/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz অর্জুন সিং প্রার্থী হলে বিজেপি করা লোক ব্যারাকপুরে থাকবে না দাবি পার্থ ভৌমিকের West Bengal Bangla
অর্জুন সিং প্রার্থী হলে বিজেপি করা লোক ব্যারাকপুরে থাকবে না দাবি পার্থ ভৌমিকের

উত্তর ২৪ পরগনা: ২০২৪ এর লোকসভা নির্বাচনে এবার সকলের নজরে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। লোকসভার টিকিট না পেয়ে ইতিমধ্যেই বর্তমান সাংসদ অর্জুন সিং দলবদল করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। সূত্রের খবর তিনিই এবারের ব্যারাকপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী হচ্ছেন। কিন্তু এটা মেনে নিতে পারছেন না আদি বিজেপি কর্মীরা। আজ জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর দাস পাড়ার ৪০ জন বিজেপি কর্মী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। রবিবার এই যোগদান পর্বে হাজির হয়ে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, "মানুষ ব্যারাকপুরের বুকে আর ২০১৯ ফেরাতে চাইছে না"। পার্থ-র আরও দাবি, অর্জুন সিং প্রার্থী হলে ব্যারাকপুরে বিজেপি করা লোক থাকবে না। দলে দলে সব তৃণমূলে যোগ দেবে।

৩ দিন ধরে বিদ্যুৎ নেই, নাজেহাল বস্তিবাসী, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
*এসবি নিউজ ব্যুরো:* ৩ দিন ধরে বিদ্যুৎ নেই। নাজেহাল বস্তিবাসী। তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় এলাকার বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা এলাকার ঘটনা। শুক্রবার দুপুরে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তবর্তী এলাকায় কসবাগোলায় লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে রমজান মাসে রাস্তায় বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রায় কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা।

অভিযোগ, বুধবার প্রচণ্ড ঝড়ো হাওয়ায় এবং বৃষ্টির জেরে বিদ্যুতের খুঁটি-সহ কারেন্টের লাইন ছিঁড়ে পড়ে।  পাশাপাশি, বেশ কয়েকটি কারেন্টের খুঁটি ভেঙে পড়ে একেবারেই তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকায়। এর ফলে দীর্ঘ প্রায় ৩ দিন ধরে কসবাগোলায় চলছে লোডশেডিং। এলাকার বাসিন্দাদের দাবি, স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং বিদ্যুৎ দফতরে জানিয়েও মেলেনি সুরাহা।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থেকে পূর্ব মেদিনীপুরের এগরার কসবাগোলায় এসেছে হাইটেনশন লাইন। ঝড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। রমজান মাসে বিদ্যুৎ না থাকায় জলের সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। ফলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকার বাসিন্দারা। অভিযোগ, বিদ্যুৎ দফতরের উদাসীনতাকে দায়ী করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা এই বিষয়টি এগরার  বিধায়ক তরুণ কুমার মাইতি ও দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানকে জানিয়েছেন। তাতেও কোন লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের।

তবে এ প্রসঙ্গে পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের আহ্বায়ক রবীন্দ্রনাথ দাস জানিয়েছেন, আমরা বিষয়টি বিদ্যুৎ দফতরে জানিয়েছি। কসবাগোলার কিছু কিছু জায়গায় কারেন্ট আসা শুরু করেছে। তবে আশা করছি কয়েক ঘন্টার মধ্যে পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে সম্পূর্ণ করবো। কিন্তু অবিলম্বে সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।
দীর্ঘ দুই মাস ধরে জলের সংকটে ভুগছে এলাকার বাসিন্দারা
*এসবি নিউজ ব্যুরো:* পবিত্র রমজান মাসের গ্রীসের তাপদাহ। আর এমনি সময়ে ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় আসছে না পানীয় জল।পাইপ লাইন আছে  নেই জল।দীর্ঘ দুই মাস ধরে জলের সংকটে ভুগছে এলাকার বাসিন্দারা। পাইপ লাইন তৈরি হয়েছে প্রায় কয়েক বছর হয়ে গেল।আগে জল আসলেও  প্রায় দুই- আড়াই মাস ধরে বিন্দুগ্রাম , লুথার পাড়া , ঘাট পাড়া , খুন্তি পাড়া , বাধিয়াপাড়া , হাড্ডিবন্না, লোহা পট্টি , কোথাও যাচ্ছেনা আর্সেনিক মুক্ত জল । গ্রামবাসীদের পার্শ্ববর্তী গঙ্গা থেকে রান্নাবান্না ও স্নানের জল বয়ে আনতে হচ্ছে এই রমজানের উপবাসের মধ্যেই। ঘরের মা বোনেরা এই উপবাসের মধ্যে কষ্ট করে জল বহন করে নিয়ে আসছেন ।এলাকাবাসীর অভিযোগ PHP দফতর ঠিকভাবে কাজ করছে না , এলাকার পাইপ লাইন মেইন্টেনেন্স এর জন্য প্রতিবছর যে টেন্ডার হয় সেগুলি মেইনটেনেন্সের কাজ হয়  না । খরার তীব্র তাপ প্রবাহে , এলাকার মানুষ জলের জন্য হাহাকার করছেন । প্রশাসনের তরফ থেকেও এই ব্যাপারে কোন উচিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না । এলাকার মানুষজন চান দ্রুত এই সমস্যার সমাধান করা হোক ।
এলাকার খাদ্য কর্মাধ্যক্ষ মালতি মন্ডল ঘোষের প্রতিনিধি বাবলু ঘোষ জানালেন, আমরাও বারবার অভিযোগ করেছি , কিন্তু, পিএইচ দপ্তর এই ব্যাপার গুলো নিয়ে কোন পদক্ষেপই গ্রহণ করছে না । তবে তিনি জানালেন, এলাকার বিধায়ক মনিরুল  ইসলামের উদ্যোগে একটি জল প্রকল্পের উদ্বোধন হয়েছে । প্রকল্পের কাজ সম্পন্ন হলে এক থেকে দেড় বছরের মধ্যে এলাকার মানুষের জল সমস্যা আর থাকবে না বলে জানালেন । এর জন্য তিনি নিজে জমি দান করেছেন । এই প্রকল্পের মাধ্যমে চৌদ্দটি মৌজার মানুষ উপকৃত হবে বলে তিনি জানালেন ।
*কবিতা*

একাকীকত্ব

গোপাল মাঝি

জীবন বড়-ই একাকীকত্ব

ভাবছি এখন মনে,

কাছের মানুষ আঘাত যদি

দেয় আমার মনে |

এমনটাতো কি ছিল আগে

এখন কেন হলো,

সবুজ মনটি অবুঝ হয়ে

কেন দূরে গেলো!

সমস্যায় তো পাশে ছিলাম

ওগো মরমী বধূ,

হঠাৎ কেন এ' যন্ত্রনা

বইছি আমি শুধু!

জীবন ইঞ্জিন ছিল গতিশীল

চলতো আপন তালে,

নৌকা যেমন চলে ছুটে

লাগলে হাওয়া পালে |

এখন কেন থামলো আমার

সুর -ছন্দ -তাল,

কোন অজানার ঝড়ে বলো

ছিঁড়লো নৌকার পাল!

ভাবছো মনে থাকবে সুখে

পুরানো বাদ দিলে,

মাঝ নদীতে ডুববে নৌকা

ভিড়বেনা আর তীরে |

পিছন ফিরে দেখবে যখন

অপেক্ষায় আজও আছি,

আগের মতো বুঝবে তুমি

আমি কেমন ভালোবাসি |

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের অভিনব জনসংযোগ

এসবি নিউজ ব্যুরো : দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী বাপি হালদার। এটি তফসিলি লোকসভা কেন্দ্র। রায়দিঘি বিধানসভার মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় বাড়ি।প্রথমে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হন।

পরে সেখান থেকে গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের জয়লাভ করেন।যুব তৃণমূলের সভাপতি দক্ষিণ ২৪ পরগনা।জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ। ২০২৪ লোকসভায় মথরাপুর তপশিলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। এদিন বামনগাছি স্কুল মাঠ থেকে মথুরাপুর রেলস্টেশন পর্যন্ত পায়ে হেঁটে প্রচার সারেন তিনি।

রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে কর্মীসভা

এসবি নিউজ ব্যুরো: আসন্ন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত এই সভায় জেলা, ব্লক ও পৌরসভার সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিতি ছিলেন।এই সভায় উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার প্রসঙ্গ তোলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

গোষ্ঠীদ্বন্দ উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের এক বড় মাথা ব্যাথার কারণ। ইতিমধ্যেই ইসলামপুরে কানাইয়া পন্থীদের বিরোধের খবর সামনে এসেছে। যদিও এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের কোন অস্তিত্বের কথা সম্পূর্ণ অস্বীকার করেন জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল,মন্ত্রী গোলাম রব্বানী থেকে প্রার্থী কৃষ্ণ কল্যাণী। যদিও এই বার্তা দলের নিচু তলার কর্মীদের মধ্যে কতটা কার্যকরী হবে তা সময়ই বলবে।

২০২৪ এর লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ
২০২৪ এর লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ

*আমি থাকি বা না থাকি ঘাটালে মাস্টার প্ল্যান রূপায়িত হবে, রোড শোতে এসে বললেন দেব* *


এসবি নিউজ ব্যুরো:* মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবে হোক হবেই।বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে লোকসভা নির্বাচনের প্রচারে এসে জানালেন তৃণমূলের সাংসদ দেব। এদিন তিনি প্রথমে দাসপুরে যান। দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ধুপ কারখানার শ্রমিকদের পরিবারের সাথে কথা বলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান," আমি থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবেই হোক হবেই"।

দেবের সেই পুরাতন সৈনিক অজিত মাইতি কে পাশে বসে এই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোড শোতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দাসপুরে পড়ে যাওয়া কারখানার, শ্রমিকদেরকে এমপি ফান্ড থেকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য করার কথা জানান। ৬ মাসের মধ্যে কিভাবে কারখানাটি নতুনভাবে আবার শুরু করা যায় সে বিষয়েও ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তিনি।

গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক যুবক

এসবি নিউজ ব্যুরো: নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক, উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাচলোনা প্রাণ।ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংগ্লগ্ন গঙ্গার ঘাটে।

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন বেলা আনুমানিক ২টো নাগাদ গঙ্গায় স্নান করতে আসে পাঁচ যুবক, তারা একসাথেই জলে নামে ও কিছু সময় পর ৪ জন উঠে এলেও জলে প্রায় তলিয়ে যায় এক যুবক, গঙ্গার ঘাটে উপস্থিত সকলেও স্থানীয়রা খবর দেয় নবদ্বীপ থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও ডুবুরি, ডুবুরির কিছু সময়ের চেষ্টায় উদ্ধার করা হয় ওই যুবককে, ও তৎক্ষনাৎ নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই কর্ত্তব্যরত চিকিৎসক ঐ যুবককে মৃত বলে জানায়।

পাশাপাশি সূত্র মারফত জানা যায়, মৃত যুবকের নাম বাপ্পা দেবনাথ বয়স আনুমানিক বয়স ২২বছর। বাবা নেপাল দেবনাথ। বাড়ি নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ, হাসপাতাল সংগ্লগ্ন বাগানে পাড়া এলাকায়। ইস্কন পরিচালিত নবদ্বীপ মন্ডল পরিক্রমায় সেবক, হিসেবে পরিক্রমার সাথে কাজে নবদ্বীপ এসেছিলো ওই যুবক।তার পরেই ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা।শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

*Curtain Raiser of Physical Disability Triangular T20 Trophy 2024 organised by DCCI*

Sports

KKNB : Cricket in India is not just a sport, it's a religion. The much-awaited Physical Disability Triangular T20 Trophy 2024 is set to begin on 15th March, 2024 organised by Differently Abled Cricket Council of India which was formally announced today. The trophy was revealed for the same at Taj Bengal, Kolkata.

The ceremony was graced by the presence of several dignitaries including Mr. Arun Lal, Former Indian Cricketer; Mr. Chinmay Nayak, CEO of CAB; Mr. Arun Saraf, Chief Patron of WB Cricket Association for Differently-Abled; Mr. Ravi Chauhan, General Secretary of DCCI; Sqn Ldr Abhai Pratap Singh, Joint Secretary of DCCI; Mr. Rajesh Bhardwaj, Chairman, Corporate Affairs & Communication of DCCI; Mr. Surender Agarwal, Chairman, South India of DCCI & many other eminent personalities.

Disability cricket is a variant of cricket played by individuals with various disabilities. There are specific rules and regulations depending on the type of impairment, but the core gameplay remains similar to traditional cricket. However, amidst the glitz and glamour of mainstream cricket, there exists a segment of cricket enthusiasts who have long been marginalized and overlooked – the differently-abled cricketers. Differently-abled cricket encompasses various forms such as Blind Cricket, Deaf & Mute Cricket, Physical Disability Cricket & Wheelchair Cricket. The Physical Disability Triangular T20 Trophy 2024 would be played between three states Punjab, Uttar Pradesh and West Bengal from 15th - 17th March, 2024 at Aditya Academy, Barasat.

Speaking to the media, Mr. Ravi Chauhan, General Secretary of DCCI said, “The Physical Disability Triangular T20 Trophy is a unique platform that celebrates the talent and determination of physically disabled cricketers. We have always wished to bring change in society in every way possible. We want to create awareness that the differently-abled can do whatever they want to do in life infact even better than a normal person.”

On this occasion, Mr. Arun Saraf, Chief Patron of WB Cricket Association for Differently-Abled said, “I am incredibly honored to be appointed Chief Patron of the West Bengal Cricket Association for Differently-Abled by the DCCI. I am committed to working tirelessly to ensure equal opportunities for all cricketers in West Bengal, regardless of ability.”