/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আলোর উৎসবে নেই বৃষ্টির আশঙ্কা বজায় থাকবে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*আলোর উৎসবে নেই বৃষ্টির আশঙ্কা বজায় থাকবে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া*


 আলোর উৎসব। তার মাঝে উঁকি দিচ্ছে বর্ষণের চিন্তা। রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে কিনা? সেই চিন্তায় নাজেহাল সাধারণ মানুষ। কেমন থাকবে আজ থেকে আবহাওয়া? জানুন বিস্তারে।

সকাল, রাত শীতের আমেজ।ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি হবে না। ভাইফোঁটাতেও শীতের হালকা শিরশিরানি অনুভব হবেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৫ নভেম্বর, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সম্ভাবনা। এর জেরেই ১৬ এবং ১৭ নভেম্বর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলার পাশাপাশি দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। 

*'আমি ভাল নেই', ইডির হেফাজতে মৃত্যু আশঙ্কা জ্যোতিপ্রিয়র*

                  ইডি হেফাজতে রয়েছেন বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন ফের তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও থেকে বেরনোর পথে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন,’তিনি অত্যন্ত অসুস্থ। শরীর একদম ভালো নেই। আমি মরে যাব। আর বাঁচব না।‘

এদিন মন্ত্রী একা ভালো করে হাঁটতে পারছেন না। ইডির তরফে দুজন তাঁকে ধরে নিয়ে গাড়িতে তোলে। প্রশ্ন উঠছে, ইডি হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিককে তবে মৃত্যুভয় তাড়া করছে? প্রসঙ্গত শুক্রবারও স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে যাওয়ার সময়ও শরীর ভালো না থাকার কথা জানিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। শুধু তাই নয়, বালুর শারীরিক অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিম।

এছাড়াও মন্ত্রীর গ্রেফতারির সময়েও তাঁর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন আইনজীবী। এমনকী কোর্টে তোলা হয়ে ইডি হেফাজতের রায় শুনে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন। এই ঘটনার পর থেকেই কমান্ড হাসপাতালে চলছে নিয়মিত চিকিৎসা। উল্লেখ্য গ্রেফতারির পর থেকেই মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’ তিনি নির্দোষ। সাংবাদিকদের সামনে আমি মুক্ত। ইডি-ও বুঝতে পেরেছে আমি মুক্ত। ১৩ তারিখ সব পরিষ্কার হয়ে যাবে।‘ আদৌ কি ১৩ তারিখ ছাড়া পাবে বালু? তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে বিরোধীদের দাবি, ইডি হেফাজত থেকে ছাড়া পেতে নাকি নাটক করছেন রাজ্যের মন্ত্রী।

*জেনে নিন কালীপুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?*


শুরু হয়েছে কালীপূজার শেষ পর্যায়ের প্রস্তুতি। তবে বৃষ্টির জেরে পুজো ভালোয় ভালোয় কাটবে তো? আপাতত এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। রবি বৃষ্টির সতর্কতা দেশের একাধিক রাজ্যে। আইএমডি-র সর্বশেষ রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টা ধরে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ঝোড়ো বৃষ্টির তান্ডব চলেছে।

অন্য প্রান্তে বৃষ্টি সতর্কতা জারি হওয়ায় চিন্তায় বঙ্গবাসী। কালীপুজো, ভাইফোঁটার সমস্তটা মাটি হবে না তো? আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত কালীপুজো, ভাইফোঁটা পর্যন্ত কোনও বৃষ্টির খবর নেই। তবে বৃষ্টি না এলেও শীতের দাপট শুরু হল বলে। আর কয়েকদিনের মধ্যেই বাংলায় পারদ পতন হতে শুরু করবে।

আবহাওয়া দফতর বলছে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত শীত নামতে শুরু করলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় আদ্রতার পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের কথা বললে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আবহাওয়া শুষ্কই থাকবে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১২ই অক্টোবর (রবিবার)*


মেষ রাশিফল (Sunday, November 12, 2023)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার মানসিক চাপ কমাবে। ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে। আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে। আজ, আপনি আপনার ঘরের ছাদে শুয়ে থাকার সময় খোলা, পরিষ্কার আকাশের দিকে চেয়ে পছন্দ করবেন। এভাবেই আপনি ফ্রি সময় উপভোগ করবেন।

প্রতিকার :- তামার পাত্রে বা (সম্ভব হলে) সোনার পাত্রে জল রেখে সেটিকে পান করুন আনন্দময় এবং শান্তিপূর্ণ সংসার জীবন লাভ করতে।

বৃষভ রাশিফল (Sunday, November 12, 2023)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আজ, আপনার ভাইবোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন। কোনও সামাজিক কারণে স্বেচ্ছাসেবকের কাউকে সাহায্য করা আপনার আশ্চর্য টনিকের মতো শক্তি বাড়িয়ে তুলতে পারে।

প্রতিকার :- শান্ত মনে রোজ ২৮ বার ওঁম মন্ত্রটি জপ করা, এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবনা।

মিথুন রাশিফল (Sunday, November 12, 2023)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে। ব্যাবসাতে লাভ আজকে এই রাশির ব্যাবসায়ীদের জন্য কোন সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে।

প্রতিকার :- দিন ও রাতে শান্ত মনে ২৮ থেকে ১০৮ বার ওম (ॐ) জপ করলে সুখী পারিবারিক জীবন লাভ করবেন।

কর্কট রাশিফল (Sunday, November 12, 2023)

আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্খায় অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে- আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সবকিছুই করুন। বিশেষ জাত আছে এমন যে কোন কিছুতে আর্থিক জোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরী থাকবেন। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন, সে/তিনি আঘাত পেতে পারেন। আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন।

প্রতিকার :- স্বাস্থ্যকর জীবনের জন্য মা, ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন।

সিংহ রাশিফল (Sunday, November 12, 2023)

একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। কন্যার অসুস্থতা আপনাকে হতাশ করতে পারে। ওকে ভালোবাসা দিন যাতে সে উদ্দীপিত হয়ে রোগমুক্ত হয়। রোগ সারাতে ভালোবাসার বিরাট ভূমিকা আছে। আজ, আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না। এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে নিজের সাথে চিকিত্সা করা একটি ভাল ধারণা এবং আপনি একটি দীর্ঘ সপ্তাহ পরে এটি প্রাপ্য। আপনি যদি আপনার বন্ধুদের বন্ধুদের পদক্ষেপে যেতে দেন তবে আপনি এটি আরও উপভোগ করতে পারেন

প্রতিকার :- ক্রিম বা সাদা বা প্যাস্টেল রঙের পর্দা ঘরে টাঙ্গালে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

কন্যা রাশিফল (Sunday, November 12, 2023)

শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন,আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে। আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলেই আপনি আজ বাসা থেকে ছিনতাই করতে পারেন এবং আপনি এর সমাধানও পেতে পারবেন না।

প্রতিকার :- ভগবান শিবকে ধুতুরা গাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ ও সবল শরীর অর্জন করবেন এবং শান্ত মন লাভ করবেন।

তুলা রাশিফল (Sunday, November 12, 2023)

এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদেরকে পরিচিত বলে মনে হবে। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন। বিশেষ কারও সাথে ক্যান্ডেললাইট ডিনার আপনাকে সপ্তাহে জমা হওয়া সমস্ত ক্লান্তি দূর করতে সহায়তা করতে পারে।

প্রতিকার :- জলে কোনো ছিদ্র যুক্ত ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে তার ফলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

বৃশ্চিক রাশিফল (Sunday, November 12, 2023)

কিছু পরিবারের কিছু সদস্য তাঁদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারানোর প্রয়োজন নেই অন্যথায় পরিস্থিত হাতের বাইরে চলে যেতে পারে। মনে রাখবেন যা সারানো যায় না তা অবশ্যই সহ্য করে নিতে হয়। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্খিত অনুযায়ী লাভ আনবে না- আর্থিক বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে। সেটা যেকন জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য, পরিস্কার, অনান্য ঘরোয়া কাজ, ইত্যাদি। আপনি যদি আগামীকালটির জন্য আপনার আজকের কাজ স্থগিত করে থাকেন তবে আপনার প্রতিকূল ফলাফল থেকে ভুগতে হতে পারে।

প্রতিকার :- বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে ও তার দৈনিক সেবা করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো ফল দেবে।

ধনু রাশিফল (Sunday, November 12, 2023)

বয়স্ক ব্যাক্তিরা তাঁদের স্বাস্থ্যের যত্ন নিন। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্খিত অনুযায়ী লাভ আনবে না- আর্থিক বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন। ব্যবসায়ীদের আজ তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত।

প্রতিকার :- কুকুর কে রুটি এবং পাউরুটি খাওয়ালে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে।

মকর রাশিফল (Sunday, November 12, 2023)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। আপনার প্রণয়ীর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে। বন্ধু বান্ধব এর সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক। আজ, আপনার স্ত্রী আপনাকে তার খুব ভাল নয়য় দিকটি দেখাতে পারেন। নতুন কোনও কাজ শুরু করার জন্য আজকের দিনটি আপনার জন্য ভাল।

প্রতিকার :- সবুজ কলাই দ্বারা তৈরি লাড্ডু বা মিষ্টি খাবার গণেশের মন্দিরে দান করুন ও তা বাচ্চাদের দান করুন, এর ফলে আপনার প্রেমের জীবনে সুন্দর মুহূর্ত তৈরি হবে।

কুম্ভ রাশিফল (Sunday, November 12, 2023)

স্বাস্হ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যধিক খরচ করায় লাগাম দিন। পরিবারের কোনও সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন। আপনার তাদের সাথে কথা বলা দরকার। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যার্থ করতে পারেন।আপনার সেটা থেকে বাঁচা দরকার। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন। আজ, কোনও দ্বন্দ্বের কারণে আপনি বগড বোধ করতে পারেন। আপনার পরিবারের সদস্যদের সাথে এটি সম্পর্কে কথা বলা উচিত এবং সমাধানের সন্ধান করা উচিত।

প্রতিকার :- কখনো ভ্রুন হত্যা করবেন না বা কোনো গর্ভবতী মহিলার ক্ষতি করবেন না বা এমন কারো ক্ষতি করবেন না যিনি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতি জীবনের প্রতীক, তাই নতুন কোনো জীবন সৃষ্টির সম্ভাবনাকে সন্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে।

মীন রাশিফল (Sunday, November 12, 2023)

আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচী আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। এমন কোনও পদক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক ক্ষতি করতে পারে। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। আজ এই মুহূর্তটির সদব্যবহার করুন। আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভাল, তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না।

প্রতিকার :- ঘরে একোরিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে ধন বৃদ্ধি হবে।

*বিজয় সম্মেলনী অনুষ্ঠানে, বিরোধী দল থেকে তৃণমূলে যোগদান*


 এসবি নিউজ ব্যুরো: সম্প্রীতির বার্তা দিতে শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের অন্তর্গত দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের গাজীপুর বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেস দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে গাজীপুর অঞ্চলের মধ্যে ছামনামুনী,দৌলতাবাদ এবং কৃপারামপুর এই তিনটি এলাকা থেকে আসা ৩ জন জয়ী পঞ্চায়েত সদস্য গায়ত্রী প্রামানিক, শাহারুল পাইক, রুকিয়া বিবি, পাশাপাশি আই এস এফ দল থেকে আসা ২ জন জয়ী সদস্য রকিব গায়েন, রেজাউল পাইক আজ তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন।

কুলপি ব্লকের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদারের হাত ধরে দলীয় পতাকা তুলে দেওয়া হয় ওই ৫ জন ব্যক্তির হাতে। সেই সাথে এলাকার বিভিন্ন ধর্মের কিছু বিশিষ্ঠ ব্যক্তি এবং পুরনো দিনের রাজনৈতিক নেতৃত্বদের কে ব্যাচ, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার।

জেলা পরিষদের সদস্য তথা সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস দলে মহিলা সভানেত্রী পূর্ণিমা হাজারি নস্কর, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার, পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি আব্দুল্লাহিল মারুফ, ব্লক তৃণমূল কংগ্রেস দলের সভাপতি তথা শিক্ষার ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার, ব্লকের যুব সভাপতি শামসুর আলম মীর, দক্ষিণ গাজীপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুল রহিম মোল্লা, গ্রাম পঞ্চায়েত প্রধান সাহানুর বিবি মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, "১০০ দিনের কাজের পাওনা বকেয়া টাকা বন্ধ করে দিয়ে বাংলার মানুষকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার।

তার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্না মঞ্চে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল। দিল্লির পুলিশ দলীয় নেতৃত্বদের সঙ্গে অমানবিক আচরণ করেন এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দিয়ে হেনস্থা করার চেষ্টা করে এবং রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। তাতেও কোনো প্রকার কেন্দ্র সরকারের টনক নড়েনি। সেই কারনে বাংলার প্রতি প্রতিনিয়ত বঞ্চনা করছে কেন্দ্র সরকার।

আগামী দিনে রাজ্যের বকেয়া টাকা না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের কর্মীদেরকে একত্রিত করে বৃহত্তর আন্দোলনে নামতে শামিল হবে। বর্তমানে কেন্দ্র সরকার তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে রাজ্যনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে নানাভাবে তৃণমূল দলের মন্ত্রী সহ বিধায়কদের কে হেনস্থা করার চেষ্টা করছে।

কিন্তু এর ফলে কোনো লাভ হবে না এই বিজেপি সরকারের। আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ আবার উন্নয়নের নিরিক্ষে তৃণমূল কংগ্রেস দলকে চাইবে এবং তার যোগ্য জবাব দেবে এই লোকসভা নির্বাচনে"। সবশেষে এই বিজয়া সম্মেলন সম্বর্ধনা অনুষ্ঠানে গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে সকলকে মিষ্টি বিতরণের মধ্যমে মিষ্টিমুখ করানো হয়।

*রাজ্যের পেনশন স্কিম নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর*


রাজ্য সরকারের পেনশন স্কিম নিয়ে এবার আসরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুয়ারে সরকারের লাইনে দাঁড়ালেও নেওয়া হচ্ছে না আবেদন! অগ্রাধিকার দেওয়া হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে জমা পড়া আবেদনপত্রগুলিকে! কী ঘটছে রাজ্যে? পর্দা ফাঁস বিজেপি নেতার।

ট্যুইট বার্তায় শুভেন্দু আক্রমণাত্মক সুরে লিখেছেন, ''ভাইপোর 'ডায়মন্ড হারবার মডেল' ফাঁস করে দিল পিশির প্রতারক দুয়ারে সরকারের উদ্যোগ!বার্ধক্য পেনশন স্কিমের আবেদনকারীদের দুয়ারে সরকার ক্যাম্পের পিছনের লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল, কিন্তু তারা পেনশন পাননি। কেন? কারণ পিসি বুঝতে পেরেছিলেন যে তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এবং এইভাবে তাকে পেনশন স্কিমের জন্য ক্রেডিট দাবি করার একটি উপায় খুঁজে বের করতে হবে। এইভাবে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে করা বার্ধক্য পেনশন আবেদনগুলিকে উপেক্ষা করার এবং সেই সমস্ত আবেদনগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য যা সরসারি মুখ্যমন্ত্রী কল/পোর্টালের মাধ্যমে করা হয়েছিল।ভাইপো ফাটালেন "দুয়ারে সরকার" বেলুন!পিশির কৌশলে ঈর্ষান্বিত হয়ে, ভাইপো ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং সরকার অর্থপ্রদান শুরু করার আগেই, ব্যক্তিগত ক্ষমতায় পেনশনের পরিমাণ হস্তান্তর করার ঘোষণা দিয়ে অন্তত তার লোকসভা নির্বাচনী এলাকা - ডায়মন্ড হারবারে বৃদ্ধ বয়স পেনশন প্রকল্পের জন্য ক্রেডিট দাবি করার চেষ্টা করে।

ইতিমধ্যেই তদন্তকারী সংস্থাগুলির ক্রমাগত হরতাল দেখে বিরক্ত হয়ে, কেউ কয়লা এবং গরু চোরাচালান, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এবং রেশন বন্টন কেলেঙ্কারি থেকে সঞ্চিত অর্থ বের করার সিদ্ধান্ত নিয়েছে৷ লোকসভা নির্বাচনের কয়েক মাসের জন্য যদি একটি ছোট অংশ ৭০ হাজার সুবিধাভোগীর কাছে হস্তান্তর করা যায় তবে এটি ভোটারদের প্রভাবিত করার জন্য অপরাধের অর্থ ব্যবহার করার মতো হবে। ডাবল বোনানজা! যাইহোক, এমনকি যদি ৭০,০০০ টাকা ৫০০ জনকেও প্রদান করা হয়, প্রেরিত টাকার পরিমাণ হবে ৩,৫০,০০,০০ টাকা (সাড়ে তিন কোটি) প্রতি মাসে। পিসি-ভাইপো দ্বন্দে ভুগছে সাধারণ মানুষ।এখন পর্যন্ত, পশ্চিমবঙ্গ রাজ্যে বৃদ্ধ বয়স পেনশন স্কিমে নথিভুক্ত হওয়ার জন্য মুলতুবি থাকা আবেদনের সংখ্যা হল ১২,০০০,৬৫(বারো লক্ষ পঁয়ষট্টি)৷

পেনশনের পরিমাণ কেন্দ্রীয় সরকার প্রদান করে।ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার -এর কলকাতা অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় একরকম তার প্রভাব বিস্তার করেছেন। সোমবার আমি কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একই বিষয়ে অভিযোগ করব।'' 

*ভূত চতুর্দশীতে পুজো হয় মালদহের ইংরেজবাজারে*


এসবি নিউজ ব্যুরো: আমাবস্যা নয়, ভূত চতুর্দশীতেই পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালির। আজ নিয়ম মেনে পুজো হবে মহাকালির। আজ তার আগে মহাকালির প্রতিমা নিয়ে মালদহ শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । ভিন জেলা থেকে আগত শিল্পীরা রাধা কৃষ্ণ সেজে নৃত্য প্রদর্শন করেন শোভাযাত্রায়। এর পাশাপাশি মালদহ জেলার মুখ শিল্পারা অংশ নেয় শোভাযাত্রায়।বিভিন্ন জেলা থেকে শিল্পীরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রায় অংশ নেয়।

মহাকালী সহকারে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে মালদা শহরের রাজপথে দর্শনার্থীদের ভিড় জমে। আজ এই মহাকালীর পুজো অনুষ্ঠিত হবে। শোল মাছের টক এই মহাকালির অন্যতম প্রধান ভোগ। এই কালির বিশেষত্ব ১০টি মাথা, ১০টি হাত এবং ১০টি টি পা। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্তি অর্জনের জন্য এই পুজো শুরু করেছিলেন অবিভক্ত মালদহের তৎকালীন কিছু যুবক। তারা নিয়মিত এখানে শরীর চর্চা করতে আসতেন।

এই মহাকালী পুজো এখন ব্যাপ্তী ছাড়িয়ে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। তন্ত্র মতে পুজো হয় মহাকালির।এমনকি বলি পর্যন্ত হয় এখানে।মালদহের ইংরেজবাজার শহরের গঙ্গাবাগের ইংরেজবাজার ব্যায়াম সমিতির কালীপুজো এখন ১০ মাথার মহাকালী নামেই পরিচিত।

*বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে*


 এসবি নিউজ ব্যুরো: দীপাবলী ও ছটপুজোর উৎসবের আনন্দ যাতে ফিকে না হয় পড়ে সেদিকে নজর রেখেছে ভারতীয় রেল। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। 

বিভিন্ন রেলস্টেশনে চলছে বিশেষ চেকিং অভিযান। শনিবার, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার জংশন ডিভিশনের হাসিমাড়া রেলস্টেশনে আরপিএফ ইনচার্জ সুদীপ্ত দাস গুপ্তের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। এদিন বিশেষ করে স্টেশন চত্বর ও ট্রেনের ভেতরে চেকিং চলে।কেউ বাজি পাটকা নিয়ে যাচ্ছে কি না তা দেখা হয়। সিকিম মহানন্দা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হয়। তবে চেকিংয়ের সময় বাজি ও কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার করা হয়নি।

এই বিষয়ে হাসিমারা আরপিএফ ইনচার্জ সুদীপ্ত দাস গুপ্ত বলেন, "দীপাবলী ও ছট পুজো চলে এসেছে। এই উৎসবের সময় যাত্রীরা তাদের আনন্দের জন্য বাজি এবং দাহ্য পদার্থ নিয়ে ভ্রমণ করতে পারে। এই কারণে ট্রেন যাত্রার সময় বিস্ফোরণ ঘটলে যাত্রীদের ক্ষতি হতে পারে। সেজন্য আমরা ইতিমধ্যেই একটি চেকিং অভিযান চালানো হচ্ছে ও মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হচ্ছে।"

*গ্র্যামি পুরস্কারে মনোনীত হল প্রধানমন্ত্রীর গাওয়া গান "অ্যাবানডেন্স অফ মিলেট্‌স"*

২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরের শুরু থেকেই মিলেটের উত্‍পাদন বৃদ্ধি ও উপকারিতা প্রচারের উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তা নিয়েই ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহের সঙ্গে মিলে একটি গান লিখেছিলেন প্রধানমন্ত্রী। এই গানটির নাম "অ্যাবানডেন্স অফ মিলেট্‌স"।

গানটি ইংরেজি ও হিন্দি দুই ভাষায় লিখেছেন মোদী ও ফাল্গুনী শাহ। গানটি ১৬ জুন মুক্তি পাওয়ার পরেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গত ৫ অক্টোবর ঘোষণা করা হয় যে "অ্যাবানডেন্স অফ মিলেট্‌স" গানটি ২০২৪ সালের গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

এই খবরটি প্রকাশিত হওয়ার পর আনন্দিত হন প্রধানমন্ত্রী। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "এটি ভারতের জন্য গর্বের বিষয়।" প্রসঙ্গত গ্র্যামি পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার।

*বিশেষ প্রতিবেদন*

 

ছেলেটার নাম ফিওডোর দস্তয়ভস্কি 

 অসীম পাল 

একটা পুরনো ভাঙ্গা বাড়ি। কালি পড়া লণ্ঠনে আলো যা দেয় তার চেয়ে অন্ধকার‌ই বেশি। প্রতিদিন সন্ধ্যেবেলা এখানে হাজির হয় বিভিন্ন বয়সের কতোগুলো লোক। তাদের না ছিল কোনো সংগঠন না ছিল কোনো রাজনৈতিক পরিচিতি। তারা শুধু সরকারের দোষগুলোর সমালোচনা করে উত্তেজিত হতো আর গা গরম করতো রোজ। 

এমনি এক শীতের সন্ধ্যেয় সেই সভায় একদন উত্তেজিত জনতা বলে বসলেন , 'চাষাভুষোরা যেসব অখাদ্য খাবার খেয়ে বেঁচে থাকে সেইসব অখাদ্য খাবার জার সম্রাট নিকোলাসকে খাওয়ানো উচিত।'

ব্যাস, অমনি ওই সভায় লুকিয়ে থাকা ছদ্মবেশী এক গোয়েন্দা পড়িমরি করে ছুটলেন জারের কাছে খবর দিতে। তৎক্ষণাৎ পেয়াদা এসে ধরে নিয়ে গেল সবাইকে। জেলে পুরলো, বিচার হলো,

সব্বার ফাঁসি! দিনক্ষণ‌ও ঠিক হয়ে গেল সঙ্গে সঙ্গে জারের হুকুমে।

এদিকে দেখতে দেখতে সময় যতোই ঘনিয়ে আসে নিরীহ লোকগুলো ততোই আতঙ্কে আর্তনাদ করে ওঠে। জারের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করে। কেউ কেউ আবার মৃত্যুভয়ে মুর্ছা যায়।

দলের মধ্যে সবার যখন উন্মাদের মত পরিস্থিতি তখন সেই দলে থাকা ২৮বছরের যুবকটির মধ্যে কোনো হেলদোল নেই! বরং মাঝে মাঝে কোনো পাহারাদারকে কাছে পেলেই গল্প শোনায় ঝড়ের বেগে। আরো আশ্চর্য, প্রত্যেক পাহারাদারকে শোনায় একেকটা নতুন নতুন গল্প। যুবকটির কান্ড দেখে সব্বাই বিষ্ময়ে তাজ্জব বনে যায়।

ছেলেটার নাম ফিওডোর দস্তয়ভস্কি। বাবা সেনাবাহিনীর নামকরা ডাক্তার। অগাধ সম্পদ। কিন্তু বড্ড বেশি মদ্যপ আর বদমেজাজী। এই কারণে পিতাপুত্রের বিচ্ছেদ ঘটল একদিন।

দস্তয়ভস্কি নিজের ভরণপোষণের জন্য সেনাবাহিনীতে চাকরি নিল। কিন্তু সেখানে জারের নির্মম নির্যাতনের দৃশ্য দেখে চাকরি ছেড়ে স্থির করলো এইসব অন্যায়ের কথা দেশের জনগণকে জানাতেই হবে। এরজন্য সে লেখালিখি শুরু করলো।

১৮৪৯ এর ২২ ডিসেম্বর। বরফ ঢাকা শীতের ভোরে মৃত্যুদণ্ড প্রাপ্ত লোকগুলোকে আনা হলো একটি পার্কের ভেতরে। প্রত্যেককে দাঁড় করানো হলো হাত পা বেঁধে। সৈনিকরা দাঁড়িয়ে গেল বন্দুক হাতে। আর কিছুক্ষণের মধ্যেই গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে সকল জীবন্ত দেহগুলো।

সেই অন্তিম সময়ে প্রত্যেকে উত্তেজনায় কাঁপছিল। কেউ নতজানু হয়ে উপর‌ওয়ালার কাছে শেষ আর্জিটুকু জানাচ্ছে, কেউ মাটিতে লুটিয়ে পড়ছে।

অথচ কী আশ্চর্য! সেই চরম মুহুর্তে‌ও ফিওডোর সবাইকে শোনাচ্ছে একটি করে গল্প! কারণ মৃত্যুর সাথে সাথে তার গল্পগুলো মরে না যায় সেই দিকেই তাঁর একমাত্র ধ্যান!!

হঠাৎ! হ্যাঁ হ্যাঁ হঠাৎ সম্রাট নিকোলাসের দূত ছুটতে ছুটতে এসে খবর দিল,

"রদ করা হয়েছে সকলের মৃত্যুদণ্ড!…

মুহুর্তের মধ্যে সকলে হাঁ হাঁ করে উঠলো। সিপাহিরা বন্দুকগুলো মাটিতে ঠেকিয়ে বসে পড়ল সবাই।

দূত পড়ে শোনাতে লাগলো সম্রাটের হুকুমনামা। কিন্তু বিপুল হর্ষধ্বণির মধ্যে চাঁপা পড়ে গেল বাকি কথা।

যেখানে বলা হলো ২৮জনের ফাঁসি রদ করা হলেও ফিওডোর দস্তয়ভস্কিকে পাঠানো হবে সাইবেরিয়ায় নির্বাসনে।

এরপরের কাহিনী তো সহজেই অনুমেয়। দস্তয়ভস্কি সাইবেরিয়ায় গিয়ে নিবিড় ভাবে লিখতে শুরু করলেন একেরপর এক গল্প উপন্যাস।

পৃথিবীতে যদি দশটা উপন্যাসের নাম বলতে বলা হয় তাহলে তাঁর লেখা অন্তত দুটি উপন্যাসের নাম স্থান পাবে। 

আজকে তাঁর ১৯৯তম জন্মদিন।

ছবি: সৌজন্যে লেখক।