/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz সরকারি কর্মচারীদের নবান্নের বাসস্ট্যান্ডের অবস্থান একদিন কমিয়ে দিল কলকাতা হাইকোর্ট West Bengal Bangla
সরকারি কর্মচারীদের নবান্নের বাসস্ট্যান্ডের অবস্থান একদিন কমিয়ে দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা: মহার্ঘ্য ভাতা নিয়ে নিয়ে সরকারি কর্মচারীদের নবান্নের বাসস্ট্যান্ডের অবস্থান একদিন কমিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৪ ডিসেম্বরের পরিবর্তে শনিবার ২৩ ডিসেম্বর পর্যন্ত এই ধর্ণার অনুমতি পেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শনিবার পর্যন্ত আন্দোলনের সময় কমিয়ে এই নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবাগননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলায় এই নির্দেশ। বৃহস্পতিবার শর্তসাপেক্ষে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নায় বসার অনুমতি দেন বিচারপতি রাজা শেখর মান্থা। সিঙ্গল বেঞ্চ ২২-২৪ শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণার অনুমতি দেয়।

শর্ত ছিল, ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না। এই শর্তে অনুমতি দেন বিচারপতি মান্থা। এদিন আদালতে রাজ্য বলে, মধ্যরাত থেকে ধর্না চলছে। গতকাল মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। যদিও আদালতকে জানানো হয়, এতে আন্দোলনকারীরা খুশি নন। এর পরেই আন্দোলনকারীদের আদালত বলে,শনিবার অবধি করুন, বিকাল ৪টে পর্যন্ত করুন।

সরকারী মেলার মাঠে উড়লো তৃণমূলের প্রতীক

বাঁকুড়াঃ ৩৬ তম বিষ্ণুপুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আকাশে উড়লো শাসক তৃণমূলের লোগো। আর এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী থাকলেন ওই অনুষ্ঠানে উপস্থিত হাজারো হাজারো মানুষ। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার জেলাশাসক, পুলিশ সুপার, বিষ্ণুপুরের মহকুমাশাসক থেকে অন্যান্য সরকারী আধিকারিকদের উপস্থিতিতেই সম্পূর্ণ সরকারী অর্থ ব্যায়ে এই মেলায় সুকৌশলে শাসক দলের প্রচার করা হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন।

একই সঙ্গে রাজ্যে পালাবদলের পর থেকে বিষ্ণুপুর মেলা সহ অন্যান্য সরকারী অনুষ্ঠানে বিরোধী জনপ্রতিনিধিদের ডাক না পেলেও 'দলবদলু' বিধায়কদের উপস্থিতির অভিযোগ তো আছেই। এবারের মেলাতেও তার অন্যথা হয়নি। কোন বিরোধী বিধায়ক-সাংসদ বিষ্ণুপুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেলেও বিষ্ণুপুর ও কোতুলপুরের 'দলবদলু' বিধায়ক তন্ময় ঘোষ ও হরকালী প্রতিহারকে 'মঞ্চ আলো করে' বসে থাকতে দেখা গেছে। এমনকি সরকারী আমন্ত্রণ পত্রেও তাঁদের নাম ছিল বলে খবর।

তৃণমূলের লোগো মেলার মাঠে ওড়ানো হয়েছে স্বীকার করেছেন ওই কাজে দায়িত্বপ্রাপ্ত বেসরকারী সংস্থার কর্মী নিজেই। অনুপম মাহাতো নামে ওই কর্মী বলেন, ইউ.এস.এ থেকে আমাদের কোম্পানীর তরফে এই মেশিন আনা হয়েছে। এদিন মেলার উদ্বোধনী 'ফ্লাইং লোগো' হিসেবে 'বিষ্ণুপুর মেলা ও তৃণমূলের লোগো' আকাশে ওড়ানো হয়েছে বলে তিনি স্পষ্টতই স্বীকার করেন।

পুরো বিষয়টি শাসক দলের 'নির্লজ্জতার পরিচয়', দাবি বিজেপির। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি, 'সরকারী টাকায় মোচ্ছব হচ্ছে', এখন সরকার আর তৃণমূল সমার্থক। এখন বিষ্ণুপুর মেলায় তৃণমূলের লোগো উড়ছে ক'দিন পর ওই দলটাই হাওয়ায় উড়ে যাবে বলে তিনি দাবি করেন।

এবিষয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখানো বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ন'দিন ধরে সরকারী ব্যবস্থাপনায় মেলা চলছে। তৃণমূলের লোগো যদি আকাশে ওড়ানো তা ঠিক নয় স্বীকার করেও বিষয়টি তাঁর জানা নেই দাবি করেই দায় এড়িয়েছেন এই 'দলবদলু' বিধায়ক।

কলকাতায় করোনার থাবা

ফের কোভিডের থাবা বাংলায়। কোভিডে আক্রান্ত হলেন আরও বহু মানুষ। জানা গিয়েছে, রাজ্যে কোভিডে আক্রান্ত হলেন ৮ জন। এদিকে আমরি হাসপাতালে অনেকের কোভিড পরীক্ষা করা হয়। জানা যাচ্ছে, আপাতত ৪ জনের মধ্যে ৩ জন ভর্তি হাসপাতালে। বেলভিউতে ভর্তি ২ জন।

উডল্যান্ডসে ভর্তি ভবানীপুরের একজন ১ জন। কলকাতা মেডিকেল কলেজে ৬ মাসের শিশু ভর্তি। আক্রান্তরা কোভিডের নতুন ভেরিয়েন্ট অর্থাৎ জেএন. ১-এ আক্রান্ত কিনা তা জানা যাবে জোনাম সিকোয়েন্সিং-এর রিপোর্টে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, সকলের অবস্থাই স্থিতিশীল।

WestBengalBangla
*Photo Gallery* A book on the biography of Acharya Sril Prabhupada, the founder of ISKCON, Calcutta, is released at Scottish Church College. P
*নবান্নে ডিএ নিয়ে আন্দোলন*

আজ থেকে নবান্নের সামনে শুরু হল সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ নিয়ে আন্দোলন। আজ অর্থাৎ ২২ থেকে ২৪ ডিসেম্বর অবধি নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট। যদিও কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ৩০০ জনের বেশি একমঞ্চে থাকতে পারবে না। অন্যদিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে পুলিশের হুঁশিয়ারি, বেশি জোরে স্লোগান দেওয়া যাবে না। 

 শীতের কামড় উপেক্ষা করে আজ ভোর থেকেই শুরু হয়েছে বকেয়া ও বর্ধিত হারে ডিএ নিয়ে বিক্ষোভ। ডিএ নিয়ে চলছে টানাপোড়েন। নবান্ন বাস টার্মিনাস চত্ত্বরে চলছে বিক্ষোভ আন্দোলনকারীদের। যদিও পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ। গতকালই ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বরফ গলেনি বলে মনে হচ্ছে। ‘ভিক্ষা চাই না’, জানিয়ে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

টাকি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ল মহকুমা শাসকের দপ্তরে

উত্তর ২৪ পরগনা: টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জির অপসারণের দাবিতে টাকি পৌরসভার ১২ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দিল বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে ।এই বিষয়ে চেয়ারম্যান সোমনাথ মুখার্জী ফোনে জানান,তিনি এখন এই বিষয়ে কিছু বলবেন না । তিনি যা জানানোর জেলা নেতৃত্বকে জানিয়েছেন । যা বলার জেলা নেতৃত্ব বলবেন ।

এই নিয়ে মুখ খুললেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন,"এই বিষয়ে তাদের নৈতিক সমর্থন আছে। কারন টাকি পৌরসভা দুর্নীতিগ্রস্ত । তাই এই অনাস্থায় তাদের সমর্থন আছে।"

পুঞ্চে সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা কনভয়ে সন্ত্রাসবাদীদের হামলায় চার সেনা শহিদ হয়েছেন। গুরুত্বর জখম হয়েছেন তিন জন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আচমকা হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন সেনা জওয়ানরা।

শেষ পর্যন্ত সেনাবাহিনী জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এই ঘটনা নিয়ে প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন,’ বুধবার রাত থেকে পুঞ্চের সুরানকোটের ডেরা কি গলি-তে (যা স্থানীয়দের কাছে ডিকেজি হিসাবেই সমধিক পরিচিত) সেনা জওয়ানরা অভিযান শুরু করেছিল। আর তাতেই বৃহস্পতিবার দুপুরে সহত হন চার জন জওয়ান।‘চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়। গত দু'বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছেন।

পাপ্পু সিং কে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের একাংশের

উত্তর ২৪ পরগনা: গতকাল জগদ্দলের ভিকি যাদব খুনের মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিং গ্রেফতার করে। তাঁর ই প্রতিবাদে জগদ্দলের মজদুর ভবনের সামনে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের একাংশ। দাবি পুলিশ এর আগে ভিকি যাদবের খুনের মূল অভিযুক্ত পঙ্কজ সিং বলেছিল।আর এই পঙ্কজ সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ। বিধায়কের সঙ্গে এই পঙ্কজ সিং কে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে।তারই ছবি নিয়ে দাবি করা হয় তাহলে সোমনাথ শ্যামকে কেন গ্রেফতার করা হবে না। আরো দাবি বিধায়ক ও কিছু পুলিশ আধিকারিকের যোগশাজে পাপ্পু সিং কে গ্রেফতার করা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।না হলে তারা বৃহত্তর আন্দোলন নামবে।

*বেলা ১২ টা বাজলেই কী যানজটের আশঙ্কা! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২২ শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে বেলা ১২ টা নাগাদ শিয়ালদহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। এখান৭০০-৮০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেলা ১ টা নাগাদ শিয়ালদহ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ১৫০-২০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বর্তমানে বড়দিন উপলক্ষে ভিক্টোরিয়া, চিড়িয়াখানায় ভিড় জমিয়েছে আমজনতা। তাই পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  ে

*ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যে কমবে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া*


উৎসবের মেজাজে বারবার আবহাওয়ার ভোল বদল। নতুন করে বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। দুদিনে বেড়েছে তাপমাত্রা। আর এই সব হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নয়া ঘূর্ণাবর্তের জেরে।

মৌসম ভবন জানিয়েছে, গতিপথ পরিবর্তন করে বর্তমানে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে এর জেরে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আপাতত নেই৷আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের স্পেল জারি থাকবে। তবে তারপর বড়দিনের আগেই বাড়তে পারে তাপমাত্রা।

আপাতত দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। তবে বড়দিনের সময়ে ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে রাজ্যে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৭ ডিগ্রী সেলসিয়াস।