/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz ভারতে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে:মমতা West Bengal Bangla
ভারতে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে:মমতা

আজ সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন। বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই মোদি সরকারকে আক্রমণ করলেন তিনি। দাবি করলেন যে ভারতে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে অথচ বাংলায় ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। শুধু লেদার শিল্পেই ১০ লক্ষ কর্মসংস্থান বাংলায়, দাবি মুখ্যমন্ত্রী।

তিনি বলেন যে রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। 'আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। গ্রামই এখন গ্রোথ সেন্টার। কৃষি থেকে সৃজনশীলতা, দিশা দেখাচ্ছে গ্রাম। সৃজনশীলতা আমাদের ভিশন', বললেন মুখ্যমন্ত্রী।

গোটা রাজ্যই যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে:শুভেন্দু

গত এক সপ্তাহের মধ্যে রাজ্যে দুই জন তৃণমূল নেতা খুন হয়েছে। দুই জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতি রাজ্যের নিয়ম-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জয়নগরে তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ সক্ষম হলেও বাকি ঘটনাগুলোতে পুলিশ এখনও কোনও সুরাহা করতে পারেনি। এই পরিস্থিতি বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনায় রাজ্য সরকরকে কাঠগোড়ায় রেখেছে।

বুধবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইটে বলেন, 'নিত্যদিন গুলি এবং বোমাবাজিতে মৃত্যুর ঘটনা পশ্চিমবঙ্গে এখন অতি সাধারণ ব্যপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি খুন ও শুটআউটের ঘটনা থেকেই এই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্বন্ধে ধারণা করা যায়। এ এক বড় উদ্বেগের বিষয়। খুন, ডাকাতি, নারী নির্যাতন, রাজনৈতিক হত্যা, ধর্ষণ করে হত্যা; এমনকি নাবালিকাও ছাড় পায় না, এমন ঘটনা রাজ্যে নিত্য-নৈমিত্তিক ঘটছে। গোটা রাজ্যই যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তারা যত্রতত্র যথেচ্ছা যেন 'ফাঁকা মাঠে গোল' দিচ্ছে।'

পাশাপাশি তিনি মন্তব্য করেন, 'এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে বড় কারন হল, দুষ্কৃতী দমন যাঁদের দায়িত্বের মধ্যে পড়ে তাঁরা এখন উর্দি ছেড়ে পুলিশ মন্ত্রীর বাড়ির ভৃত্যের কাজ করতে ব্যস্ত।

মানসিকতা দেখুন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশকর্মীরা পুলিশ মন্ত্রীর বাড়ির কালী পুজোয় খাবারের প্যাকেট তৈরি ও বিতরণ করছে !!!'

জয়নগরের তৃণমূল নেতাকে খুনের ঘটনার কিনারা পুলিশ করতে পারলেও কোলাঘাটে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার রাতে এক স্বর্ণব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। পরিবারের দাবি, পরিচিত কোনও ব্যক্তি এর নেপথ্যে রয়েছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার জগদ্দলে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখানেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

ফের আত্মহত্যা, ব্যাহত মেট্রো চলাচল

সপ্তাহের কর্মব্যস্ত দিনের আজ তৃতীয় দিন। সকাল থেকেই ব্যস্ততা নিয়ে দৌড়াচ্ছে মানুষ। কারোর অফিস টাইম তো কারোর স্কুল-কলেজ। আর এই সবের মাঝে ফের একবার সমস্যায় পড়লেন মেট্রো যাত্রীরা। ফের আত্মহত্যার জেরে ব্যাহত মেট্রো চলাচল।

এদিন সকাল ১০.০৪ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে ডাউন লাইনে মেট্রো মহানায়ক উত্তম কুমারের দিকে যাত্রা শুরু করলে, তখনই ঝাঁপ মারেন এক ব্যক্তি। তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় মেট্রো। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা।

এই মুহুর্তে জানা যাচ্ছে, ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত চলাচল করছে মেট্রো। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে, তা বলতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ। ফলে অফিস টাইমে বেশ সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা।

WestBengalBangla
*Sports News* *Photo Gallery* *India vs Qatar*, *2023* *Pic: Sanjay Hazra* *(khabar kolkata).*
*India lost after 15 matches at home*

Sports News

Khabar kolkata: India's unbeaten run at home stopped. Sunil Chhetri played great football this year. Champion in three international tournaments at home. However, overseas performance was not good. India was unbeaten in 15 matches at home. The undefeated title could not be retained. India beat Kuwait 1-0 in an away match in the World Cup qualifiers. The Blue Tigers were confident after winning the away match against Kuwait. However, India could not win against strong Qatar at home.India lost to Qatar by 0-3.

Pic: Sanjay Hazra (Khabar kolkata).

*কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২২শে নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

* ২০ ডিগ্রি নিচে নামবে তাপমাত্রা,জেনে নিন আজকের আবহাওয়া*


 উত্তর থেকে দক্ষিণ বঙ্গজুড়ে শীতের আমেজ। আর তাতে গাঁ ভাসাচ্ছে রাজ্যবাসী। সকাল ও রাতে হালকা শিরশিরানি বেশ অনুভব হচ্ছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এখন থেকে দুই বঙ্গেই কমবে তাপমাত্রা। দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকতে পারে। পশ্চিমের জেলা গুলিতেও ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা। ডিসেম্বরের শুরু থেকেই শুরু হবে ঠান্ডা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০- ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করবে। উত্তরবঙ্গেও নামবে তাপমাত্রা পারদ। 

*আজকের রাশিফল ২ ২শে অক্টোবর (বুধবার)*


মেষ রাশিফল (Wednesday, November 22, 2023)

আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন। যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। আপনি আপনার সঙ্গী কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। আজ আপনি উপলব্ধি করার চেয়ে আপনার জীবনের দৃশ্যগুলো আরো পিছনে চলে যাবে বলে মনে হচ্ছে- ভাল সুযোগ আগামী কয়েক দিনের মধ্যে আপনার কাছে আসবে বলে মনে হচ্ছে। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন।

প্রতিকার :- কালো ও সাদা কুকুরকে রুটি খাওয়ালে আপনার প্রেমের জীবনের উন্নতি হবে।

বৃষভ রাশিফল (Wednesday, November 22, 2023)

সামাজিক জীবনের থেকে স্বাস্হ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান- আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন। আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন। আপনি দিনটিকে সবচেয়ে ভাল করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন। আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকা একে অপরকে নীল রঙের ফুল উপহার দিলে সম্পর্ক দৃঢ় হবে এদের মধ্যে।

মিথুন রাশিফল (Wednesday, November 22, 2023)

কোন গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন বিশেষত বাঁকগুলিতে। কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। যে কোনো পরিস্থিতিই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময় কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন।

প্রতিকার :- কোনো মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিবদের এবং শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে।

কর্কট রাশিফল (Wednesday, November 22, 2023)

যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন-তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যধিক সেই প্রয়োজনীয় অব্যাহতি দেবে। যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে, তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আপনার আজকের দিনটি ভালবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন। এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে। শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গীনী।

প্রতিকার :- গরুকে জাবর বা সবুজ মিলেট খেতে দিলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

সিংহ রাশিফল (Wednesday, November 22, 2023)

আপনি ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। আপনার কোনও প্রতিবেশী আজ আপনাকে aণ চাইতে আসতে পারে। আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়, অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। কোন বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন, কিন্তু আপনার ভালবাসা এবং মমতা সবকিছুকে থিতু করে দেবে।

প্রতিকার :- কোনো অশ্বথ গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় কোনো লোহার পাত্র থেকে জল, চিনি, ঘি এবং দুধ এর মিশ্রণ ঢাললে তা আপনার জন্য স্থায়ী আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে।

কন্যা রাশিফল (Wednesday, November 22, 2023)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসবে। আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতাবোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন। এটি আপনার পারিবারিক জীবনকে আরো অর্থবহ করে তুলবে। আজ, আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছু বিকল্প। কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে- কাজেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। দিন কে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে। আপনার বিবাহিত জীবনে অনেক ভালোমন্দের পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে।

প্রতিকার :- আর্থিক লাভ প্রাপ্তির জন্য আপনার পূর্ব পুরুষের কোনো দ্রব্য বা সামগ্রী কোনো হলুদ কাপড়ে মুড়ে আলমারির লকার এ রেখে দিন।

তুলা রাশিফল (Wednesday, November 22, 2023)

ঘাড়ে/পিঠে এক নাছোড়বান্দা ব্যথায় ভোগা সম্ভবপর। এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে।আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভাল। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। আপনার প্রণয়ীর রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। আপনি আজকে আপনার বাচ্ছাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন। আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন।

প্রতিকার :- সবুজ পোশাকের উপাদান / ফ্যাব্রিক এবং বলা কিন্নর বা হিজড়েদেড় দান করে একটি সুষম, সুস্থ জীবন বজায় রাখা। কিন্নর রা সমাজের প্রান্তীয় বর্গ বা শ্রেণী, তাই তাদের সেবা করলে বুধের খারাপ প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, November 22, 2023)

বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে- ধ্যান এবং যোগ লাভজনক হবে। আজ জমি বা যে কোনও সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে। যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি দৃ .় এবং সমৃদ্ধ থাকে, তবে কোনও তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। আজকে আপনি আপনার কোনো কাছের আত্বিয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার উনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন। একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে।

প্রতিকার :- নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে।

ধনু রাশিফল (Wednesday, November 22, 2023)

আজ আপনার স্বাস্হ্য নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই।আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। কোন বয়স্ক ব্যক্তির স্বাস্হ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। আপনার স্ত্রী সত্যিই কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে।

প্রতিকার :- পারিবারিক সুখ লাভ করার জন্য চৌকো রুপোর গলায় পড়ুন বা আপনার সাথে সবসময় রেখে দিন।

মকর রাশিফল (Wednesday, November 22, 2023)

কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। আপনি তাদের আপনার স্বপ্নপূরণে উৎসাহী করতে পারেন। আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না। ব্যবসার নতুন ধারণায় ইতিবাচকভাবে এবং দ্রুত সাড়া দিন। সেগুলি আপনার অনুকূলে যাবে। আপনার প্রয়োজন কঠিন পরিশ্রমের দ্বারা সেগুলিকে বাস্তবায়িত করা-যা আপনার ব্যবসায় আগ্রহ বজায় রাখার মূল মন্ত্র। কাজে আপনার আগ্রহ পুনঃস্থাপিত করতে আপনার মাথা ঠান্ডা রাখুন। আপনি পুরোনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে।আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে। আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন।

প্রতিকার :- ভবন ভৈরব কে প্রসাদ দিলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে।

কুম্ভ রাশিফল (Wednesday, November 22, 2023)

আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে। আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তারসঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন।। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে। কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালবাসা বিরাজমান হবে। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য পাবার জন্য ঘরে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন।

মীন রাশিফল (Wednesday, November 22, 2023)

কোন বন্ধুর কাছ থেকে পাওয়া কোন বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে। কারণ আপনি আপনার জীবন গাছের মত করে তৈরী করেছেন, যে নিজে রোদে দাঁডিয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয়। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে। আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে।

প্রতিকার :- রুপোর হাতি নির্মাণ করে তা বাড়িতে রাখুন, এর ফলে আর্থিক উন্নতি হবে।

*ময়নাগুড়িতে জোড়া খুন কাণ্ডে ঘটনায় তৎপর পুলিশ*


 এসবি নিউজ ব্যুরো: মা ও হোমগার্ড ছেলের রহস্য মৃত্যুর ঘটনায় স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালালো পুলিশ। গতকাল সাত সকালে ময়নাগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এক কৃষি জমিতে হোমগার্ড ছেলের রক্তাক্ত দেহ এবং ১২ নম্বর ওয়ার্ডের বাড়িতে মায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃতদেহ উদ্ধারের পর সরেজমিনে তদন্তে নামে পুলিশ। উপস্থিত হন জেলা পুলিশ সুপার ।

দুটি পৃথক ঘটনাস্থল পরিদর্শন করতে যান ডিএসপি ক্রাইমের ইনচার্জ অরিন্দম পাল চৌধুরী, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস সহ পুলিশ আধিকারিকরা। তারা দুটি জায়গায় যান এবং বিষয় গুলি খতিয়ে দেখেন। এরপর বিকেল নাগাদ নিয়ে আসা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রশিক্ষিত স্নিপার ডগ বেলি। তাকে দিয়ে দুটি ঘটনাস্থলেই তল্লাশি চালায় পুলিশ । যদিও তল্লাশি শেষে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।

*Record-Breaking 1.25 million spectators turn out for ICC Men's Cricket World Cup 2023*

Sports News

KKNB : The ICC Men’s Cricket World Cup 2023 has made history by being the most attended ICC event ever, after 1,250,307 fans passed through the turnstiles to witness the biggest Cricket World Cup, culminating in Australia winning a remarkable sixth title.

With six games to go the spectator figures had already surpassed the one million mark with the momentum escalating as the World Cup culminated in front of a packed crowd at the Narendra Modi Stadium in Ahmedabad on Sunday.

The event which ran from 5 October to 19 November and promised to place fans at the centre of the action recorded the biggest attendance for a Men’s Cricket World Cup opening match when England faced New Zealand in a repeat of the 2019 final, followed by the most attended India against Pakistan fixture in ICC World Cup history when fans flocked through the turnstiles on 14 October.

The figure of over 1.25 million fans is a new benchmark in the history of cricket, surpassing the attendance figures of any other ICC event. The ICC Men’s Cricket World Cup 2015, held in Australia and New Zealand, witnessed 1,016,420 spectators, while the 2019 edition in England and Wales saw 752,000 fans come through the turnstiles.

The 13th edition of the Men’s Cricket World Cup held in India has eclipsed these figures as well as breaking multiple broadcast and digital viewership records, proving the global reach and ever-growing popularity of the sport.

Chris Tetley, ICC Head of Events said, "The ICC Men’s Cricket World Cup 2023 has been a great success, showcasing the best aspects of the game and capturing the hearts of hundreds of millions of fans across the world. The staggering attendance demonstrates the enduring appeal of cricket and the excitement the ODI format continues to offer. It has been an event that has not only entertained but also united cricket fans globally in a celebration of the sport.

“ICC events play an important part in growing our game and inspiring the next generation of fans and players around the world. We would like to thank all the fans who contributed to making the ICC Men’s Cricket World Cup 2023 such a resounding success, and look forward to sharing more thrilling experiences for everyone in future ICC events.”

Pic Courtesy by: ICC