেকেই অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ কোনো সৃষ্টিশীল কাজে যুক্ত থাকতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আজ ভালো সময় কাটবে।

ধনু রাশি: অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আপনি আজ কোনো জায়গা থেকে অপ্রত্যাশিত লাভ করতে পারবেন। দূর সম্পর্কের আত্মীয়দের সাথে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো কাজে লাগাতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে।

মকর রাশি: কোনো কিছু বা ভেবেই আজ কোথাও অর্থ বিনিয়োগ করলে আপনি আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি আজ একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে পাওয়া কোনো অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত বয়ে আনবে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান।

কুম্ভ রাশি: সতর্কতার সাথে কোথাও বিনিয়োগ করলে আপনি আজ লাভবান হবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। আপনি আজ এমন কোনো সুসংবাদ পেতে পারেন যা পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত বয়ে আনবে। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটবে।

মীন রাশি: আপনি যদি আজ কোনো পার্টির পরিকল্পনা করেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ তাঁরা আপনাকে কোনো ভালো কাজে উৎসাহিত করবেন।

*অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিল "মোচা"*


শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় মোচা। প্রবল শক্তি নিয়ে তা স্থলভাগে আছড়ে পড়তে চলেছে, জানা যাচ্ছে এমনটাই। তবে বাংলায় এর কোনও সরাসরি প্রভাব পড়বে না। বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলবর্তী এলাকাগুলিতে মূলত প্রভাব বিস্তার করবে মোচা। 

শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে মোচা এবং তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তিত হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার ভোর ৬টা নাগাদ মোচার অবস্থান ছিল বাংলাদেশের চট্টগ্রামের সমুদ্রবন্দর থেকে প্রায় ১০৯৫ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে। মোংলা সমুদ্রবন্দর থেকে তার অবস্থান ছিল এক হাজার কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে।