/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *মুকুল রায়কে নিয়ে উদ্বেগ মমতা* West Bengal Bangla
*মুকুল রায়কে নিয়ে উদ্বেগ মমতা*

মুকুল রায়ের হঠাতই দিল্লি যাত্রা ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে বাবার এহেন আচমকা 'নিখোঁজ' হয়ে যাওয়াকে ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন ছেলে শুভ্রাংশু রায়। তিনি বলেছেন, 'চিকিৎসকরা জানিয়েছেন বাবা সুস্থ নন। তবে বাবার নিখোঁজ হওয়ার পর কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুবার বাবার খোঁজ নিয়েছেন।'

*বিজেপিতে যোগ দিতেই কি দিল্লিতে গেলেন মুকুল?*

কাউকে না জানিয়ে হঠাতই দিল্লিতে গিয়ে হাজির হয়েছেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা মুকুল রায় । গতকাল সোমবার মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানান যে দুজন লোক বাবাকে নিয়ে কোথাও চলে গেছে। অপহরণের ইঙ্গিত দেন মুকুল পুত্র। এদিকে রাতের দিকে একটি বিমানের টিকিটের ছবি প্রকাশ্যে আসে।

সেখানকার লেখা অনুযায়ী, দিল্লি যাচ্ছেন মুকুল রায়। এরই মাঝে বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। একটি ফেসবুক পোস্টে কারোর নাম না নিয়ে তিনি লেখেন, 'প্রত্যাবর্তন'। আর এরপরেই শুরু হয়েছে জল্পনা।

*মুকুল রায়ের দিল্লি যাত্রার 'প্ল্যান' ফাঁস*

মুকুল রায় নাকি 'নিখোঁজ'! অথচ কাউকে কিছু না জানিয়ে হঠাতই দিল্লিতে হাজির হয়েছেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা। এদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায় বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, 'মুকুল রায়ের মানসিক অবস্থা ঠিক নয়। একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। মুকুল রায়ের কাছে এক টাকাও ছিল না, কীভাবে টিকিট কাটলেন?

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখন কিছু বলতে পারবেন না। বাবার পারকিনসন ডিমনেসিয়া রয়েছে। অভিষেককে বদনাম করতে রাজনীতি করা হচ্ছে। বাবার এরকমভাবে দিল্লি যাত্রার পিছনে বড় কোনও টাকার খেলা হয়েছে। বাবাকে বিমানবন্দর থেকে ফেরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সিআইএসএফ কোনও সাহায্য করেনি।'

*গরমে জ্বলছে গা-হাত-পা! হু হু করে বাড়ছে তাপমাত্রা! কেমন থাকবে আজকের আবহাওয়া*

সকাল কিংবা রাত, প্রায় সারাদিনই তীব্র গরমের বজায় থাকছে পশ্চিমবঙ্গ জুড়ে। আকাশের মুখ ভার। বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি।ইতিমধ্যে ৪১ ডিগ্রির উপর চলে গিয়েছে তাপমাত্রার পারদ। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে তাপমাত্রা।

আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২. ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২.১ ডিগ্রী সেলসিয়াস। আপাতত, চিটেফোটে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

*আজকের রাশিফল ১৮ই এপ্রিল (মঙ্গলবার)*


মেষ রাশি: আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও সেই সময়টাতে হঠাৎ করে অফিসের কোনো কাজ এসে উপস্থিত হবে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।

বৃষ রাশি: এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজকে অত্যন্ত সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন।

মিথুন রাশি: বাড়িতে কোনো পরিবর্তন করার আগে আজ অবশ্যই অভিভাবকদের কাছ থেকে পরামর্শ নিন। নাহলে সমস্যায় পড়তে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে।

কর্কট রাশি: আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার কিছু সমস্যাকে ভাগ করে নিতে পারেন।

সিংহ রাশি: বাবা এবং মায়ের কাছ থেকে আজ আপনি অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যা আপনাকে লাভবান করে তুলবে।

কন্যা রাশি: ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোনো পিকনিক স্পটে যেতে পারেন। পাশাপাশি, কিছু ভালো সময়ও উপহার পাবেন।

তুলা রাশি: সতর্কতার সাথে আজ কোথাও বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন। শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো হলেও আজ অযথা অর্থব্যয় থেকে বিরত থাকতে হবে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ সবাইকে আকৃষ্ট করবে।

ধনু রাশি: আপনার বাবা-মায়ের স্বাস্থ্যের আজ উন্নতি ঘটবে। যার ফলে আপনার চিন্তা অনেকটাই কমে যাবে। যাঁরা তাঁদের আত্মীয়দের কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন তাঁদের আজ সেই অর্থ ফেরত দিতে হতে পারে।

মকর রাশি: আপনি আজ এমন কোনো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন যেটি আপনাকে লাভবান করে তুলবে। রক্তচাপের রোগীরা আজ তাঁদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আপনি কোনো অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হবেন।

মীন রাশি: কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তাঁরা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যেবেলায় কোনো পার্কে বা নির্জন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন।

*सुप्रीम कोर्ट से राहत के बाद भी सीबीआई के समन पर फूटा अभिषेक बनर्जी का गुस्सा, कहा- बीजेपी ने मुझे परेशान करने के लिए सीबीआई और ईडी को अदालत की

सुप्रीम कोर्ट से राहत के बाद भी सीबीआई के समन पर फूटा अभिषेक बनर्जी का गुस्सा, कहा- बीजेपी ने मुझे परेशान करने के लिए सीबीआई और ईडी को अदालत की अवमानना का आदेश दिया

तृणमूल कांग्रेस (टीएमसी) सांसद अभिषेक बनर्जी को समन भेजा है। उन्हें मंगलवार को पूछताछ के लिए पेश होने को कहा गया है। सीबीआई की ओर से समन मिलने के बाद अभिषेक बनर्जी ने बीजेपी पर निशाना साधा है।

अभिषेक बनर्जी ने ट्वीट किया, बीजेपी ने मुझे परेशान करने और निशाना बनाने की अपनी हताशा में सीबीआई और ईडी को अदालत की अवमानना करने का आदेश दिया। सुप्रीम कोर्ट ने सुबह कलकत्ता हाई कोर्ट के उस आदेश पर रोक लगा दी जिसमें केंद्रीय एजेंसियों को मुझे समन करने की अनुमति दी गई थी। फिर भी आज दोपहर 1:45 बजे समन दिया गया। गंभीर स्थिति है।

बता दें कि ने सुप्रीम कोर्ट ने कलकत्ता उच्च न्यायालय के 13 अप्रैल के उस आदेश पर सोमवार को रोक लगा दी, जिसमें पश्चिम बंगाल पुलिस को स्कूल भर्ती घोटाले की जांच कर रहे केंद्रीय अन्वेषण ब्यूरो (सीबीआई) और प्रवर्तन निदेशालय (ईडी) के अधिकारियों के खिलाफ प्राथमिकी दर्ज नहीं करने का निर्देश दिया गया था। प्रधान न्यायाधीश डी वाई चंद्रचूड़ और न्यायमूर्ति पी एस नरसिम्हा एवं न्यायमूर्ति जे बी पारदीवाला की पीठ ने उच्च न्यायालय की एकल पीठ के इस निर्देश पर भी रोक लगा दी कि तृणमूल कांग्रेस के नेता अभिषेक बनर्जी और मामले में आरोपी कुंतल घोष से प्रवर्तन निदेशालय और सीबीआई पूछताछ कर सकती हैं।

अभिषेक बनर्जी को सीबीआई की तरफ से भेजे गए समन के बाद एक बार फिर विपक्षी दलों और केंद्र की मोदी सरकार के बीच टकराव बढ़ने की पूरी संभावना है। दरअसल विपक्षी लगातार केंद्र सरकार पर केंद्रीय जांच एजेंसियों के दुरुपयोग का आरोप लगा रहे हैं। इससे एक दिन पहले यानी रविवार को ही दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल से सीबीआई ने शराब नीति बनाने में कथित भ्रष्टाचार के एक मामले में पूछताछ की थी।

*অভিষেককে নোটিশ পাঠাল সিবিআই*

সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেক ব্যানার্জিকে নোটিশ। নোটিশ দেওয়া হয়েছে সিবিআই -এর পক্ষ থেকে। মঙ্গলবার সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। এরপর এদিনই দুপুরে নোটিশ পাঠিয়েছে সিবিআই।

*বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করল অভিষেক*

সিবিআইয়ের নোটিশ পৌঁছনোর পরই নথি তুলে ধরে বিজেপির বিরুদ্ধে ট্যুইটারে মারাত্মক অভিযোগ আনলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে তলবের দুটি নথি তুলে ধরে অভিষেকের দাবি, 'তাকে টার্গেট করে হেনস্থার চেষ্টা করছে বিজেপি। ভয়ঙ্কর অবস্থা। ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টি ফাঁস করেছে বিজেপিই।' সুপ্রিম কোর্ট যেখানে অভিষেককে জিজ্ঞাসাবাদের ওপর হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে, সিবিআই সেখানে একই দিনে কীভাবে নোটিশ দিল? এ নিয়েই এখন উত্তাল বাংলার রাজনীতি।

*স্বরাষ্ট্র মন্ত্রীর ইস্তফা দাবি চাইলেন মমতা*

লোকসভা নির্বাচনে বিজেপি ৩৫টি আসন পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। সিউড়ির সভায় এই মন্তব্য করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে নবান্নে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সংবিধানের শপথ নিয়ে এই মন্তব্য করতে পারেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি তিনি কোনও ষড়যন্ত্রে লিপ্ত? এই প্রশ্নও তুলেছেন তিনি।

এদিন মমতা বলেন, ‘দলীয় সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বলবেন সেটা তাঁর ব্যাপার। কিন্তু তিনি কখনওই বলতে পারেন না যে ৩৫টা আসন পাব। পেলেই আর অপেক্ষা করতে হবে না। বাংলায় সরকার পড়ে যাবে। তার মানে একটা স্বরাষ্ট্র মন্ত্রী চক্রান্ত করছেন। এত ঔদ্ধত্য যে তিনি দেশ, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন। কোন আইনে তিনি বলতে পারেন? তার মানে কি নিজেরা আইন তৈরি করবে? ওরা বিচারব্যবস্থা বদলে ফেলবে, সংবিধান বদলে ফেলবে। ইতিহাস বদলে ফেলবে। এই কথা বলার কোনও অধিকার তাঁর নেই। আমরা পরিষ্কার বলতে চাই। এই কথা বলার পর স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে তাঁর থাকার কোনও অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। গণতান্ত্রিক ভাবে’।

*দেশকে রক্ষার পরিবর্তে সরকার ফেলার চক্রান্ত! বিজেপিকে আক্রমণ মমতার*

"কীভাবে অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল? দেশকে রক্ষা করার পরিবর্তে সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী", এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর অশান্তি নিয়ে আবার বিজেপিকে আক্রমণ মমতার।