/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz রাজ্যের শাসক দলের দ্বারা দলীয় কর্মীর উপর অত্যাচারের অভিযোগে বিজেপির ভিআইপি রোড অবরোধ West Bengal Bangla
WestBengalBangla

Dec 02 2023, 18:01

রাজ্যের শাসক দলের দ্বারা দলীয় কর্মীর উপর অত্যাচারের অভিযোগে বিজেপির ভিআইপি রোড অবরোধ

কলকাতা: বিজেপির যুব মোর্চার কর্মী মিহির বিশ্বাসকে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীর ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে এবং হাতের আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ তুলে তার প্রতিবাদে রাজারহাট গোপালপুর বিধানসভার বিজেপি কর্মীদের ভিআইপি রোড অবরোধ।

ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ। পুলিশ বিজেপি কর্মীদের রাস্তা থেকে টেনে তোলে।

WestBengalBangla

Dec 02 2023, 17:20

দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে কৃষ্ণনগর থেকে কৃষ্ণগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

নদীয়া:নদীয়ার কল্যাণীতে বিজেপির যুব নেতাক মিহির বিশ্বাস কে ধারালো অস্ত্রের আঘাত করে গুরু তর আহত হয়ে হাসপাতালে ভর্তি । এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্তরা।

অবিলম্বে গ্রেফতারের দাবিতে কৃষ্ণ গঞ্জ বাজারে কৃষ্ণনগর থেকে কৃষ্ণগঞ্জ যাবার পথ অবরোধ করলো কৃষ্ণ গঞ্জের যুব বিজেপি।

WestBengalBangla

Dec 02 2023, 16:28

বহরমপুরের একটি ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধনে কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি

এসবি নিউজ ব্যুরো: বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বহরমপুরের শহীদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে ক্যান্সার যোদ্ধাদের যৌথ উদ্যোগে বহরমপুর শহরের সৈদাবাদে এই ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধন করেন বিচারপতি।আজ সকালে হাজারদূয়ারী এক্সপ্রেসে এসে বহরমপুর স্টেশনে এসে পৌঁছান।

এরপর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তারপর পর্যটন কেন্দ্র হাজারদূয়ারী ঘুরে দেখেন তিনি।পাশাপাশি, বিকেলে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে পুনরায় আজই কলকাতায় ফিরে যাবেন। এদিন সকালে তিনি বহরমপুরের পৌঁছালে তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

WestBengalBangla

Dec 02 2023, 16:27

*সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে দেওয়ার নাম করে প্রতারনা*


 এসবি নিউজ ব্যুরো: সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে দেওয়ার নাম করে দপায় দফায় এক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা চাইতে গেলে হুমকির অভিযোগ পরিবারের। যদিও অভিযোগ অস্বীকার করে ওই তৃণমূল নেতা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া হাসপাতাল পাড়া এলাকার।

প্রচারিত পরিবারের সূত্রে জানা গিয়েছে,গত ৬ মাস আগে হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা মালা শর্মার কাছ থেকে তার ছেলেকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে দেওয়ার নাম করে টাকার দাবি করে।ওই নেতা প্রথমে ৫০ হাজার টাকা নেয় ওই মহিলার কাছ থেকে। এরপর দ্বিতীয় দফায় আরো ৫০ হাজার টাকা নেয় বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত তৃণমূল নেতা ফুলিয়া টাউনশিপ অঞ্চলের তৃণমূলের আহ্বায়ক। মালা শর্মার দাবি, ৩ মাসের মধ্যে চাকরি দেওয়ার শর্ত থাকলেও ৬ মাস পেরিয়ে গেলেও চাকরি দিতে পারেনি ওই তৃণমূল নেতা।

৬ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর টাকা চাইতে গেলে বিভিন্ন কথা বলে বার বার বাড়ি পাঠিয়ে দেয় ওই মহিলাকে। শুধু তাই নয় অবশেষে টাকা চাইলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। কোন উপায় না পেয়ে অবশেষে এদিন শান্তিপুর থানার দারস্থ হন ওই মহিলা। শান্তিপুর থানায় ওই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

যদিও মালা শর্মার তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতা। তিনি বলেন, ওই মহিলা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলছেন তার বিরুদ্ধে। মূলত তিনি বলেন, এটা বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত হয়ে থাকতে পারে। আমি কারো কাছ থেকে কোন টাকা পয়সা আজ পর্যন্ত নেইনি।

এ বিষয়ে বিজেপির নদীয়া দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক সোমনাথ কর বলেন, "তৃণমূলের সব ছোট বড় নেতাদের একই চরিত্র। সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। এরা জানে রাজ্য পুলিশ কোন তৃণমূল নেতাকে কিছু করতে পারবে না। আমরা চাই যে নেতা টাকা আত্মসাৎ করেছে তার কঠোরতম শাস্তি হোক।"

WestBengalBangla

Dec 02 2023, 16:16

*বহরমপুরের একটি ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধনে কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি*


 এসবি নিউজ ব্যুরো: বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বহরমপুরের শহীদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে ক্যান্সার যোদ্ধাদের যৌথ উদ্যোগে বহরমপুর শহরের সৈদাবাদে এই ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধন করেন বিচারপতি।

আজ সকালে হাজারদূয়ারী এক্সপ্রেসে এসে বহরমপুর স্টেশনে এসে পৌঁছান। এরপর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তারপর পর্যটন কেন্দ্র হাজারদূয়ারী ঘুরে দেখেন তিনি।পাশাপাশি, বিকেলে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে পুনরায় আজই কলকাতায় ফিরে যাবেন। এদিন সকালে তিনি বহরমপুরের পৌঁছালে তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

WestBengalBangla

Dec 02 2023, 14:40

*কাঁথিতে "দিদি কাপ" ক্রিকেট টুর্নামেন্টে কাশ্মীর টিম, দিনক্ষণ ঘোষনা সম্পাদকের*

কাঁথি: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবারে " এমপি কাপ" খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এমপি কাপের পর এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি নেতৃত্বে আয়োজন করা হচ্ছে " দিদি কাপ" ক্রিকেট টুর্নামেন্ট।

শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে "দিদি কাপ" এর দিনক্ষণ ঘোষনা করলেন সংস্থার সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি,কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান, রাজ্যের কারামন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি। আগামী ৫ ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদির জন্মদিন। দিনটিকে সামনে রেখে আগামী ৫ ও ৬ ই জানুয়ারি ২০২৪ দুদিন ধরে দিবা রাত্রি অনুষ্ঠিত হবে " দিদি কাপ" ক্রিকেট টুর্নামেন্ট" যার প্রথম পুরস্কার ৩ লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ২ লক্ষ টাকা।

এছাড়াও রয়েছে নানা আকর্ষণীয় পুরস্কার। ক্লাব ইন্দ্রার' র আয়োজন কাঁথি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার সাংবাদিক বৈঠক করে ক্লাব ইন্দ্রার'র সম্পাদক সুপ্রকাশ গিরি জানান,গত বছর ধরে আমরা " দিদি কাপ" চালু করি। প্রথম বছর সেই ভাবে আয়োজন করা যায়নি। তাই এবছর আগে থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। শুধু আমাদের রাজ্যের দল নয় ভিন রাজ্য থেকেই বহু দল ও খেলোয়াড় "দিদি কাপ" টুর্নামেন্টে অংশগ্রহন করছে।

সামনে লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এই ধরনের খেলার মাধ্যমে জনসংযোগ অনেকটাই শাসকদলকে অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক ব্যক্তিত্বরা।

যদিও বিরোধীরা এই ধরনের খেলাকে কটাক্ষ করছেন। তারা জানাচ্ছেন, চুরির টাকা লম্ফঝম্প যতই করুক সাধারন মানুষ সব বুঝে গিয়েছে। লোকসভা নির্বাচনে তার টের পাবে।।

WestBengalBangla

Dec 02 2023, 13:26

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

কলকাতা: নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের ২ ও ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মীদের দিকে দিকে মিছিল করতে নির্দেশ দেন। সেইমতো শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মিছিল করেন। এদিন উত্তর দমদমের ২৫ নম্বর ওয়ার্ডে রাজ্যের মন্ত্রী তথ্য স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ও উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাসের উপস্থিতিতে এক মিছিল সংঘটিত হয়। ওয়ার্ড বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মিছিল চলে। কয়েকশো তৃণমূল কর্মী মিছিলে অংশ নেয়। মিছিল থেকে ১০০ দিনের বকেয়ার দাবিতে স্লোগান ওঠে। মিছিল শেষে মন্ত্রী বলেন, "আমরা খারাপ হতে পারি তা বলে যারা কাজ করেছেন তাদের টাকা কেন দেবেন না। তারই প্রতিবাদে তাদের এই মিছিল'।

জাতীয় সংগীতের অবমাননা নিয়ে বিজেপি বিধায়কদের থানায় ডাকা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে বলেন, "উনি কি বলেছেন আমি জানিনা, তবে কোন সুরে গাইতে হবে কিনা হবে সেটা আমি জানিনা। তবে আমাদের কর্মসূচি চলাকালীন দুদিনই বিজেপি বিধায়করা জাতীয় সংগীতের অবমাননা করেছে সেই নিয়েই অধ্যক্ষের কাছে আমরা অভিযোগ করলে সেখান থেকে অভিযোগ কলকাতা পুলিশের স্থানান্তরিত হয়"।

বিধানসভায় বিজেপি শুদ্ধিকরণ নিয়ে বলেন, ওরা তো কাউকেই মানে না যে আম্বেদকর সংবিধান রচনা করেছেন তাকে মানে না। কিসের শুদ্ধিকরণ। কোথাকার গঙ্গাজল। যে গঙ্গা জলে করোনার সময় দেহ ভাসানো হয়েছিল।

WestBengalBangla

Dec 02 2023, 13:25

CAG প্রকল্পের আসেনি অডিট, টুইট করলো TMC

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টুইটারে বড় অভিযোগ নিয়ে এল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, ‘একটি দারুণ তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) বছরের পর বছর ধরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কর্মক্ষমতা অডিট পরিচালনা করেনি।'

শুধু তাই নয় তৃণমূলের তরফে বলা হয়েছে, 'সিএডি ভারতের কেন্দ্রীয় প্রকল্পগুলির অডিট করে থাকে। শেষ ১০০ দিনের কাজের অডিট২০১৩ সালে করা হয়েছিল। কিন্তু বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসে। তারপর থেকে CAG এই প্রকল্পগুলির কোনও অডিট করেনি। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে,প্রধানমন্ত্রী কী গোপন করতে চান? অনিয়ম, তহবিল হ্রাস, বা দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় শাসিত প্রকল্পগুলি জড়িত?’

WestBengalBangla

Dec 02 2023, 12:55

দুঃসিহসিক ডাকাতি খাতড়ার গ্রামে

বাঁকুড়াঃ খাতড়াঃ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো খাতড়া থানা এলাকার সুপুর গ্রামে। রাতের অন্ধকারে বাড়ির ভীতরে ঢুকে আলমারি ভেঙ্গে চোরের দল প্রায় তিন লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ।

গৃহকর্তী আশা ধীবর বলেন, মাছ ব্যবসা করে কোন রকমে আমাদের সংসার চলে। বাপের বাড়ি থেকে পাওয়া গহনা আলমারির ভীতরে রাখা ছিল। আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের সেই গহনা চুরি গেছে বলে তিনি দাবি করেন।

গৃহকর্তা গৌতম ধীবর বলেন, এই ধরণের ঘটনা গ্রামে প্রথম, আশে পাশের বাড়ি গুলিতে বাইরে থেকে ছিটকুনি লাগিয়ে চোরের দল এই কাণ্ড ঘটিয়েছে। বিষয়টি পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে গ্রামে আসে খাতড়া থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাওকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

WestBengalBangla

Dec 02 2023, 12:54

হিঙ্গলগঞ্জে ধান কাটতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ,মেশিনেই কাটা হচ্ছে ধান

উত্তর ২৪ পরগনা: অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশায় পড়ে যায়। তার উপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ার বেকায়দায় পড়েছে কৃষকরা। তবে ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না। এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান।

সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনিহা প্রকাশ করে ক্ষেতেই পাকা ধান ফেলে রেখেছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে।

এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটের কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে ১ ঘন্টায় ৬০০ গ্রাম তেল খরচে ১বিঘা জমির ধান কাটা সম্ভব হচ্ছে। এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কালিতলা এলাকায় চাষীদের মধ্যে সাড়া পড়ে গেল।