*সূচনা হল "চারুকলা উৎসব ২০২৩"-এর*
সৃজিতা মল্লিক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দন- রবীন্দ্রসদনের একতারা মঞ্চে শুরু হল "চারুকলা উৎসব ২০২৩"। বৃহস্পতিবার উৎসবের সূচনা করেন, যোগেন চৌধুরী। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন ও তথ্য- সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত শুভাপ্রসন্ন সহ বিশিষ্টজনরা। এ্যাকাডেমি অফ ফাইন আর্টস এবং গগনেন্দ্রনাথ প্রদর্শনশালার সহযোগিতায় এই উৎসবের সূচনা হয়।
মন্ত্রী জানান, "আগামী ৬ মাসের মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় হবে প্রদর্শন শালা"। এই উৎসবে শিল্পী মহাসন্মান দেওয়া হয়, প্রদীপ রক্ষিত, শিল্পা ভট্টাচার্য, সুব্রত বন্দোপাধ্যায় এবং চন্দ্র ভট্টাচার্যকে। শিল্পী সন্মান দেওয়া হয়, চঞ্চল চৌধুরী, নিতিশ ঘোষ দস্তিদার এবং দেবব্রত দে-কে।
শিল্প ও ঐতিহাসিক সন্মান দেওয়া হয় প্রণব রঞ্জন রায়কে।তদের পুরস্কার তুলে দেন শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী এবং ইন্দ্রনীল সেন। মোট ২০০ উদ্যোগী অংশগ্রহণ করছে। উৎসব চলবে নন্দন চত্বরে আজ থেকে ৯ নভেম্বর পর্যন্ত।


 
						









 




 এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বড়াইক । প্রতিবছর ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই মেলা সরকারিভাবে অনুষ্টিত হয়ে থাকে। এদিন ইসরোর বিজ্ঞানী জলপাইগুড়ি জেলার কৌশিক নাগকে কমিটির পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ৭ই নভেম্বর পর্যন্ত। সুষ্ঠভাবে মেলা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বড়াইক । প্রতিবছর ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই মেলা সরকারিভাবে অনুষ্টিত হয়ে থাকে। এদিন ইসরোর বিজ্ঞানী জলপাইগুড়ি জেলার কৌশিক নাগকে কমিটির পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ৭ই নভেম্বর পর্যন্ত। সুষ্ঠভাবে মেলা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ধূপগুরির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, পদ্মশ্রী করিমুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভান্ডারী মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ধূপগুরির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, পদ্মশ্রী করিমুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভান্ডারী মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল।
 
Nov 02 2023, 21:07
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0