/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের West Bengal Bangla
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

কলকাতা: নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের ২ ও ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মীদের দিকে দিকে মিছিল করতে নির্দেশ দেন। সেইমতো শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মিছিল করেন। এদিন উত্তর দমদমের ২৫ নম্বর ওয়ার্ডে রাজ্যের মন্ত্রী তথ্য স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ও উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাসের উপস্থিতিতে এক মিছিল সংঘটিত হয়। ওয়ার্ড বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মিছিল চলে। কয়েকশো তৃণমূল কর্মী মিছিলে অংশ নেয়। মিছিল থেকে ১০০ দিনের বকেয়ার দাবিতে স্লোগান ওঠে। মিছিল শেষে মন্ত্রী বলেন, "আমরা খারাপ হতে পারি তা বলে যারা কাজ করেছেন তাদের টাকা কেন দেবেন না। তারই প্রতিবাদে তাদের এই মিছিল'।

জাতীয় সংগীতের অবমাননা নিয়ে বিজেপি বিধায়কদের থানায় ডাকা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে বলেন, "উনি কি বলেছেন আমি জানিনা, তবে কোন সুরে গাইতে হবে কিনা হবে সেটা আমি জানিনা। তবে আমাদের কর্মসূচি চলাকালীন দুদিনই বিজেপি বিধায়করা জাতীয় সংগীতের অবমাননা করেছে সেই নিয়েই অধ্যক্ষের কাছে আমরা অভিযোগ করলে সেখান থেকে অভিযোগ কলকাতা পুলিশের স্থানান্তরিত হয়"।

বিধানসভায় বিজেপি শুদ্ধিকরণ নিয়ে বলেন, ওরা তো কাউকেই মানে না যে আম্বেদকর সংবিধান রচনা করেছেন তাকে মানে না। কিসের শুদ্ধিকরণ। কোথাকার গঙ্গাজল। যে গঙ্গা জলে করোনার সময় দেহ ভাসানো হয়েছিল।

CAG প্রকল্পের আসেনি অডিট, টুইট করলো TMC

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টুইটারে বড় অভিযোগ নিয়ে এল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, ‘একটি দারুণ তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) বছরের পর বছর ধরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কর্মক্ষমতা অডিট পরিচালনা করেনি।'

শুধু তাই নয় তৃণমূলের তরফে বলা হয়েছে, 'সিএডি ভারতের কেন্দ্রীয় প্রকল্পগুলির অডিট করে থাকে। শেষ ১০০ দিনের কাজের অডিট২০১৩ সালে করা হয়েছিল। কিন্তু বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসে। তারপর থেকে CAG এই প্রকল্পগুলির কোনও অডিট করেনি। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে,প্রধানমন্ত্রী কী গোপন করতে চান? অনিয়ম, তহবিল হ্রাস, বা দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় শাসিত প্রকল্পগুলি জড়িত?’

দুঃসিহসিক ডাকাতি খাতড়ার গ্রামে

বাঁকুড়াঃ খাতড়াঃ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো খাতড়া থানা এলাকার সুপুর গ্রামে। রাতের অন্ধকারে বাড়ির ভীতরে ঢুকে আলমারি ভেঙ্গে চোরের দল প্রায় তিন লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ।

গৃহকর্তী আশা ধীবর বলেন, মাছ ব্যবসা করে কোন রকমে আমাদের সংসার চলে। বাপের বাড়ি থেকে পাওয়া গহনা আলমারির ভীতরে রাখা ছিল। আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের সেই গহনা চুরি গেছে বলে তিনি দাবি করেন।

গৃহকর্তা গৌতম ধীবর বলেন, এই ধরণের ঘটনা গ্রামে প্রথম, আশে পাশের বাড়ি গুলিতে বাইরে থেকে ছিটকুনি লাগিয়ে চোরের দল এই কাণ্ড ঘটিয়েছে। বিষয়টি পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে গ্রামে আসে খাতড়া থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাওকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

হিঙ্গলগঞ্জে ধান কাটতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ,মেশিনেই কাটা হচ্ছে ধান

উত্তর ২৪ পরগনা: অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশায় পড়ে যায়। তার উপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ার বেকায়দায় পড়েছে কৃষকরা। তবে ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না। এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান।

সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনিহা প্রকাশ করে ক্ষেতেই পাকা ধান ফেলে রেখেছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে।

এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটের কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে ১ ঘন্টায় ৬০০ গ্রাম তেল খরচে ১বিঘা জমির ধান কাটা সম্ভব হচ্ছে। এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কালিতলা এলাকায় চাষীদের মধ্যে সাড়া পড়ে গেল।

হাবরার একটি নার্সিংহোমে পরপর ৩ সদ্য জাতের মৃত্যু, উত্তেজনা নার্সিংহোম বন্ধের দাবিতে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের সদস্যদের

উত্তর ২৪ পরগনা: হাবড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ৩ শিশুর মৃত্যু ও গুরুতর অসুস্থ ৩ শিশু কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। এই নার্সিংহোমটি বন্ধের দাবি তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ শিশুদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের।

শুক্রবার এ বিষয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত শিশুদের পরিবার। অভিযোগ পেয়ে শুক্রবারই স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল তদন্তে আসে হাবড়ার এই নার্সিংহোমে । বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে নার্সিংহোমের সামনে মোতায়ন করা হয়েছে পুলিশ ।

ফরেস্ট রেঞ্জ অফিসের মধ্যেই বন সহায়ক কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মার

এসবি নিউজ ব্যুরো: তিনি একজন বন বিভাগের কর্মী। সম্প্রতি তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। তাই একদিন অনুপস্থিত ছিলেন অফিসে।কাজ অনুপস্থিত থাকার জন্য ওই বন সহায়ক কর্মীকে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসের মধ্যেই বাঁশ দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ।

অভিযোগ উঠেছে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় ইংলিশ বাজার থানায় ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আক্রান্ত বন সহায়ক কর্মী সুকুমার মন্ডল বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে সুকুমার মন্ডল মালদার মানিকচক থানার রামনগর জোতপাট্টা এলাকার বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় একদিন অফিসে যেতে পারেননি তিনি। একদিন অফিসে কেন তিনি উপস্থিত হননি তড়িঘড়ি ফোন করে পরের দিন ওই সহায়ক কর্মীকে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসে ডেকে পাঠান রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী বলে অভিযোগ। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে।

প্রতিবাদ করায় ওই ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী সহ কয়েকজন মিলে বাঁশ দিয়ে তাকে বেধড়ক পেটায় বলে অভিযোগ। হাতে এবং পায়ে চোট পায় ওই বন সহায়ক কর্মী সুকুমার মন্ডল। পরিবারের সদস্যরা সুকুমার মন্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ইংলিশ বাজার থানায়। তবে এই বিষয় ওই ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী সংবাদমাধ্যমে কিছু বলতে চাননি। এদিকে এই বিষয়টি নিয়ে ডিভিশনাল ফরেস্ট অফিসার জিজু জেসপারের সাথে যোগাযোগ করা হলে তিনিও এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

চোখের চিকিৎসা করাতে হায়দ্রাবাদে গেলেন তৃণমূল সংসদ অভিষেক ব্যানার্জি

কলকাতা: বেশ কিছু দিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন।আজ চোখের চিকিৎসা করাতে হায়দ্রাবাদে গেলেন তৃণমূল সংসদ অভিষেক ব্যানার্জী। শনিবার কলকাতা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন কলকাতা বিমানবন্দর থেকে। চোখে ইনফেকশন জনিত সমস্যায় বেশ কয়েকদিন ধরে ভুগছেন তিনি।

এমনকি তৃণমূলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিং-এ উপস্থিত থাকতে পারেননি তিনি। এদিন যাবার সময় তিনি জানান তার চোখ ভালো আছে।

জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে দিলীপ ঘোষ উবাচ

কলকাতা: প্রতিদিনের মতো শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,'এইসব ফালতু ঝামেলায়, ফালতু বিতর্কে আমাদের পার্টির লোকেরা জড়াবে না। কিন্তু শোভনদেব বাবুর মতন একজন রাজনৈতিক ব্যাক্তিত্বকে এর মধ্যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।

উনি কেন এর মধ্যে পড়তে যাচ্ছেন। যার পার্টির নেতা-নেত্রী জাতীয় সংগীত জানেনই না ।গাইতে জানেন না পুরোটা মুখস্থ নেই ,তারা অন্যদেরকে রাস্তা দেখাচ্ছে। শোভন দেববাবু ওনার মতন ভদ্রলোক এর মধ্যে পড়ছেন নিজেকে বদনাম করছেন।

রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন

রবিবার এমনিতেই বেশ কিছু ট্রেন কম দেখা যায় বিভিন্ন লাইনে। আগামী রবিবার রেল লাইনে কাজের জন্য আরও একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় রেলের মেনটেনেন্সের কাজ থাকবে এই রবিবার। সেই কারণে পাওয়ার ব্লকের জন্য বেশ কিছু ট্রেন রবিবার বাতিল করে দেওয়া হচ্ছে ওই লাইনগুলিতে।

হাওড়া থেকে বাতিল করা হচ্ছে ৩৭৩১৫ ও ৩৭৮৩১ লোকাল। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৭৮৩৬ লোকাল। ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭৫৩৪ ও ৩৭৭৪৯ লোকাল। নৈহাটি থেকে বাতিল ৩৭৫৩৩ লোকাল। তারকেশ্বর থেকে বাতিল করে দেওয়া হল ৩৭৩২৬ লোকাল। কাটোয়া থেকে বাতিল থাকবে ৩৭৭৪৮ ও ০৩০৯৫ লোকাল। আজিমগঞ্জ থেকে বাতিল থাকবে ০৩০৯৬ লোকাল।

এর পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ট্রেনের সময়সূচিতেও বদল আনা হচ্ছে আগামী রবিবার। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল রবিবার নির্ধারিত সময়ের থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকালও আগামী ৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে রওনা দেবে।

বেশ কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনেরও সময়সূচিতে পরিবর্তন এসেছে। ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল এবং ০৩৪৭০ তিনপাহাড়-বর্ধমান প্যাসেঞ্জারের যাত্রা শুরু যথাক্রমে এক ঘণ্টা, আধ ঘণ্টা, ২০ মিনিট ও ২০ মিনিট করে পিছতে পারে।

*তিন বছরের শিশুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে আটক বৌদি*

উত্তর ২৪ পরগনা: ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত পৃথিবা এলাকায়।বৃহস্পতিবার সকালে দুধ খেয়ে খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়ে তিন বছরের শিশু কন্যা সুমি সিং ‌।পরবর্তীতে বাড়ি এসে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ।

পরবর্তীতে ময়নাতদন্তের উদ্দেশ্যে বারাসাত হাসপাতালে নিয়ে গেলে সেখানে সত্য উদঘাটন হয় , জানা যায় বিষের কারণেই মৃত্যু হয়েছে তিন বছরের শিশু কন্যার ‌ । পরবর্তীতে তার বৌদি সাথী সিংকে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল রহস্য ।সে স্বীকার করে নেয় বিষ খাইয়ে মেরে ফেলেছে তার ননদকে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে উঠলে হাবরা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত সাথী সিং (সর্দার) কে উদ্ধার করে হাবরা থানায় নিয়ে আসে পুলিশ।

ইতিমধ্যে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে । ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে হাবড়া থানায়।