/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আগামীকাল ১২ ঘণ্টা বনধের ডাক* West Bengal Bangla
*আগামীকাল ১২ ঘণ্টা বনধের ডাক*

কালিয়াগঞ্জে একদিকে নাবালিকাকে ধর্ষণ করে খুন আর অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যুর কারণে সৃষ্টি হয়েছে উত্তাল পরিস্থিতি। পরপর মৃত্যুতে কার্যত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেখানে। এই অবস্থায় আগামীকাল সেখানে ১২ ঘণ্টার বনধের ডাক দিল বিজেপি। ১২ ঘণ্টার জন্য উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হলো।

*রাজ্যের রামনবমীর ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট*

এ বছরের রামনবমীতে রাজ্যের একাধিক জায়গা দফায় দফায় অশান্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করার অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই ঘটনায় এনআইএ-কে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, রাজ্য সরকারকে ২ সপ্তাহের মধ্যে এনআইএকে সমস্ত নথি হস্তান্তর করার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, রামনবমীতে হাওড়া, হুগলির রিষড়া, ডালখোলায় অশান্তি হয়। তাই নিয়ে সিবিআই বা এন আই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তবে হাইকোর্টের এই নির্দেশ রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলে মনে করছে বিশিষ্ট মহল।

*কালিয়াগঞ্জে গুলিবিদ্ধ একজনের দেহ উদ্ধার*

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ঘিরে উত্তেজনা জারি রয়েছে। দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াগঞ্জ। এরই মাঝে এবার এক গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

*রাজবংশী যুবককে নৃশংসভাবে গুলি করেছে মমতার পুলিশ, বিস্ফোরক শুভেন্দু*

নতুন করে ফের একবার অশান্ত হয়ে উঠেছে কালিয়াগঞ্জ। এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এবার এই ঘটনা প্রসঙ্গেই রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার শুভেন্দু এক টুইট বার্তায় বলেন, "মমতার পুলিশ রাত আড়াইটের সময়ে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু তাকে খুঁজে পায়নি।

এরপর তারা কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মণ (৩৩) নামে রাজবংশী এক যুবককে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। রাজ্য জ্বলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট নিরোর মতো আনন্দ করছেন। গতকাল বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এ ধরনের অভ্যন্তরীণ হিংসা ও রক্তপাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণকে গণতান্ত্রিকভাবে রুখে দাঁড়াতে হবে।''

*ফের ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা!জেনে নিন আজকের আবহাওয়া*


ফের বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী দিন পাঁচেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৫° সেলসিয়াস।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কোনও কোনও জায়গায় রাতের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন কলকাতায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।গত কয়েকদিন মেঘলা আকাশ থাকার কারণে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। আগামী চার-পাঁচ দিনে বদলাবে অবস্থা। বৃষ্টিপাতের পরিমাণ কমবে।আগামিকাল থেকেই ফের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ফের ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনে বেলার তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।

*আজকের রাশিফল ২৭শে এপ্রিল ( বৃহস্পতিবার)*


মেষ রাশি: পূর্বপরিচিত কারোর সঙ্গে আজ দেখা হতে পারে এবং বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। পাশাপাশি, কথাবার্তায় খুব একটা মধুরতা আশা করা যাবে না।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটা ইতিবাচক না হলেও কিছু কিছু ক্ষেত্রে আজকে সুসংবাদ পাবেন।

মিথুন রাশি: পারিবারিক কলহের সম্ভাবনা থাকলেও আজকের দিনটা আপনার জন্য ইতিবাচক। কর্মের জন্য আজ কিছুটা ভ্রমণ হতে পারে।

কর্কট রাশি: পিতা বা পিতৃতুল্য কারোর সঙ্গে আজ মনোমালিন্য হতে পারে। অথবা পিতা বা পিতৃতুল্য কারোর শারীরিক কারণে আপনি খুব চিন্তিত থাকবেন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের আজকে প্রতিভার বিকাশ পাবে। পাশাপাশি, অত্যন্ত কৌশলের সঙ্গে আপনারা আজকে কাজকর্ম করবেন। ফলে আজকে বিশেষভাবে লাভবান হবেন। বিকেলের পরে হোঁচট খেয়ে রক্তপাতের সম্ভাবনা আছে। তাই, সাবধানে চলাফেরা করুন।

কন্যা রাশি: আজকে সবাই আপনার কাছে পরামর্শ নিতে আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র আজকে খুবই ভালো যাবে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে মতের অমিল হতে পারে এবং ছোটখাটো অশান্তির সম্ভাবনাও রয়েছে।

তুলা রাশি: পুরোনো কোনো ব্যথা-বেদনা বা রোগের উৎপত্তিতে আপনি কষ্ট পেতে পারেন। যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে তাঁরা সাবধানে থাকুন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়। পাশাপাশি, তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, বুঝেশুনে লেনদেন করুন।

বৃশ্চিক রাশি: শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখুন। পাশাপাশি, তাঁদের এড়িয়ে চলুন। কাজকর্মের দিকে একটু বিশেষ মনোযোগী হন। তাহলে ভালো ফল পাবেন। সিঁড়ি দিয়ে ওঠানামার সময় সাবধানে চলাচল করুন। নতুবা বিপত্তির সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি খুবই ভালো এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ একটি বিশেষ ইতিবাচক দিন। আপনি আজ কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। সারাদিন আজ আনন্দে কাটবে। ছোটখাটো ভ্রমণ সম্পন্ন হতে পারে।

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি অবশ্যই ইতিবাচক দিন। পড়ে থাকা কাজগুলি আজকে আপনারা করতে পারবেন এবং সফল হবেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি ইতিবাচক না হলেও সামান্য কিছু অর্থপ্রাপ্তি হবে এবং কর্মের দিক থেকেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ, আপনাদের কর্ম বৃদ্ধি পাবে। বাক্যের দ্বারা আজকে আপনারা মানুষকে সন্তুষ্ট করবেন।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি ইতিবাচক না হলেও আজকে আপনাদের গতদিনের থেকে কিছুটা ভালো যাবে।গ রয়েছে।

*স্কুল চলাকালীন ক্লাসরুমে বন্দুক হাতে ঢুকে পড়ল যুবক!*


ক্লাস চলছিল। চোখ ছিল ব্ল্যাক বোর্ডে আর মন দিয়ে শিক্ষকের কথা শুনছিল পড়ুয়ারা। আচমকাই ক্লাসরুমে ঢুকে পড়ে এক যুবক। এক হাতে পিস্তল আরেক হাতে পেট্রল বোমা। স্কুলেই বন্দুক হাতে ঢুকে পড়ল এক যুবক, মার্কিনমুলুক নয়, শিউরে ওঠার মতো ঘটনা খোদ মালদার কালিয়াচকে। এ খবর সাধারণত সংবাদপত্রের বিদেশের পাতায় পড়তে কিংবা দেখতে অভ্যস্ত আম বাঙালি। কিন্তু এবার এই রাজ্যে। খোদ বাংলায়। 

মালদার কালিয়াচকে বন্দুক হাতে স্কুলে ঢুকে পড়লেন এক যুবক। এখনও পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে, ওই যুবক একেবারেই তাঁর ব্যক্তিগত সমস্যায় এই কাজ করেছেন। কিন্তু তার জন্য স্কুলে কেন ঢুকে পড়লেন? একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

*অভিষেকের নির্দেশের পরও গোসাইমারিতে হল না পুনর্নির্বাচন*


কোচবিহারের সিতাই গোঁসানিমারি হাই স্কুল মাঠে বিশৃঙ্খলার ঘটনায় দলীয় কর্মীদের সাবধান করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘোষণাও করেছিলেন, বুধবার সকাল ১০-৫ টা পর্যন্ত গোসানিমারি ও সাহেবগঞ্জে পুনর্নির্বাচন হবে। কিন্তু এক্ষেত্রেও হল অন্যথা। বুধবার সকালে দেখা গেল ধু ধু করছে ফাঁকা মাঠ। কোথাও কোনও দলীয় কর্মীই নেই। দেখা গেল, কোনও লোক আসেননি ভোট গ্রহণ করাতে। সোমবার থেকে অভিষেকের ৬০ দিনের কর্মসূচি সাজিয়েছে তৃণমূল।

পঞ্চায়েত নির্বাচনের আগে মূলত অ্যাসিড টেস্ট করে নিতে চাইছে শাসকদল। এটি দলেরই একটি স্ট্র্যাটেজি। আসলে দুর্নীতি ইস্যুতে বিদ্ধ শাসকদলের কাছে এখন মুখ্য চ্যালেঞ্জ এমন এক জন দলের নেতাকে প্রার্থী করা, যাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে।

*কালিয়াগঞ্জ কাণ্ডে উদ্বিগ্ন রাজ্যপাল*


কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি সফর কাটছাঁট করে ফিরছেন কলকাতায়। তবে দিল্লিতে বসেই ডিজি ও মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর কাছে রিপোর্ট তলব করলেন তিনি।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কালিয়াগঞ্জ। মৃতার পরিবার ও প্রতিবেশীদের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এদিকে পুলিশের দাবি, প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে নাবালিকা।এই নিয়েই শুরু হয় উত্তেজনা।

*ফের তীব্র দাবদাহে পুড়বে পশ্চিমবঙ্গ! জেনে নিন আজকের আবহাওয়া*


সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে অনেকটা নিচে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় দুদিনের মধ্যে তাপমাত্রার ফারাক প্রায় ৭ ডিগ্রির মতো।রাজ্যের

সর্বোচ্চ তাপমাত্রা থাকবে৩১.৬°সেলসিয়া এবং

সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৯° সেলসিয়াস।

মেঘ এবং ঝোড়ো হাওয়ার দাপটে আজ এবং আগামীকালও কলকাতা সহ সংলগ্ন এলাকার তাপমাত্রা একই রকম থাকবে।তবে আগামী ২৪ ঘণ্টাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণের কোনও কোনও জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।