বিশেষ সক্ষম ব্যক্তিদের রাজ্যের পোর্টালে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে হয়রানি নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট
কলকাতা: বিশেষ সক্ষম ব্যক্তিদের রাজ্যের পোর্টালে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে হয়রানি নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট। এই নিয়ে খুব প্রকাশ করলেন প্রধান বিহারপতি টিএস শিবজ্ঞানম। তাঁর মন্তব্য, রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী থাকায় কাজে দায়সারা মনোভাব দেখা দিচ্ছে। এতেই ভোগান্তি বাড়ছে বলে মত প্রধান বিচারপতির। তিনি বলেন, এরাজ্যে কেন আলাদা পোর্টাল চলছে। যদি সেটা হয়েও থাকে তবে কেন কেন্দ্রীয় পোর্টাল থেকে তথ্য নেওয়া হচ্ছে না। এই ধরনের মানুষের জন্য এটা হয়রানি বলেই মনে করছে আদালত বলে জানান প্রধান বিচারপতি। বিশেষ সক্ষম মানুষদের সুবিধার্থে ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার ইউডিআইডি (ইউনিক ডিসএবলিটি কার্ড) কার্ডের ব্যবস্থা করে।
অভিযোগ, রাজ্য এই পোর্টাল থাকার পরেও আলাদা করে এই ধরেন মানুষদের জন্যে নির্দিষ্ট পোর্টাল খোলে। এই পোর্টাল থেকে কার্ড দেওয়ার কথা বলা হয়। অভিযোগ যখনই সেখানে নাম নথিবদ্ধ করতে চাইছেন প্রার্থীরা তাদের নাম নথিবদ্ধ বলে দেখানো হচ্ছে। ফলে কেউ কার্ড পাচ্ছেন না। এই অভিযোগ তুলে বিশেষ ভাবে চাহিদা সম্পন্নদের পরিবার আদালতে মামলা করে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, কেউ কাজ করতে চায় না। এ ওকে দেখাচ্ছে ও তাকে দেখাচ্ছে। একজন চিকিৎসক সব কাজ করবেন এটা আশা করা যায় না। হাসপাতালের ৮০ % কর্মী চুক্তিভিত্তিক। তারা ১২-১৩ হাজার টাকা করে পায়। কি কাজের আশা করবেন তাদের কাছ থেকে। এর পরই তিনি বলেন, রাজ্য আরেকবার আদালতে বলুক ই-পোর্টাল এ রাজ্য শীর্ষে। আমি বুঝিয়ে দেব। এদিন রাজ্যকে তিনি প্রশ্ন করেন আপনাদের কতজন কর্মী চুক্তিভিত্তিক।
রাজ্যের আইনজীবী বলেন, জানি না। বিরক্ত প্রধান বিচারপতি বলেন, আপনার জানা উচিৎ। মানুষ দূর থেকে আসেন। কত কত টাকা খরচ করে তারা কলকাতায় থাকেন। সব জায়গায় চুক্তি ভিত্তিক কর্মী বেশি। এসএসকেএম হাসপাতালে কতজন চুক্তি ভিত্তিক। তিনি বলেন, খুব খারাপ লাগে ই-পোর্টাল না খুললে। জয়েন্ট ডাইরেক্টর আবার বলছেন ৪৭০ কার্ড পোর্টালে হয়েছে। এই সমস্যা সাধারণ। এটা ঠিক করে নেওয়া সম্ভব। কিন্তু তা না করে এভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
Dec 11 2023, 17:30