জগদ্দলের মেঘনায় ৩টি নবনির্মিত গঙ্গা ঘাটের উদ্বোধন করলেন সাংসদ অর্জুন সিং
![]()
উত্তর ২৪ পরগনা: রবিবার জগদ্দলের মেঘনা মোড় সংলগ্ন ৩টি নতুন গঙ্গার ঘাট উদ্বোধন করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছিল ঘাটগুলোর। এলাকার লোকজন নিত্যদিন ঘাটগলোতে স্নান করতে আসেন। পূজা-পার্বনে পুণ্যার্থীরা ভিড় জমান গঙ্গার ঘাটগুলোয়। বাসিন্দাদের দাবি মেনে তাঁর সাংসদ তহবিলের অর্থে ৩টি নতুন ঘাট নির্মাণ করা হয়। কয়েকমাস আগে তিনি আরও ৩টি ঘাটের উদ্বোধন করেন।
ঘাট উদ্বোধনে এসে সাংসদ অর্জুন সিং বলেন, "গঙ্গার ঘাটগুলোর পাড় ভেঙে গঙ্গার গ্রাসে চলে যাচ্ছিল। তাই নতুন করে ঘাটগুলো তৈরি করে দেওয়া হয়েছে। গার্ডওয়াল করে দেওয়া হয়েছে। এরপর ঘাট সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন বাড়ানো হবে"। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ প্রমুখ।
![]()






Mar 03 2024, 15:15
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.7k