সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
এসবি নিউজ ব্যুরো: সন্দেশখালির ঘটনায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সংবাদের শিরোনামে থাকা সন্দেশখালি নিয়ে ৫টি জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলাগুলিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশে দিল প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত কেন্দ্রীয় তদন্তে রাজ্যকে সব রকম সাহায্য করতে নির্দেশ দিয়েছে আদালত।
ডিভিশন বেঞ্চের নির্দেশ, কেন্দ্রীয় তদন্তকারীদের অবিলম্বে পৃথক একটি ই-মেইল খুলতে হবে যাতে সেখানকার মানুষ তাদের অভিযোগ সরাসরি সিবিআইকে জানাতে পারে। এছাড়াও সিবিআইকে একটি পোর্টাল তৈরি করতে হবে। জমি দখল, ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। এই তদন্ত হবে আদালতের নজরদারিতে হবে। এদিন বুধবার থেকেই সিবিআই এই তদন্ত শুরু করবে। আদালতের আরও নির্দেশ, সন্দেশখালির স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে রাস্তায় সিসি ক্যামেরা, এলইডি আলো বসাতে হবে আগামী ১৫ দিনের মধ্যে। রাজ্যকে তার খরচ বহন করতে হবে।
এছাড়াও সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। সিবিআই চাইলে তদন্তের স্বার্থে যে কোন পদমর্যাদার ব্যক্তিকে ডেকে পাঠাতে পারবে। আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।সেদিন তদন্ত নিয়ে রিপোর্ট দেবে সিবিআই। আদালত জানিয়েছে, সন্দেশখালিতে জমি হস্তান্তর, চাষের জমিকে ভেড়িতে রূপান্তরিত করার অভিযোগের তদন্ত করে বিস্তারিত রিপোর্ট দিতে হবে সিবিআইকে। তদন্ত প্রক্রিয়ার উপর আদালত নজরদারি চালাবে। সিবিআইয়ের রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।
আদালতের পর্যবেক্ষণ, সন্দেশখালি মামলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের আবেদন জানানো হয়েছিল। বিষয়টির গুরুত্ব বুঝে আদালত মনে করছে, কোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই।সন্দেশখালির স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা বসানোর জন্যে উত্তর ২৪ পরগনার জেলাশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনকে একসঙ্গে মিলে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে হবে।ডিভিশন বেঞ্চ তার নির্দেশে উল্লেখ, মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ, বিশেষ করে তফসিলি জনজাতির জমি কেড়ে নেওয়া-সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করে আদালত সিদ্ধান্ত নিয়েছে।সিবিআই সন্দেশখালির মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে।
আদালতের নির্দেশ, মামলার সব পক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে সিবিআইয়ের কাছে সব অভিযোগ জমা দিতে অভিযোগকারীদের গোপনীয়তা বজায় রাখতে বলা হয়েছে সিবিআইকে।সন্দেশখালি এলাকায় ওই ইমেল আইডির প্রচার করতে হবে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে। স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচারিত দৈনিক কাগজেও ওই বিষয়ে মানুষকে অবহিত করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।
Apr 10 2024, 16:47